আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করবো Paper Cup Business Idea কীভাবে আপনি খুব সহজে কাগজের গ্লাস তৈরির ব্যবসা শুরু করবেন। কীভাবে বাংলায় কাগজের গ্লাস তৈরির ব্যবসায়িক পরিকল্পনা করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
যা যা থাকছে
কীভাবে কাগজের গ্লাস বা পেপার কাপ তৈরির ব্যবসা শুরু করবেন | How to Start paper Cup Business In Bangla
বর্তমানে, আপনি যদি নিজের লাভজনক ব্যবসা শুরু করতে চান, তাহলে কাগজের গ্লাস তৈরির ব্যবসা আপনার জন্য একটি যুগ উপোযোগী সিদ্ধান্ত হবে। কাগজের কাপ বা চশমা তৈরি করা পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্য-বান্ধব এজন্য লোকসমাজে এর প্রচলন দিন দিন বেড়েই চলেছে । কাগজের গ্লাস ধ্বংস করা যায় বা রিসাইকল করে অন্য পণ্য তৈরী করা যায়। কিন্ত প্লাস্টিকের বা কাচের কাপ ধ্বংস করা যায় না।
যা পরিবেশ এবং স্বাস্থ্যের জন্যও অত্যান্ত ক্ষতিকর। দ্রুত পরিবর্তনশীল জনজীবনের লাইফ স্টাইলের সাথে সাথে চা, কফির দোকান, হোটেল, সুপার মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠান, খাবারের ক্যান্টিনের পাশাপাশি বিয়ের পার্টিতেও কাগজের গ্লাসের ব্যবহার দ্রুত বেড়ে চলেছে । বর্তমান চাহিদা অনুযায়ী কাগজের কাপ,প্লেট বা বক্সের সরবরাহের ঘাটতি রয়েছে। সুতরাং আপনি চাইলে খুব সহজে এ মার্কেটে আপনার ইউনিক পন্য নিয়ে ব্যবসা শুরু করতে পারেন।
আরো জানুনঃ ব্যাক ব্যাংক থেকে কীভাবে ব্যবসার উপর লোন নিতে হয়
কাগজের গ্লাস বা পেপার কাপ তৈরির ব্যবসার জন্য আর্থিক পরিকল্পনা | Financial Plan For Paper Cup Business Idea
যেকোনো ব্যবসা শুরু করার আগে তার সাফল্যের জন্য পরিকল্পনা করা অতিব প্রয়োজন। ব্যবসা শুরু করার সময় অনেকগুলো খরচের খাত তৈরী হয় যেমনঃ ব্যবসায় বিনিয়োগ নিদ্ধারন, কর্মচারীদের ব্যয়, ব্যবসার বিপণনের ব্যয় ইত্যাদি। আপনাকে ভেবে চিনতে সমস্ত খাতের খরচের জন্য একটি রোড ম্যাপ তৈরি করতে হবে। যাতে ব্যবসা শুরু করার পর আর্থিক কোন ঝামেলা না হয়।
কাগজের গ্লাস পেপার কাপ তৈরির কাঁচামাল | Paper Cup making Raw Materials
কাগজের গ্লাস তৈরিতে কাঁচামাল হিসেবে মোম বা প্লাস্টিকের পাশাপাশি ফুড গ্রেড বা পলি-কোটেড পেপার ব্যবহার করা হয়, যাতে গ্লাসে ঠান্ডা বা গরম রাখলেও সহজেই গ্লাসটি ধরা যায়।
আরো জানুনঃ মসলার ব্যবসা করতে কি কি জানা লাগবে ।
কাগজের গ্লাস বা পেপার কাপ ব্যবসার জন্য প্রয়োজনীয় মেশিন এবং এর খরচ সূমহ | Important Machine For paper Cup Business
কাগজের গ্লাস তৈরির জন্য সাধারণ দুই ধরনের মেশিন ব্যবহার করা হয়, একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিন বা অটোমেটেড মেশিন। এই মেশিন প্রতি 1 মিনিটে 50 থেকে 60টি কাগজের গ্লাস তৈরি করতে পারে। এই অটোমেটেড মেশিনটির দাম সাপ্লায়ার ভেদে ভিন্ন হতে পারে তবে আপনি ৭ থেকে ৮ লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
অন্য মেশিনটি হলো সেমি অটোমেটিক মেশিন। এই মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে কাগজ কাগস কেটে মেশিনের মধ্যে পেরন করবে। এটি প্রতি মিনিটে ৩০ থেকে ৩৫ টি কাপ তৈরী করতে পারে। দেশের বিভিন্ন বিক্রেতাদের কাছ থেকে আপনি একটু খোজ করলে কম দামে কিনতে পারবেন। তবে বর্তমানে এই মেশিনটি ৪ থেকে ৫ লক্ষ টাকার মধ্যেই পেয়ে যাবেন আপনি। যদিও মেশিনের দাম কোম্পানি ভেদে ভিন্ন হতে পারে।
কোথা থেকে কিনবেন পেপার কাপ তৈরীর মেশিন | Paper Cup Machine Market
অফলাইনে কিনতে হলে আপনাকে মেশিনারি পাইকারী দোকানে যোগাযোগ করতে হবে অথবা আপনি কোন এজেন্সির সাথে কথা বলতে পারেন।
আর এত ঝামেলা না চাইলে আপনি অনলাইনের মাধ্যমে কাগজের গ্লাসের কাঁচামাল এবং মেশিন খুব সহজে কিনতে পারবেন।
কাগজের গ্লাস বা পেপার কাপ তৈরির ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় জায়গা
ব্যবসাটা শুরু করতে খুব একটা বড় জাইগার প্রয়োজন হয় না।
আপনি 500 বর্গফুট জায়গায় বিদ্যুৎ সংযোগ দিয়ে খুব সহজে ব্যবসাটি শুরু করতে পারেন। আপনার বাড়ি বড় হয় এবং আপনার বাড়িতে অনেক খালি জায়গা থাকে তাহলে আপনি বাড়িতে থেকেও এই ব্যবসা শুরু করতে পারেন।
কাগজের গ্লাস বা পেপার কাপ তৈরির প্রক্রিয়া | Paper Cup Manufacturing Process
কাগজের গ্লাস তিনটি পর্যায়ে উৎপাদন করা হয়, যেমনঃ
প্রথম ধাপে কাপের মাপ অনুযায়ী মেশিনে পলি লেপযুক্ত কাগজ কাটার কাজ করা হয়, যা সামান্য ভিজে তার গোলাকার শঙ্কু তৈরি হয়।
দ্বিতীয় ধাপে, শঙ্কুর নীচে কাগজের একটি বৃত্তাকার নীচে প্রদর্শিত হবে।
এরপর তৃতীয় ধাপে গ্লাস বা কাপ পরীক্ষা করার পর এক জায়গায় সংগ্রহ করা হয়।
পেপার কাপ বা কাগজের গ্লাস প্যাকেজিং প্রসেস | Paper Cup Packaging Process
সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে পেপার কাপের প্যাকিং এবং গণনা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হয়, আধা স্বয়ংক্রিয় মেশিনে গ্লাস তৈরি করার পরে, কাপের আকার অনুযায়ী প্রস্তুত করা লম্বা প্লাস্টিকের মধ্যে 100 নম্বর পর্যন্ত কাগজের কাপ প্যাকিং করা হয়।
কাগজের কাপ বা পেপার কাপ তৈরির ব্যবসার খরচ | Manufacturing Cost of paper cup Business
কাগজের গ্লাসের ব্যবসা শুরু করতে, প্রায় 10 লাখ থেকে 15 লাখ টাকা খরচ করে 2.2 কোটি কাগজের কাও তৈরি করে 66 লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব প্রতি মাসে।
তবে আপনি চাইলে মেশিনারি খরচ একটু কমিয়ে ৮ থেকে ১০ লক্ষ টাকার মধ্যে অনায়াসে লাভজনক ব্যবসা শুরু করতে পারবেন।
উপাদান খরচ | Manufacture Cost Of Paper Cup Business
ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান, পরিবহন খরচ এবং কাচামালের দামের অনুযায়ী উৎপাদন খরচ কম বেশি হতে পারে।
- মেশিনের মূল্য ৫ লক্ষ ৫০ হাজার টাকা।
- কর্মচারীদের বেতন বাবদ ১১ হাজার টাকা।
- পলি কাগজ ৫০ থেকে ৬০ হাজার টাকা।
- কাগজ মুদ্রণ ইত্যাদি ব্যয় ৩০ থেকে ৪০ হাজার টাকা।
- প্যাকিং খরচ ২০ থেকে ৩০ হাজার টাকা।
- বিদ্যুৎ ও পানি খরচ ১০ থেকে ১৫ হাজার টাকা।
- অন্যান্য খরচ যেমন টেলিফোন বিল, মেরামত, পরিবহন, দোকান ইত্যাদি ৫ থেকে ১০ হাজার টাকা।
মোট খরচ- ৭ থেকে ১০ লক্ষ টাকার ভেতর শুরু করা যাবে ইনশাআল্লাহ।
কাগজের গ্লাস বা পেপার কাপ তৈরির ব্যবসায় কর্মচারীদের বেতন
আপনার কাগজের কাপ ব্যবসা ইউনিট শুরু করতে আপনার কিছু কর্মচারীর প্রয়োজন হবে। কাগজের কাপের ব্যবসাটি শুধুমাত্র তিনজন লোক দিয়ে অনায়াসে শুরু করা যায়। যেখানে একজন প্রোডাকশন ম্যানেজার, একজন দক্ষ এবং একজন অদক্ষ কর্মচারী থাকতে হবে।
আরো জানুনঃ কীভাবে সৌর প্যানেল এর ব্যবসা করে আপনি লক্ষাধিক ইনকাম করতে পারবেন ।
কাগজের গ্লাস বা পেপার কাপ তৈরির ব্যবসার জন্য প্রয়োজনীয় লাইসেন্স সূমহ
ব্যবসাটি এক মালিকানা কোম্পানি হিসাবে নিবন্ধন করা এবং ব্যবসা পরিচালনা করার জন্য একটি আইনি লাইসেন্স করা অতিব প্রয়োজন। এ জন্য যে জায়গা থেকে ব্যবসা করতে যাচ্ছেন সেখানকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সব আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করুন। যেমন ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ব্যাংক একাউন্ট ইত্যাদী ।
বিদ্যুৎ সরবরাহের বিকল্প হিসেবে ডিজেল জেনারেটর ব্যাবহার করতে হলে স্থানীয় জেলা কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতিপত্র নিতে হবে।
কাগজের গ্লাস বা পেপার কাপ মেকিং বিজনেস মার্কেটিং প্রসেস | Paper Cup Business Marketing Process
আপনি টিভি চ্যানেল, সংবাদপত্র এবং ব্যানারের মাধ্যমে আপনার পণ্যের বিজ্ঞাপন দিতে পারেন।
তবে বর্তমানে এটা প্রচুর ব্যায়বহুল হয়ে যাবে সুতরাং মার্কেটিং এর জন্য এ পদ্ধতিগুলো বর্তমানে পুরোনো হয়ে গেছে। আপনি এখন খুব সহজে এবং কম খরচে নেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবসার বিপণন করতে পারবেন। এছাড়া আপনি বিভিন্ন রেস্টুরেন্ট বা কফি হাউজে যোগাযোগ করতে পারেন যেখান থেকে আপনি খুব সহজে নিয়মিত হারে বৃহৎ অডার পাবেন ইনশাল্লাহ।
কাগজের গ্লাস বা পেপার কাপ ব্যবসায় লাভের পরিমান | Paper Cup Business Profit
কাগজের গ্লাসের দাম নির্ভর করে এর টেক্সচার, সাইজ এবং কাস্টমাইজেশন ইত্যাদির উপর। যেমন আপনি যদি প্রিন্টেড পেপার গ্লাস তৈরি করেন, তাহলে এর এক গ্লাসের দাম প্রায় ৬০ পয়সা হতে পারে যা আপনি প্রতি গ্লাসে ১ টাকায় বাজারে বিক্রি করতে পারবেন।
আপনি যদি সাধারণ কাগজের গ্লাস তৈরি করেন, তাহলে একটি গ্লাসের দাম 30 পয়সা হতে পারে, যা আপনি 80 পয়সায় বিক্রি করতে পারেন। এখন আপনার উপর নির্ভর করছে আপনি কোন ধরণের গ্লাস তৈরী এবং বিপনন করতে চাচ্ছেন।
এব্যবসায় যেহুতো পণ্য মেয়াদ উত্তীন হওয়ার কোন ভয় নায় সেহুতো ব্যবসায় লস হবার সম্ভাবনা নায় বললেই চলে।