আসসালামু আলাইকুম। Trust Bank Credit Card কি, কিভাবে Trust Bank Credit Card নিবেন? Trust Bank Credit এর জন্য প্রয়োজনীয় কাগজপাতি সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন।
যা যা থাকছে
Trust Bank সম্পর্কে বিস্তারিত | About Trust Bank
Trust Bank বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি ব্যাংক। এই ব্যাংকটি বাংলাদেশের (আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্ট) সেনা কল্যাণ সংস্থার দারা পরিচালিত একটি বেসরকারি মালিকানাধীন বানিঞ্জিক ব্যাংক। এই ব্যাংকটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সারাদেশে প্রায় ৭০ টি শাখা অফিস এবং প্রায় ৯৬টি এটিএম বুথ রয়েছে।
Trust Bank Credit Card সূমহ
অন্যান্য সকল ব্যাংকের মত ট্রাস্ট ব্যাংকের ও কিছু ক্রেডিট কার্ড রয়েছে। বর্তমানে Trust Bank এর সর্বমোট ৪ টি ক্রেডিট কার্ড রয়েছে এগুলো হলোঃ
- ভিসা সিগনেচার কার্ড | Visa Signature Card
- ভিসা ইন্টারন্যাশনাল গোল্ড কার্ড | Visa International Gold Credit Card.
- ভিসা ইন্টারন্যাশনাল ক্লাসিক কার্ড | Visa International Classic Card.
- ভিসা প্লাটিনাম কার্ড | Visa Platinum Card.
Trust Bank Credit Card এর জন্য প্রয়োজনীয় কাগজপাতি
ক্রেডিট কার্ডের এপ্লাই করবার জন্য আপনাকে ব্যাংকে কিছু ডকুমেন্টস জমা দিতে হবে। যেমনঃ
চাকুরিজীবীদের জন্য
- Credit Card আবেদন কপি।
- আবেদনকারির ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- পার্সপোর্ট এর ফটোকপি।
- E-Tin এর কপি।
- জব আইডি কার্ড বা বিজনেস কার্ড এর কপি।
- বিগত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- কর্পোরেট গ্রান্ট্রি।
ব্যাবসায়ীদের জন্য
- আবেদন কপি।
- আবেদন কারির পাসর্পোট সাইজের ছবি ২টি।
- ব্যাবসায়ীর পার্সোপোট এর ফটোকপি।
- ৫ বছর নবায়ন করা হয়েছে এমন ট্রেড লাইসেন্স এর কপি লাগবে।
- ব্যাবসা প্রতিষ্ঠান এর কাগজপাতি ইত্যাদি।
আরো জানুনঃ ব্র্যাক ব্যাংক এসএমই লোন | Brac Bank SME Loan
ভিসা ইন্টারন্যাশনাল গোল্ড কার্ড নেওয়ার শর্ত সূমহ | Visa International Gold Credit Card.
- সরকারি বা আধাসরকারী সংস্থার চাকুরীজিবি।
- যেকোন স-কর্মজীবি যিনি ব্যবসা করেন কিনবা ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্থপতি, কনসালটেন্ট, শিক্ষক বা বাড়িয়ালা তারা এই কার্ডটি নিতে পারবেন।
- কার্ড আবেদন কারির বয়স তেইস(২৩) বছর থেকে পয়ষট্টি (৬৫) বছর এর মধ্যে হতে হবে।
- অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।
- মাসিক আয়- সরকারি বা আধাসরকারী চাকুরীজিবিদের জন্য সর্বনিম্ন ১৫০০০/ পনের হাজার বা তার বেশি বেতন হতে হবে।
- মাসিক আয়- সরকারি বা আধাসরকারী চাকুরীজিবি ব্যাতিত ৩০০০০/- টাকা বা তার বেশি হতে হবে।
- মাসিক আয়- ব্যাবসায়ী বা অন্য সকল সেলফ ইম্পোয়ার এর জন্য ৪০০০০/- টাকা বা তার বেশি হতে হবে।
- চাকুরীজিবির চাকুরির বয়স ৬ মাস থেকে ১ বছর হলে আপনি এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
- ব্যবসায়ীদের জন্য সর্বনিম্ন ২ বছর ব্যাবসার বয়স হতে হবে ক্রেডিট কার্ড আবেদন করতে হলে।
Trust Bank Credit Card এর সুযোগ সুবিধা
Trust Bank এর ক্রেডিট কার্ড এ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তার মধ্যে অন্যতম হলো-
Visa Signature Card Offer and Benefit
- দশ লক্ষ টাকা বা সমপরিমাণ ডলারের লিমিট পাবেন।
- NFC enable Card পাবেন।
- প্রথম বছর কার্ড চার্জ ০ টাকা।
- আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে ৪ বছরের জন্য কমপ্লিমেন্টারি প্রায়োরিটি প্লাস এ ফ্রি এক্সেস পাবেন।
- বিদেশে ভ্রমণের জন্য বা কেনাকাটার জন্য বছরে বার হাজার ডলার পযন্ত এনডোর্সমেন্ট সুবিধা পাবেন।
শতাধিক মার্চেন্ট এর থেকে সহজ EMI ছাড়াও, বিভিন্ন অফার এবং ক্যাশব্যাক সুবিধা পাবেন।
- ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল এপের মাধ্যমে যেকোন বিল পরিশোধ করতে পারবেন।
- পস এর মাধ্যমে সুদবিহিন অগ্রিম টাকা উত্তলন এর সুবিধা পাবেন।
- তাছাড়াও Trust Bank এর সকল এ টি এম বুথ থেকে বিনা চার্জে টাকা উত্তলন করতে পারবেন।
Visa International Gold Card Offer & Benefit | ভিসা ইন্টারন্যাশনাল গোল্ড কার্ড অফার এবং বেনিফিট সূমহ
দেশের বাইরে বিলাসবহুল ভূমণ কিনবা শপিং বা চিকিৎসার জন্য Trust Bank Visa International Gold Credit Card একটি আদর্শ ক্রেডিট কার্ড।
- প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত কর্মকর্তাদের জন্য ৫০% কার্ড ফি মওকুফ।
- সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পযন্ত ক্রেডিট লিমিট পাবেন।
- পস এবং ই-কামার্সে বছরে ১৮ টি লেনদেন ( সর্বনিম্ন ৫০০ বা ৬ ডলার লেনদেন করতে হবে) করলে কার্ড নেবার ২য় বছর থেকে কার্ডের চার্জ মওকুফ করা হবে।
- সারাজীবন এর জন্য একটি সাপ্লিমেন্টারী ক্রেডিট কার্ড ফ্রি নিতে পারবেন।
- নিদ্ধারিত আউটলেট থেকে ৪৫ দিন পযন্ত সুদমুক্ত কেনাকাটা করতে পারবেন। তাছাড়া ০% EMI তো থাকছেই।
- ৫০ অধিক মার্চেন্টস এর নিকট থেকে লাইফস্টাইলে বিভিন্ন অফার এবং ক্যাশব্যাক সুবিধা।
- ফ্রি ই স্টেটমেন্ট তুলতে পারবেন।
- এস এম এস এর মাধ্যমে প্রতি ট্রাঞ্জেকশন এর তথ্য জানতে পারবেন।
- বিশ্বব্যাপি এটিএম ক্যাশ উত্তোলন করতে পারবেন, ভিসা বুথ থেকে।
- অটো ডেবিট সুবিধা পাবেন।
- এছাড়াও ২৪/৭ কল সেন্টার এর সুবিধা তো পাচ্ছেন ই।
Visa International Classic Card Offer & Benefit | ভিসা ইন্টারন্যাশনাল ক্লাসিক কার্ড অফার এবং বেনিফিট সূমহ
Visa International Gold Card এর মতো এই কার্ডের ও একই সুযোগ সুবিধা পাবেন তবে এই কার্ডে আপনি সর্বোচ্চ ১৫০০$ বা ১ লক্ষ ৫০ হাজার টাকার লিমিট পাবেন। গোল্ড কার্ডের মত ১৮ টি লিমিটে কার্ড চার্জ ফ্রি হয়ে যাবে।!
ভিসা প্লাটিনাম কার্ড অফার এবং সুবিধা সূমহ | Visa Platinum Card Offer & Benefits
অন্যান্য সকল কার্ডের মতো ভিসা প্লাটিনাম কার্ড এ ও একই অফার এবং সুবিধা রয়েছে। তবে এই কার্ডে আবেদন করতে হলে আপনার বয়স কমপক্ষে ২৫ বছর হবে। এবং আপনার ক্রেডিট লিমিট থাকবে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পযন্ত।