আজ আমরা আলোচনা করবো UCB Bank Dps সর্ম্পকে বিভিন্ন তথ্য, সুবিধা এবং অসুবিধা সমূহ নিয়ে। এছাড়াও UCB Bank এর
ইউসিবি সুপার ফ্লেক্স ডি,পি,এস(ইউসিবি মহিলাদের ডিপিএস প্লাসইউসিবি ইয়ংস্টার ডিপিএসইউসিবি এনআরবি ডিপিএস প্লাস
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ( UCB Bank) এটি বাংলাদেশের বানিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি বেসরকারি ব্যাংক। ব্যাংকটি ১৯৮৩ সালের ২৭শে জুন ঢাকায় প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটির প্রতিষ্ঠাতা আখতারুজ্জামান চৌধুরী বাবু। এবং ব্যাংকটির বর্তমান পরিচালক আবুল এহতেশাম আব্দুল মুহাইমিন।
আসসালামু আলাইকুম, আমাদের আজকের এই বিশেষ অনুচ্ছেদে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের অনুচ্ছেদের মূল বিষয় ‘ইউসিবি ব্যাংক ডিপিএস’ সম্পর্কে বিস্তারিত তথ্যবলি উপস্থাপনা করা।
এছাড়াও UCB Bank Dps এর মাধ্যমে টাকা জমানোর পর আপনারা কেমন ইন্টারেস্ট পাবেন, কিভাবে UCB Bank DPS করবেন সেসব সম্পর্কে যাবতীয় তথ্য আমরা আমাদের আজকের এই অনুচ্ছেদে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা যারা ইউসিবি ব্যাংকে ডিপিএস করতে চান, ইউসিবি ব্যাংকের ডিপিএস সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে পরিষ্কার ধারণা অর্জন করতে চান, আমাদের আজকের এই অনুচ্ছেদ মূলত তাদেরকেই বেশি উপকৃত করবে সঠিক তথ্যের মাধ্যমে।
আসুন এবার জেনে নেওয়া যাক,
যা যা থাকছে
UCB Bank Dps এর প্রকারভেদ
আমাদের অনুচ্ছেদের এই অংশে আমরা আলোচনা করবো UCB Bank Dps এর প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত তথ্য।
আপনারা অনেকেই ব্যাংকে ডিপিএস করার জন্য যান এবং অনেকেই বিস্তারিত জেনে, শর্ত মেনে ডিপিএস চালু করেন। আপনারা নিশ্চয় এ-ও জানেন যে ব্যাংকে ডিপিএস চালু করে টাকা জমানোর জন্য বিভিন্ন ধরনের আলাদা আলাদা প্রকারভেদ রয়েছে, আর এই প্রকারভেদের কারণে তখন আলাদা আলাদা ডিপিএস একাউন্টের প্রয়োজন হয়ে থাকে।
আপনারা যারা UCB Bank Dps করার মাধ্যমে ব্যাংকে টাকা জমাতে চান তারা মোট চার ভাবে ডিপিএস একাউন্ট করতে পারবেন।
উক্ত ৪ প্রকারের ডিপিএস সম্পর্কে, একাউন্টের ধরণ সহ যাবতীয় বিষয় সম্পর্কে আমরা এবার আলোচনা করবো বিস্তারিত–
- ইউসিবি সুপার ফ্লেক্স ডিপিএস
- ইউসিবি মহিলাদের ডিপিএস প্লাস
- ইউসিবি ইয়ংস্টার ডিপিএস
- ইউসিবি এনআরবি ডিপিএস প্লাস
- ইউসিবি মাল্টি-মিলিওনার ডিপিএস ( মাত্র ৫৮৮৮ টাকা জমা করে বনে যান লাখপতি )
উপরের উল্লেখিত পাঁচ সিস্টেমের ডিপিএস একাউন্টের মাধ্যমে আপনারা ইউসিবি ব্যাংকে ডিপিএস একাউন্ট তেরি করে টাকা জমাতে পারবেন।
এবারের অংশে আমরা আলোচনা করবল এই সকল একাউন্টের মাধ্যম থেকে কোন একাউন্টে টাকা জমালে বেশি লাভবান হওয়া যাবে? কোন একাউন্টে বেশি সুযোগ সুবিধা পাওয়া যাবে? কারা পাবে? আমাদের উদ্দেশ্য শুধু আপনাদের ইনফরমেশন দেওয়া এখন আপনি জেনে শুনে সুদ খাবেন কিনা এটা আপনার একান্ত ব্যাক্তিগত বিষয় তবে আপনি যদি ইসলাম ধর্ম পালন করে থাকেন তবে আপনাকে জানিয়ে রাখি সুদ খাওয়া সম্পন্ন হারাম সুতরাং আপনি ব্যাংক এ টাকা জমা না করে উক্ত টাকা দিয়ে ব্যাবসা করুন অথবা সোনা কিনে রাখুন কেননা সোনার দাম সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। আর টাকার মান সময়ের সাথে সাথে কমে যায়।
ইউসিবি সুপার ফ্লেক্স ডিপিএস:
আপনারা যারা ভবিষ্যতের জন্য প্রতিমাসে কিছু টাকা করে জমানো শুরু করতে চান, তারা ইউসিবি ব্যাংক সুপার ফ্লেক্স ডিপিএস একাউন্ট চালু করে টাকা জমানো শুরু করে দিতে পারেন।
ইউসিবি সুপার ফ্লেক্স ডিপিএস এর ফিচারস:
- আপনি আপনারা চাইলে ইউসিবি ব্যাংক ডিপিএস এর মাধ্যমে তিন বছর, পাঁচ বছর, সাত বছর এমনকি 10 বছরের জন্য টাকা জমাতে পারবেন।
- এই ডিপিএসে আপনি প্রতিমাসে আপনার ইচ্ছা মতন অথবা সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন আপনার একাউন্টে।
- আপনি টাকা জমা দেওয়ার পর আপনার ফোনে এসএমএস এবং ই-মেইল করার মাধ্যমে আপনাকে ব্যাংক থেকে জানিয়ে দেয়া হবে যে ওই টাকাটা আপনার একাউন্টে জমা হয়েছে কিনা।
- তাছাড়াও প্রতিদিনের ব্যাংক আওয়ারে, সপ্তাহের পাঁচ দিনে আপনি এই ব্যাংকে এসে টাকা জমাতে পারবেন।
- আপনার ডিপিএস অ্যাকাউন্ট বন্ধ না করে আমানত রাখার 40% সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন অথবা আপনার বিভিন্ন রকমের আর্থিক প্রয়োজনীয়তা এই ডিপিএস থেকে আপনি পূরণ করতে পারবেন।
ইউসিবি সুপার ফ্লেক্স ডিপিএস এর লাভ:
ইউসিবি ব্যাংকের রেগুলার কাস্টমারদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সু্যোগ ব্যবস্থা ব্যাংক থেকে দেওয়া হয়। ধরুন, আপনি যদি আপনার একাউন্টে প্রতিমাসে ৫০০ টাকা করে জমা রাখেন তাহলে ৩ বছর সময় পর উক্ত টাকা লাভ/মুনাফা সহ আপনি পাবেন ১৯৬৭ টাকা। অথবা আপনি যদি ৫ বছরের জন্য আপনার ডিপিএস করেন তাহলে আপনি তখন পাবেন ৩৫৫২৮ টাকা। এছাড়াও ইউসিবি ব্যাংক ডিপিএস যদি আপনি ১০ বছরের জন্য করেন তবে নির্দিষ্ট সময় পর টাকা উত্তোলন করার সময় আপনি পাবেন ৮০৭৪০ টাকা।
UCB Bank Dps From
ইউসিবি মহিলাদের ডিপিএস প্লাস | UCB Bank Female Dps Plus
এই UCB Bank DPS এরএর যাবতীয় সকল সুযোগ সুবিধা শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য। আপনি যদি ইউসিবি ব্যাংকের মহিলা কাস্টমার হোন তবে ইউসিবি ব্যাংকের ডিপিএস এর মাধ্যমে আপনি অতি সহজেই আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার একাউন্টে টাকা জমিয়ে রাখতে পারেন।
ইউসিবি মহিলাদের ডিপিএস প্লাস একাউন্ট এর ফিচারস
- আপনারা যারা এই অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন এই ডিপিএস এর জন্য আপনি চাইলে 100 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 25000 টাকা জমা রাখতে পারবেন।
- এছাড়াও আপনি চাইলে পাঁচ বছর বা সাত বছর অথবা 10 বছরের সময়সীমার মধ্যে টাকা রাখতে পারবেন।
ইউসিবির মহিলাদের ডিপিএস এর লাভ
UCB Bank Dps এ আপনার একাউন্টে টাকা জমা করার পরে যে নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি টাকা জমা রাখবেন সেই নির্দিষ্ট সময়সীমার পরও আপনি নির্দিষ্ট লাভ উপভোগ করতে পারবেন। এছাড়াও কি রকম লাভ উপভোগ করতে পারবেন তা সম্পর্কে পরিষ্কার ধারণা অর্জন করতে পারবেন।
ধরুন, আপনি যদি প্রতিমাসে 500 টাকা করে আপনার ডিপিএস ব্যাংক একাউন্টে জমা জরে থাকেন পাঁচ বছরের জন্য। তাহলে পাঁচ বছর পরে আপনার একাউন্টে মোট টাকার পরিমান হবে 35 হাজার 588 টাকা।
তাহলে 7 বছর পর আপনার একাউন্টে মোট টাকার পরিমান হবে 53 হাজার 893 টাকা।
এছাড়াও ১০ বছর পর আপনার একাউন্টে মোট টাকার পরিমাণ হবে ৮৭১৭৮ টাকা।
আর এটিই হলো ইউসিবি মহিলা ডিপিএস প্লাসের অন্তর্ভুক্ত উদাহরণ।
ইউসিবি ব্যাংক ইয়ংস্টার ডিপিএস
ইউসিবি ব্যাংকে তরুণদের কথা মাথায় রেখে ইতিমধ্যেই চালু করা হয়েছে ইয়ংস্টার/তরুণদের ডিপিএস। আপনি যদি একজন তরুণ হয়ে থাকেন তবে আপনি উক্ত ব্যাংকের মাধ্যমে আপনার নামে খুব সহজেই একটি ব্যাংক একাউন্ট তৈরি করতে পারবেন এবং টাকা জমাতে পারবেন।
ইউসিবি ব্যাংক তরুণদের ডিপিএস এর ফিচারস
- ৬-১৮ বছর বয়সী ছাত্ররা এই ব্যাংক একাউন্ট খুলতে পারবে। ১৮ বছরের উর্ধ্বে কারো বয়স হলে তারা এই একাউন্ট খুলতে পারবে না।
- যে এই ব্যাংক একাউন্ট খুলবে তাকে অবশ্যই বাংলাদেশের যেকোনো একটি প্রতিষ্ঠানের ছাত্র হতে হবে।
- সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে ইচ্ছামতো এই একাউন্টে টাকা জমা রাখা যাবে।
ইউসিবি ব্যাংক তরুণদের ডিপিএস এর লাভ:
এবার আমরা আলোচনা করবো ইউসিবি ব্যাংক তরুণদের ডিপিএস থেকে আপনি আপনার একাউন্টে যত টাকা জমা রাখবেন তত টাকা নির্দিষ্ট সময়সীমার পর লাভ সহকারে আপনি আপনার একাউন্টের মাধ্যমে কত টাকা পাবেন সে সম্পর্কে বিস্তারিত-
আপনি যদি এই ডিপিএস এ 500 টাকা করে জমা রাখেন এবং শুধুমাত্র পাঁচ বছরের জন্য আপনার এইঅ্যাকাউন্ট খোলেন তাহলে পাঁচ বছর পর মোট টাকার পরিমান হবে 35 হাজার 588 টাকা।
এছাড়াও তখন 10 বছর পরে আপনার মোট টাকার পরিমান হবে সব 10178 টাকা।
ইউসিবি এনআরবি ডিপিএস প্লাস
আপনারা যদি এই UCB Bank DPS এর মাধ্যমে আপনার একাউন্টে টাকা জমাতে চান তাহলে অবশ্যই আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। তবে এবার আমরা জানবো উক্ত সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত-
ইউসিবি ব্যাংক এনআরবি এর ফিচারস
- ডিপিএস এর ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।
- ব্যাক্তির বয়স অবশ্যই ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।
- আপনি চাইলে একাউন্টে সর্বনিম্ন ১০০ টাকা থেকে ২৫০০০ টাকা পর্যন্ত জমাতে পারবেন।
ইউসিবি এনআরবি ডিপিএস প্লাস এর লাভ
একাউন্টে বেশি বেশি টাকা জমা রাখলে আসলে নিজেরই লাভ। এতে অর্থের পরিমাণ বৃদ্ধি ঘটে। এবং প্রয়োজনের সময় সেই অর্থ কাজে লাগিয়ে খুব সহজেই সমস্যার সমাধান করা সম্ভব হয়।
- এমন হলে ৫ বছর পরে অর্থের পরিমাণ হয় ৩৫৩৬৫ টাকা।
- ৭ বছর পরে ব্যাংক একাউন্টে মোট টাকার পরিমাণ হবে ৫৩৪১৩ টাকা।
- এছাড়াও ১০ বছর পরে উক্ত একাউন্টে টাকার পরিমাণ হবে ৮৬০৪২ টাকা।
UCB Multi-Millionaire DPS | মাল্টি মিলিয়ন ডিপিএস
রিসেন্টলি নতুন একটি ডি পি এস চালু করেছে। এই ডিপিএস প্রগ্রামের আওতায় আপনি প্রতি মাসে মাত্র ৫৮৮৮ টাকা জমা দিয়ে ১০ বছর পর ১০ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন। বেশির ভাগ চাকুরিজিবীদের লক্ষ্য এই Multi-Millionaire DPS প্রগ্রামটি চালু করেছে ।
UCB Multi-Millionaire DPS এর যোগ্যাতা
- UCB Multi-Millionaire DPS করতে হবে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
- আপনার বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে । ১৮ বছরের কম বয়সি কেও এই ডিপিএস করতে পারবে না ।
UCB Multi-Millionaire DPS এর মেয়াদ
- এই UCB Bank DPS এ ১০ লক্ষ টাকা জমানোর জন্য ১০ বছর প্রতি মাসে আপনাকে ৬০৪৪ টাকা জমাতে হবে এবং আপনি যদি সিনিয়র সিটিজেন হন তাহলে মাত্র ৫৮৮৮ টাকা জমালেই আপনি ১০ বছর পর সুদ সহ ১০ লক্ষ টাকা পাবেন।
- ৫০ লক্ষ টাকা জমানোর জন্য আপনাকে ১২ বছর যাবত প্রতি মাসে মিনিমাম ২৩৫৪৪ টাকা জমাতে হবে। আর আপনি যদি ৭ বছরে সুদ সহ ৫০ লক্ষ টাকা জমাতে ইচ্ছুক হন তাহলে প্রতিমাসে আপনাকে মিনিমাম ৪৭,৬৫০টাকা জমাতে হবে। নিচে বিস্তারিত ছবিতে দেওয়া হলো।
- প্রতিমাসে মাত্র ৩৩,৯৭৬ টাকা জমা করে ১৫ বছর পর সুদ সহ ১ কোটি টাকা পাবেন UCB Multi-Millionaire DPS প্রগ্রাম থেকে। তবে আপনি যদি প্রতিমাসে ৬০,৪৩৯ টাকা জমা করতে পারেন তাহলে মাত্র ১০ বছরে আপনি কোটি-পতি হয়ে যাবেন।
বিশেষ নির্দেশিকা: ইউসিবি এজেন্ট ব্যাংকিং এর আউটলেট এর বাহিরে ও নির্ধারিত প্রতিনিধি বাদে কেউ কোনোপ্রকার লেনদেন করবেন না। নগদ অর্থ উত্তোলন ও অর্থ স্থানান্তরের সময়ে নিজ আঙুলের ছাপ দ্বারা নিশ্চিত নিশ্চিত হবেন। এছাড়াও সকল লেনদেনের ক্ষেত্রে মোবাইলে প্রাপ্ত মেসেজ এর মাধ্যমে লেনদেন সম্পর্কে নিশ্চিত হবেন।
আশাকরি আমাদের আজকের এই বিশেষ অনুচ্ছেদের UCB Bank DPS এর আলোকোজ্জ্বল বিশ্লেষিত কলাম পড়ে আপনারা ইউসিবি ব্যাংক ডিপিএস সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। আমাদের উদ্দেশ্য শুধু আপনাদের ইনফরমেশন দেওয়া এখন আপনি জেনে শুনে সুদ খাবেন কিনা এটা আপনার একান্ত ব্যাক্তিগত বিষয় তবে আপনি যদি ইসলাম ধর্ম পালন করে থাকেন তবে আপনাকে জানিয়ে রাখি সুদ খাওয়া সম্পন্ন হারাম সুতরাং আপনি ব্যাংক এ টাকা জমা না করে উক্ত টাকা দিয়ে ব্যাবসা করুন অথবা সোনা কিনে রাখুন কেননা সোনার দাম সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। আর টাকার মান সময়ের সাথে সাথে কমে যায়।
এ বিষয়ে আর কোনো কিছু আপনাদের জানা বাদ রইলো কি? এছাড়াও এ বিষয় সহ কারো কোনো প্রশ্ন করার থাকলে করতে পারে ..
আরো জানুনঃ
- ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত সুবিধা ও অসুবিধা সমূহ | Credit Card In BD
- বর্তমানের সেরা ১০টি ক্যারিয়ার টিপস | Career Tips In Bangla
- হোম লোন কীভাবে নিবেন ? । Home Loan In Bangladesh
- Data Science Careers in 2024
- Digital Marketing Trends for Job Seekers