সোনালী ব্যাংক ডিপিএস মুনাফা রেট, সুবিধা এবং স্কিম | Sonali Bank DPS

বাংলাদেশে যত ধরনের ব্যাংক রয়েছে সেসবের মধ্যে সোনালী ব্যাংক লিঃ (Sonali Bank LTD) অন্যতম। অত্যন্ত বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের মাঝে সুপরিচিতি ব্যাংকটি।

একজন গ্রাহক হিসেবে যদি আপনি চাচ্ছেন আপনার টাকা গুলো ডিপিএস (DPS) হিসেবে কোথাও জমা রাখতে তবে সোনালী ব্যাংকে আপনি আপনার টাকা নিরাপদে জমা রাখতে পারেন। তবে এর জন্য আপনার অবশ্যই Sonali Bank DPS পদ্ধতি সম্পর্কে জেনে নিতে হবে।

আর তাই আজকে আপনাদের সাথে পুরো আর্টিকেল জুড়ে সোনালী ব্যাংক ডিপিএস (Sonali Bank DPS) পদ্ধতি নিয়ে আলোচনা করবো। আমি চেষ্টা করবো Sonali Bank DPS সম্পর্কিত আপনাদের যাবতীয় সব প্রশ্নের উত্তর এই আর্টিকেল দ্বারা বলার। তো চলুন সময় নষ্ট না করে মূল আলোচনা তে ফিরে যাওয়া যাক।

সোনালী ব্যাংক মিলিওনিয়ার স্কীম (SBMS) | সোনালী ব্যাংক ডিপিএস

যদি আপনি সোনালী ব্যাংক এর একজন গ্রাহক হয়ে থাকেন কিংবা নতুন করে সোনালী ব্যাংক DPS গ্রাহক হিসেবে একটি হিসাব খুলতে চেয়ে থাকেন তবে আপনাকে অবশ্যই যেকোনো মেয়াদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। 

Source: Sonai Bank Website

আপনি চাইলে ৩ বছর, ৪ বছর, ৭ বছর, ৮ বছর, ৯ বছর, ১০ বছর, ১২ বছর, ১৫ বছর, ২০ বছর মেয়াদী যেকোনো ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন। ভিন্ন মেয়াদের হিসাব তৈরি করার ক্ষেত্রে ভিন্ন চার্জ, রেট ইত্যাদি প্রযোজ্য হতে পারে। 

See also  ডাচ্ বাংলা ব্যাংক এর ডিপিএস সম্পর্কে বিস্তারিত | Dutch Bangla DPS

আরো জানুনঃ ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত সুবিধা ও অসুবিধা সমূহ

চলুন নিচে জেনে নেওয়া যাক কতো মেয়াদের হিসাব খোলার ক্ষেত্রে কি হিসেবে কিস্তি প্রদান করতে হবে বা কি হিসেবে সুযোগ সুবিধা বা লাভ দেওয়া হবে সে ব্যাপারে। 

সোনালী ব্যাংক ৩ বছর মেয়াদী ডিপিএস 

আপনি চাইলে অনেকটা সহজেই সোনালী ব্যাংকে ৩ বিচির মেয়াদে ডিপিএস করতে পারবেন। যদি আপনি ৩ বছর মেয়াদে সোনালী ব্যাংকে ডিপিএস করেন তবে প্রতি মাসে কিস্তি বাবদে আপনার দিতে হবে ২৩,৪০০ টাকা। সে অনুযায়ী ৩ বছর হিসাব শেষে আপনার সর্বমোট সঞ্চয়ের পরিমান হবে ৮,৪২,৪০০ টাকা। এক্ষেত্রে ব্যাংক কতৃক আপনাকে লাভ দেওয়া হবে ১,৫৯,৩২৯ টাকা। সব মিলিয়ে ৩ বছর হিসাব শেষে লভ্যাংশ সহকারে আপনার প্রাপ্য টাকার পরিমাণ ১০,০১,৭২৯ টাকা।

সোনালী ব্যাংক ৫ বছর মেয়াদী ডিপিএস

যদি আপনি Sonali Bank এ ৫ বছর মেয়াদ অনুয়ায়ী ডিপিএস হিসাব খুলতে চান সেক্ষেত্রে আপনার মাসিক কিস্তি দিতে হবে ১২,৪৭৫ টাকা। সে অনুযায়ী ৫ বছর মেয়াদ শেষে আপনার মোট সঞ্চয়ের পরিমান হবে ৭,৪৮,৫০০ টাকা। হিসাব শেষে ব্যাংক কতৃক মুনাফা দেওয়া হবে ২,৫১,৭৭২ টাকা। ৫ বছর হিসাবকাল শেষে আপনি সর্বমোট পাবেন ১০,০০,২৭২ টাকা।

সোনালী ব্যাংক ১০ বছর মেয়াদী ডিপিএস

আপনি যদি সোনালী ব্যাংকে ১০ বছর মেয়াদে ডিপিএস করেন তবে আপনাকে প্রতি মাসে কিস্তি বাবদ দিতে হবে ৪,৫৮০ টাকা। সে অনুযায়ী ১০ বছর হিসাব কালের শেষে আপনার মোট সঞ্চয়ের পরিমান দাড়াবে ৫,৪৯,৬০০ টাকা। এক্ষেত্রে ১০ বছর পর আপনার মোট মুনাফা প্রাপ্তির পরিমান ৪,৫০,৫০৮ টাকা। ১০ বছর মেয়াদ শেষে ব্যাংক কতৃক আপনার মোট প্রাপ্তির পরিমান হবে ১০,০০,১০৮ টাকা। 

সোনালী ব্যাংক ১৫ বছর মেয়াদী ডিপিএস

Sonali Bank DPS
ব্যাংক ডিপিএস

যদি আপনি সোনালী ব্যাংকে ১৫ বছর মেয়াদী ডিপিএস করেন তবে মাসিক কিস্তি দিতে হবে ২১৯৫ টাকা। মেয়াদ শেষে আপনার মোট সঞ্চয় করা টাকার পরিমাণ হবে ৩,৯৫,১০০ টাকা। ব্যাংক কতৃক আপনাকে মুনাফা দেওয়া হবে ৬,০৬,৯১৯ টাকা। মেয়াদ শেষে মুনাফা সহকারে আপনার মোট টাকার পরিমান হবে ১০,০২,০১৯ টাকা। 

See also  Bank Asia DPS সম্পর্কে বিস্তারিত

সোনালী ব্যাংক ২০ বছর মেয়াদী ডিপিএস

সবশেষ আপনি যদি সোনালী ব্যাংকে ২০ বছর মেয়াদী ডিপিএস করতে চান তবে আপনার মাসিক কিস্তি দিতে হবে ১১১৫ টাকা। ২০ বছর পর আপনার মোট সঞ্চয়কৃত টাকার পরিমাণ হবে ২,৭৭,২০০ টাকা। ব্যাংক কতৃক মুনাফা দেওয়া হবে ৭,২৪,০৬৩ টাকা। ২০ বছর মেয়াদ শেষে আপনি সর্বমোট পাবেন ১০,০১,২৬৩ টাকা।

বেশিরভাগ গ্রাহকরা এই কয়েকটি মেয়াদ ভিত্তিতে ডিপিএস নিয়ে থাকে। তবে আপনাদের সুবিধার্থে আমি সোনালী ব্যাংকের পুরো ডিপিএস এর তালিকা নিচে দিয়ে দিচ্ছি। নিচের লিংকে গিয়ে পুরো স্কিমা তালিকা দেখে নিতে পারবেন। একইসাথে সকল নিয়মনীতি, মুনাফার হার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন লিংকে প্রবেশ করে।

Sonali Bank DPS List

Sonali Bank

সোনালী ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট করতে যা যা লাগবে 

আপনি যদি Sonali Bank DPS করতে চান তবে সেক্ষেত্রে আপনার কিছু রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে। নিচে DPS করতে গেলে যে ডকুমেন্টস বা রিকোয়ারমেন্ট আপনার পূরণ করতে হবে সেগুলো উল্লেখ করা হলো।

আমানতকারীকে সোনালী ব্যাংক কতৃক যেকোনো DPS হিসাব খুলতে হলে অবশ্যই ১৮ বছর বা এর উর্দ্ধে হতে হবে। তবে পিতামাতা চাইলে তাদের নাবালক বা নাবালিকা এর নামে DPS হিসাব খুলতে পারবেন। 

আরো জানুনঃ অগ্রণী ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত 

আমানতকারীর সত্যায়িত করা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং নমিনির ২ কপি সত্যায়িত রঙিন ছবি প্রদান করতে হবে।

আমানতকারী এবং নমিনীর জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ এর সত্যায়িত কপি প্রদান করতে হবে। 

কোনো ব্যক্তি যদি Sonali Bank DPS হিসাব খুলতে চেয়ে থাকে তবে তার উপরে উল্লেখিত বিষয়গুলো মেনে এবং প্রদান করার মাধ্যমে ডিপিএস হিসাব খুলতে হবে। এসব ডকুমেন্টস নিয়ে আপনার নিকটস্থ ব্যাংক শাখায় গেলে আপনাকে একটি ডিপিএস হিসাব খোলার ফরম প্রদান করা হবে। অতঃপর ব্যাংক কর্মকর্তার মাধ্যমে হিসাব খুলে নিতে পারবেন।

See also  UCB Bank ডিপিএস সম্পর্কে বিস্তারিত | UCB Bank DPS

সোনালী ব্যাংক DPS form Download

ফরম ডাউনলোড

সোনালী ব্যাংক ডিপিএস সুবিধা

আপনাদের মধ্যে যারা Sonali Bank DPS এর সুবিধা সম্পর্কে জানেন তারা তেমন কোনো ঝামেলা ছাড়াই DPS গ্রহণে আগ্রহী হোন। তবে অনেক নতুন গ্রাহক আছে যারা এই বিষয়ে তেমন ভালোমত জানেন না। 

হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, কেন আপনি সোনালী ব্যাংক কতৃক DPS অ্যাকাউন্ট খুলবেন, এর বিপরীতে আপনি কি সুবিধা পেতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক, সোনালী ব্যাংক দ্বারা ডিপিএস অ্যাকাউন্ট করে করে হিসাব খোলার বিপরীতে কি কি সুবিধা পাওয়া যায় সেটি।

তো গ্রাহকদের এই ডিপিএস প্রক্রিয়ায় চক্রবৃদ্ধি হারে আমানতের উপরে মুনাফার হার দেওয়া হয়ে থাকে। এতে করে গ্রাহক তার আমানতের উপরে ভালো মাপের লাভ পেয়ে থাকে। এছাড়াও ব্যাংকে এই হিসাবের বিপরীতে ঋণ এর সুবিধা ভোগ করতে পারবেন। 

আপনি যদি সোনালী ব্যাংকের একজন গ্রাহক হিসেবে ডিপিএস হিসাব করতে চান তবে এসব সুবিধা আপনি পাবেন।

ডিপিএস অসুবিধা সূমহ

Sonali Bank DPS প্রক্রিয়ার ক্ষেত্রে একটি বড় অসুবিধা রয়েছে বলে আমি মনে করি। যদি আপনি লক্ষ করে দেখেন কম মেয়াদের হিসাব গুলোতে মাসিক কিস্তির পরিমান অনেক বেশ। 

একইভাবে যদি বেশি মেয়াদের হিসাব এর মাসিক কিস্তি গুলোর দিকে লক্ষ করেন তবে দেখতে পারবেন সেগুলোতে লাভের পরিমাণ বেশি হলেও কিস্তির পরিমান কিন্তু তুলনামূলক কম।

ফলে, কম মেয়াদী হিসাবে কিস্তির পরিমান বেশি হওয়াতে সাধারণ মানুষের ক্ষেত্রে এই ধরনের হিসাব খুলে কিস্তি পরিশোধ করাটা অনেকটা কঠিন। এছাড়া এই DPS প্রক্রিয়ার কোনো অসুবিধা নেই।

Credit: Banker Habib

সর্বশেষ

আজকে আপনাদের সোনালী ব্যাংক ডিপিএস (Sonali Bank DPS) এর ব্যাপারে বিস্তারিত বললাম। আশা করছি DPS নিয়ে আপনারা আপনাদের প্রত্যেক প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন।

তবুও এই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। 

FAQ

সোনালী ব্যাংক ডিপিএস সর্বনিম্ন কতদিন মেয়াদি ?

সোনালী ব্যাংক ডিপিএস সর্বনিম্ন ৩ বছর মেয়াদি খুলতে পারবেন আপনি।

সোনালী ব্যাংক ডিপিএস রেট  কত ?

Sonali Bank DPS হিসাব খোলা হলে গ্রাহককে ব্যাংক কতৃক ১১.৫০% চক্রবৃদ্ধি মুনাফার হারে মুনাফা বা লাভের অংশ প্রদান করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *