শিক্ষাই জাতির মেরদণ্ড। মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটি হচ্ছে শিক্ষা। শিক্ষা ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর বিকাশে সহায়তা করা হয়। সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। শিক্ষা ব্যতীত কোনো জাতির পক্ষে বিশ্বে মাথা উচুঁ করে দাঁড়ানো সম্ভব না। আমাদের জীবনকে প্রসিদ্ধ করে তুলতে শিক্ষার গুরুত্ব অপরিসীম। আর এর জন্য প্রয়োজন হয় অর্থের। দেশের বেশ কিছু ব্যাংক স্টুডেন্টদের (Student) একটা দীর্ঘমেয়াদী লোন দিয়ে থাকে। যাকে (Student Loan) স্টুডেন্ট লোন বলা হয়ে থাকে। এই আর্টিকেলের আলোচ্য বিষয় স্টুডেন্ট লোন নেওয়ার পদ্ধতি ২০২৪ সকল ব্যাংক । Student Loan In Bangladesh নিয়ে বিস্তারিত শুরু করা হলো।
যা যা থাকছে
স্টুডেন্ট লোন কি ?
স্টুডেন্ট লোন হচ্ছে ব্যাংক থেকে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য দেওয়া অর্থিক ঋণ। অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না হয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের ব্যাংক এই ঋণ প্রদান করে থাকে।
স্টুডেন্ট লোন কেন নিবেন ?
উন্নয়নশীল দেশে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা যায় বন্ধ না হয়ে যায় সেইজন্য দেশের ব্যাংক গুলো শিক্ষার্থী অথবা অভিভাবকদের এই লোন দেয়। শুধুমাত্র অসচ্ছল পরিবারের জন্য এই লোনের ব্যাবস্থা নয়। মধ্যোবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারের শিক্ষার্থীরাও এই লোনের সুবিধা পাবে।
স্টুডেন্ট লোন নেওয়ার যোগ্যতা
লোন পরিশোধে সক্ষম যে কোনো ব্যক্তি শিক্ষা ক্ষেত্রে ঋণ নিতে পারবে৷ সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যাক্তি, যাদের বেতন ১২-১৮ হাজার টাকা তারাই এই ঋণের সুবিধা পেয়ে থাকেন৷ ব্যবসায়ীদের ক্ষেত্রে যাদের মাসিক আয় ৫০ হাজার টাকা হতে হবে৷ এছাড়াও ২৫ বছর থেকে ৬০ বছর বয়সের যেকোনো ব্যাক্তি যোগ্যতা অনুসারে এই ঋণ নিতে পারবেন। আবেদনকারী শিক্ষার্থী অবশ্যই নূন্যতম এইচএসসি পাস হতে হবে।
স্টুডেন্ট লোন নেওয়ার পদ্ধতি
কোনো অভিভাবক অথবা শিক্ষার্থী যদি শিক্ষা ক্ষেত্রে ঋণ নিতে চায় তাহলে তার জানতে হবে কোন কোন ব্যাংক এই ঋণ দিয়ে থাকে। যে সব ব্যাংক স্টুডেন্ট লোন প্রদান করে সেই সকল ব্যাংক এর যে কোনো শাখায়, প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে হবে।
লোন নিতে কি কি লাগবেঃ
Student Loan Bangladesh Documents
অন্যান্য ঋণের মতো স্টুডেন্ট লোন পেতে হলেও কিছু কাগজপত্রের প্রয়োজন হয়। যেমন:
১. লোন নিতে আগ্রহী ব্যাক্তি এবং গ্যারান্টারের জাতীয় পরিচয়পত্র।
২. আবেদনকারী এবং গ্যারান্টারের পাসপোর্ট সাইজ ছবি।
৩. বিভিন্ন ইউটিলিটি বিল (গ্যাস বিল/পানি বিল/কারেন্ট বিল) এর কাগজের ফটোকপি।
৪. গ্যারান্টারের মাসিক আয় সর্বনিম্ন ৩০,০০০ টাকা হতে হবে। গ্যারান্টার যদি ব্যাবসায়ী হয় সেক্ষেত্রে মাসিক আয় সর্বনিম্ন ৫০,০০০ টাকা হতে হবে।
৫. যেই শিক্ষার্থীর জন্য লোন নেওয়া হবে তার পাশের সনদপত্র এবং অনুমোদন দেখাতে হবে।
৬. শিক্ষার্থী, অভিভাবক অথবা গ্যারান্টারের করো কোনো খারাপ খ্যাতি বা মামলা থাকা যাবে না।
৭. শিক্ষার্থীর প্রশংসা পত্রের ফটোকপি।
৮. অভিভাবক/আবেদনকারীর বায়োডাটা দেখাতে হবে।
স্টুডেন্ট লোন প্রদানকারী কিছু ব্যাংকঃ
- এইচএসবিসি ব্যাংক,
- ব্র্যাক ব্যাংক,
- প্রাইম ব্যাংক,
- ইসলামী ব্যাংক লিমিটেড,
- উত্তরা ব্যাংক,
- মার্চেন্টাইল ব্যাংক,
- ওয়ান ব্যাংক,
- ইবিএল ব্যাংক,
- এনসিসি ব্যাংক,
- শাহজালাল ইসলামী ব্যাংক ।
এইচএসবিসি ব্যাংক
এইচএসবিসি ব্যাংক ৫০ হাজার থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত অথবা ঋণ গ্রহীতার মাসিক আয়ের ৪ গুণ পরিমাণ টাকা ঋণ প্রদান করে থাকে৷ ঋণের সুদের হার ৯% এবং ঋণ পরিশোধ করার সময়সীমা ১২-৬০ মাস পর্যন্ত হয়। স্টুডেন্ট ফাইল খোলার সুবিধাও রয়েছে। তুলনামূলক কম সুদে এই ঋণ পরিশোধ করতে হয় ১২, ২৪, ৩৬, ৪৮ ও ৬০ মাসের মধ্যে৷ যদি আউটপুট অথবা সিইপিএস গ্রাহক শিক্ষার্থী ঋণ নিতে চায়, তবে তাকে ৬-১০গুণ হিসেবেও ঋণ দেওয়ার সুবিধা আছে ৷ তবে সর্বোচ্চ ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত।
ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংকে সরাসরি এডুকেশন লোন স্কিম না থাকায় পার্সোনাল লোন স্কিমের মাধ্যমে লোন প্রদান করে থাকে। কোন জামানত ছাড়া ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করা যায়৷ এবং সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে। এই ঋণ পরিশোধ করার সময় ১-৪ বছর হয়। সুদের হার ১৫% হয়।
প্রাইম ব্যাংক
শিক্ষার্থীর অভিভাবককে ঋণ দেওয়া হয়৷ অভিভাবকের আয় অনুযায়ী ঋণের পরিমাণ নির্ধারিত হয়। ১৫% সুদের হারে ১-৩ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এবং ঋণ পরিশোধের সর্বোচ্চ সময়সীমা ২ বছর পর্যন্ত হয়।
ইসলামী ব্যাংক
ঋণ গ্রহণের জন্য অবশ্যই শিক্ষার্থীর অভিভাবক সঙ্গে থাকতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ করে নিয়ে যেতে হবে। ইসলামী ব্যাংকে সুদের হার ১২.৫%।
উত্তরা ব্যাংক
শিক্ষার্থীদের সর্বোচ্চ ৩,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। এই ঋণের সুদের হার ১২%।
মার্চেন্টাইল ব্যাংক
শিক্ষার্থীর এসএসসি/এইচএসসি তে অবশ্যই ভালো ফলাফল থাকতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অভিভাবকসহ আবেদন করতে হবে। ঋণের সুদের হার ৯.০% ।
ওয়ান ব্যাংক
ওয়ান ব্যাংকের ঋণ পরিমাণ ৫০,০০০ টাকা থেকে ২০,০০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এবং সুদের হার ৯.০% ।
ইবিএল ব্যাংক
শিক্ষার্থীকে ১০০,০০০ টাকা থেকে ২০,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ দিয়ে সহায়তা করা হয়। এবং সুদের পরিমান ৯.০% ।
এনসিসি ব্যাংক
১,০০,০০০ টাকা থেকে ১০,০০,০০০ টাকা পর্যন্ত স্টুডেন্ট লোন দিয়ে থাকে। সুদের পরিমাণ ১২.৫%।
শাহজালাল ইসলামী ব্যাংক
শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষার্থীদের ৭,০০,০০০ টাকা পর্যন্ত স্টুডেন্ট লোন দিয়ে সহায়তা করে থাকে। এই ঋণের সুদের হার ১৪%।
সকল ব্যাংকের সুদের পরিমাণঃ
ব্যাংকের নাম | সুদের হার | |
১. | এইচএসবিসি ব্যাংক | ৯.০০% |
২. | ওয়ান ব্যাংক | ৯.০০% |
৩. | ইবিএল ব্যাংক | ৯.০০% |
৪. | মার্চেন্টাইল ব্যাংক | ৯.০০% |
৫. | উত্তরা ব্যাংক | ১২.০০% |
৬. | ইসলামী ব্যাংক | ১২.৫০% |
৭. | এনসিসি ব্যাংক | ১২.৫০% |
৮. | শাহজালাল ইসলামী ব্যাংক | ১৪.০০% |
৯. | ব্র্যাক ব্যাংক | ১৫.০০% |
১০. | প্রাইম ব্যাংক | ১৫.০০% |
বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ২০১৯ সালে বাংলাদেশে ছাত্র ঋণের পরিমাণ ছিল $৪.২ বিলিয়ন।
Tk ovabe porashuna korte parchina
আশাকরি কোনো সহৃদয়বাণ ব্যক্তি আপনার সহযোগীতায় এগিয়ে আসবেন।
আমার ছেলের লেখাপড়ার জন্য ঋণ করা প্রয়োজন ।
আমি ফরেন গিয়ে উচ্চশিক্ষা নিতে চাই কিন্তু টাকার অভাবে পারছি না এখন কিভাবে এপ্লাই করব আর টাকাটা কি সত্যি তারা দেবে?
আমি লোন নিয়ে উচ্চশিক্ষা নিতে চাই
মানুষ পাশে থাকুক এগিয়ে যান। আমি 30 হাজার শোন নিতে চায়
Amar husband nai amar meye class 10 a porchey ai tou samner bosor s.s.c exam dibe but ami takar jonno porate parchi na ,ami nije o pora suna korchi L.L.B
আসসালামু আলাইকুম ! আমি ২০২২ সালে আলিম পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছি । আমি এখন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে ভালো বিশ্ববিদ্যালয় পড়তে চাই । আমার বাবা মৃত তাই আমার পরিবারে আমার পড়াশোনার খরছ চালানো মতো সামর্থ্য নাই । যদি কোন ভাই আমাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো হেল্প করেন আমি আপনাদের নিকট কৃতজ্ঞ থাকবো
I would like students loan . Can you help me.
Hsc student hoily ki ai loan nayoa jaby na??