আপনি কি Ucb ব্যাংক থেকে লোন নেওয়ার কথা ভাবছেন? জানতে চান UCB Bank Loan সংক্রান্ত সকল উপায় সম্পর্কে বিস্তারিত? হ্যাঁ, তাহলে আমাদের আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনাদের জন্যই!
যা যা থাকছে
Ucb ব্যাংক এর ইতিহাস সম্পর্কেঃ
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি ব্যাংক)। এটি বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি বেসরকারি ব্যাংক। ব্যাংকটি ১৯৮৩ সালের ২৭ জুন প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটির প্রতিষ্ঠাতা আখতারুজ্জামান চৌধুরী বাবু। এবং ব্যাংকটির বর্তমান পরিচালক ‘আবুল এহতেশাম আব্দুল মুহাইমিন।’
বাংলাদেশের সকল ব্যাংকের মতোই ইউসিবি ব্যাংকও গ্রাহকদের দিয়ে থাকে বিভিন্ন ধরনের ঋণ, সঙ্গে যুক্ত থাকে বিভিন্ন ধরনের সুবিধা! বর্তমানে আপনারা যারা Ucb ব্যাংকের গ্রাহক রয়েছেন কিংবা আপনাদের যদি Ucb ব্যাংক থেকে লোন নেওয়ার ইচ্ছে থেকে থাকে তবে আপনাদের প্রথমেই UCB Bank Loan ব্যবস্থা সম্পর্কে পুরোপুরি পরিষ্কার ধারণা প্রয়োজন।
আর আমাদের আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করবো Ucb ব্যাংকের লোন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য ও উপায়।
ইউসিবি ব্যাংক গ্রাহকদের কত ধরনের লোন দিয়ে থাকে?
ইউসিবি ব্যাংক সাধারণ ৩ ধরনের ব্যাংক লোন দিয়ে থাকে।
যথা:
১. ইউসিবি ব্যাংক পার্সোনাল লোন | UCB Bank Personal Loan
২. ইউসিবি ব্যাংক অটো লোন | UCB Bank Auto Loan
৩. ইউসিবি ব্যাংক হোম লোন | UCB Bank Home Loan
উল্লেখ্য এই যে, ইউসিবি ব্যাংক থেকে আপনারা আপনাদের পছন্দানুযায়ী মাধ্যম হতে আপনি/আপনারা লোন নিতে পারবেন।
এবার দেখে নেওয়া যাক এই তিনটি খাত থেকে লোন নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় জরুরি বিষয়াদি সম্পর্কে বিস্তারিত তথ্যসারণি:
ইউসিবি ব্যাংক পার্সোনাল লোন | UCB Bank Personal Loan
ব্যক্তিগত আর্থিক সমস্যা সমাধানের সহজ একটি মাধ্যম হচ্ছে UCB Bank Loan বা ইউসিবি ব্যাংক পার্সোনাল লোন গ্রহণ। হ্যাঁ, আপনার ব্যক্তিগত কাজ সম্পন্ন করতে আপনি উক্ত ব্যাংক লোন খুব সহজেই আপনি গ্রহণ করতে পারবেন!
ইউসিবি ব্যাংক পার্সোনাল লোন গ্রহণের সুবিধা সম্পর্কে:
* আপনি/আপনারা চাইলে ১ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত ইউসিবি ব্যাংক থেকে লোন নিতে পারবেন।
* লোন গ্রহণের সময় হতে পরবর্তী ১ থেকে সর্বোচ্চ ৫ বছর সময়ের মধ্যে উক্ত লোন পরিশোধ করতে হবে।
* এক্ষেত্রে আপনাদের কোনো প্রকার সিকিউরিটি এক্সট্রা চার্জের প্রয়োজন হবে না।
* তাছাড়া কোনো ধরনের হিডেন চার্জও নেই।
* এবং এই UCB Bank Loan টি আপনি অতি অল্প সময়ের মধ্যে ব্যাংক কতৃক পাবেন। অর্থাৎ ইউসিবি ব্যাংক পার্সোনাল লোন খুব তাড়াতাড়ি আপনি পাবেন।
Ucb ব্যাংক থেকে পার্সোনাল Loan গ্রহণের যোগ্যতা:
• ব্যবসায়ী, যেকোনো প্রতিষ্ঠানের বেতনভুক্ত চাকুরীজীবি, স্ব-কর্মনির্ভরশীল ব্যাক্তিবর্গ ছাড়াও বিভিন্ন পেশার মানুষ খুব সহজেই নিতে পারবে।
• Ucb bank personal loan নির্ভর করবে আপনি ব্যবসায়ী হলে আপনার ব্যাবসায়ের উপর, তাছাড়া আপনি চাকুরীজীবি হলে তা নির্ভর করবে আপনার মাসিক বেতনের উপর।
• Ucb bank personal loan গ্রহণ করার ক্ষেত্রে আপনার বয়স অবশ্যই কমপক্ষে ২১ বৎসর হতে হবে।
• আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন এবং আপনার বেতন যদি ২৫০০০ টাকার মতো হয় তবে আপনি Ucb bank personal loan গ্রহনের জন্য আবেদন করতে পারবেন। এবং লোন গ্রহনের ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন।
• আপনি যদি ডাক্তার হয়ে থাকেন এবং Ucb bank personal loan গ্রহণ করতে চান তবে আপনার বেতন অবশ্যই অন্তত ৩৫০০০ টাকা হতে হবে। তা না হলে আপনি ঋণ গ্রহণের জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন।
• এছাড়াও যদি কোনো স্বনির্ভর ব্যক্তি এই লোন নিতে চায় তবে অবশ্যই তার মাসিক বেতন/ইনকাম ৪০০০০ টাকার সমপরিমাণ হতে হবে।
• যদি কোনো ব্যবসায়ী উক্ত লোন নিতে চায় তবে অবশ্যই তার মাসিক ইনকাম ৪৫০০০ টাকার বেশি হতে হবে।
আরো জানুনঃ ব্র্যাক ব্যাংক হোম লোন
ইউসিবি ব্যাংক অটো লোন | UCB Bank Auto Loan
ইউসিবি ব্যাংকের অটো লোন গ্রহণ করে আপনি যদি ব্যবসা করতে চান তাহলে ইউসিবি ব্যাংকের অটো লোন ব্যবস্থার মাধ্যমে আপনি এটি গ্রহণ করতে পারবেন।
Ucb bank এর অটো loan গ্রহণের সুবিধাসমূহ:
• ইউসিবি ব্যাংকের অটো লোন শুধুমাত্র এয়ারকন্ডিশনার নতুন গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য।
• এক্ষেত্রে আপনি সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক লোন নিতে পারবেন।
• এছাড়া ব্যাংক আরো একটি বিশেষ নিয়মে আপনাকে ঋণ দিবে তা হলো আপনি যদি কোনও নতুন গাড়ি ক্রয় করে থাকেন, তবে সেক্ষেত্রে উক্ত ক্রয়কৃত অর্থের ৫০ শতাংশ বা অর্ধেক টাকা ব্যাংক আপনাকে লোন দিবে।
• এই লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৫ বছর।
• ইউসিবি ব্যাংক অটো লোন ঋণ সেবায় রয়েছে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট মাত্র ৯% শতাংশ।
• এবং এই লোনের ক্ষেত্রে কোনো প্রকার হিডেন চার্জের দরকার হয় না।
Ucb bank auto লোন নেওয়ার যোগ্যতা:
• আপনি যদি কোনো ব্যবসায়ী অথবা কোন বেতনভোগী চাকুরীজীবি ব্যক্তি হন, কিংবা আপনার যদি কোন স্বনির্ভর/মাসিক আয়ের নির্ধারিত কোনো উৎস থেকে থাকে তাহলে আপনি UCB Bank Loan এর জন্য আবেদন করতে পারবেন।
• Ucb bank এর Auto loan গ্রহণের ক্ষেত্রে ঋণ গ্রহণকারী ব্যক্তির বয়স সর্বনিম্ন ২১ এবং সর্বোচ্চ ৬০ হতে হবে।
• ইউসিবি ব্যাংক অটো লোন গ্রহণের জন্য যদি কেউ আবেদন করতে চায় তাহলে তার বেতন অবশ্যই সর্বনিম্ন ৫০ হাজার টাকা হতে হবে।
• স্বনির্ভর ব্যক্তিদের ক্ষেত্রে বেতন/মাসিক ইনকাম হতে হবে ৬০০০০ টাকা।
• ইউসিবি ব্যাংক অটো লোন গ্রহণের ক্ষেত্রে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যবসায়ের প্রতি মাসের মুনাফা/আয় ৭৫ হাজার টাকা হতে হবে। তবেই আপনি ঋণ গ্রহণের জন্য বিবেচিত হবেন।
ইউসিবি ব্যাংক হোম লোন | UCB Bank Home Loan
আপনি যদি ইউসিবি ব্যাংকের হোম লোন গ্রহণ করতে চান। তবে আপনি অনেক সহজেই এই লোন গ্রহণ করতে পারেন। ইউসিবি ব্যাংকের হোম লোনের ইন্টারেস্ট রেট ৯% শতাংশ । এছাড়াও আপনি/আপনারা অনেক সহজ কিস্তিতে এই ঋণ পরিশোধ করার সুযোগ সুবিধা পাবেন। যার কারণে একদম ঝামেলাবিহীন আপনি এই লোনটি খুব সহজেই নিতে পারবেন। আপনি যদি একটি নতুন বাড়ি তৈরি করতে চান কিন্তু তার জন্য আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ/টাকা না থাকে তবে আপনি ইউসিবি ব্যাংকের হোম লোন গ্রহণ করতে পারেন।
ইউসিবি ব্যাংক হোম লোন গ্রহণের সুবিধা:
• ইউসিবি ব্যাংক হোম লোন গ্রহণ করে বাড়ি তৈরি করার জন্য আপনি চাইলে আপনি ২০ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 1 কোটি টাকা ঋণ গ্রহণ করতে পারবেন।
• এই লোনটি আপনাকে সর্বোচ্চ 25 বছরের মধ্যে পরিশোধ করে দিতে হবে।
• এছাড়াও হোম লোনে রয়েছে অ্যাট্রাক্টিভ ইন্টারেস্ট রেট। এক্ষেত্রে কোনো রকমের হিডেন এক্সট্রা চার্জের প্রয়োজন হয়না।
• আপনি চাইলে এই লোন আপনার সুবিধামতো অতি তাড়াতাড়ি অ্যাপ্রুভাল নেওয়ার গ্যারান্টি পাবেন। যার কারণে এই UCB Bank Loan নিতে আপনার বেশি সময়ের প্রয়োজন হবে না।
• তাছাড়াও বাংলাদেশের বাইরে অবস্থানকারী অর্থাৎ প্রবাসী সকল ব্যক্তি এই লোন গ্রহণের সুযোগ পাবে।
আরো জানুনঃ প্রবাসী কল্যাণ ব্যাংক লোন
Ucb bank এর হোম Loan গ্রহণের যোগ্যতা:
• এই লোন নেওয়ার জন্য ঋণ গ্রহণকারী ব্যক্তির বয়স কমপক্ষে 25 বছর হতে হবে।
• বেতনভুক্ত চাকুরীজীবিদের ক্ষেত্রে মাসিক বেতন অবশ্যই ৪০০০০ টাকা হতে হবে।
• স্ব-নির্ভার ব্যক্তির বেতন অবশ্যই ৭০০০০ হাজার টাকা হতে হবে।
• ব্যবসায়ী ব্যাক্তির ক্ষেত্রে মাসিক বেতন অবশ্যই ৭৫০০০ টাকা হতে হবে।
• এছাড়াও প্রবাসীদের বেতন কমপক্ষে ৮০০০০ টাকা হতে হবে।
Ucb ব্যাংক হতে আপনি/আপনারা উক্ত মাধ্যমগুলো অনুসরণ করে যথাযথ উপায়ে লোন/ঋণ গ্রহণ করতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
এবার আমরা জানব Ucb bank loan গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস
আপনি/আপনারা যদি ইউসিবি ব্যাংক হতে পার্সোনাল/অটো/হোম লোন গ্রহণ করতে চান, সেক্ষেত্রে আপনাদের যে সকল জরুরি কাগজপত্রের প্রয়োজন হবে তা নিচে উল্লেখ করা হলো—
• জাতীয় পরিচয়পত্র সহ অন্যান্য জরুরি কাগজের ফটোকপি (প্রবাসীদের জন্য পাসপোর্ট এর ফটোকপি)।
• ঋণ/লোন গ্রহণকারী ব্যক্তির সদ্য তোলা কয়েক কপি পাসপোর্ট সাইজের ছবি।
• সাক্ষী হিসেবে একজন গ্যারান্টি দানকারী ব্যক্তি নির্বাচন শেষে তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ছবি।
• সর্বশেষ নির্ধারিত কয়েক মাসের (১ বছর বা ৬ মাসের) ব্যাংকের জবানবন্দি।
• ব্যবসায়ীদের ক্ষেত্রে ইউটিলিটি বিল সহ অন্যান্য প্রয়োজনীয় কিছু জরুরি কাগজের ফটোকপি ইত্যাদি।
এক্ষেত্রে আজকের অনুচ্ছেদে/আর্টিকেলে উল্লেখিত ডকুমেন্ট ব্যতীত আরোও জরুরি কিছু কাগজপত্রের প্রয়োজন হতে পারে। UCB Bank Loan সম্পর্কে আরও বিস্তারিত জানতে ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন।
এছাড়াও সকল ক্ষেত্রের লোন গ্রহণের ক্ষেত্রে UCB Bank Loan এর যে ইন্টারেস্ট রেট/ লভ্যাংশ রয়েছে তা জানতে আপনারা ব্যাংকের কাস্টমার কেয়ারে কলের মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।
আমরা আমাদের আজকের আর্টিকেলের মাধ্যমে UCB Bank Loan গ্রহণের উপায় সম্পর্কে আপনাদের সবকিছু বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করলাম। আশাকরি আপনারা সবাই পুরোপুরি বুঝতে পেরেছেন।
আমার একটি পার্সোনাল লোন লাগবে ২ লাখ টাকা