আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই Standard Chartered Bank Credit Card কিভাবে নিবেন? Standard Chartered Bank Credit Card এর জন্য প্রয়োজনীয় কাগজপাতি, Standard Chartered Bank ক্রেডিট কার্ড এর অফার এবং ক্যাশব্যাক সুবিধা সূমহ জানতে চেয়েছেন। আজ আমরা Standard Chartered Bank Credit Card এর বিস্তারিত জানবো ইনশাআল্লাহ।
যা যা থাকছে
Standard Chartered Bank সম্পর্কে কিছু কথা | About Standards Chartered Bank
Standard Chartered Bank বহুজাতিক প্রতিষ্ঠান স্ট্যাডার্ড চার্টার্ড পিএলসি এর একটি অংগপ্রটিষ্ঠান। স্ট্যাডার্ড চার্টার্ড ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর ইংল্যান্ডে অবস্থিত। বাংলাদেশে প্রথম ব্যাংকটি স্থাপিত হয় ১৯৪৮ সালে বন্দরনগরী চট্রগ্রাম এ। স্ট্যাডার্ড চার্টার্ড ব্যাংক ১৯৭২ সালে প্রথম এলসি বা লেটার অফ ক্রেডিট চালু করে। এক্ষেত্রে বলায় যায় এটি বাংলাদেশের প্রথম বহুজাতিক বেসরকারি ব্যাংক। বর্তমানে দেশব্যাপি ব্যাংকটির ২৪ টি শাখা এবং ৯৬টি এটিএম বুথ রয়েছে।
Standard Chartered Bank Credit Card সূমহ
অন্যান্য সকল ব্যাংকের মত Standard Chartered Bank এর ও বেশ কিছু ক্রেডিট কার্ড রয়েছে। বর্তমানে এই ব্যাংকের সর্বমোট ৮ টি ক্রেডিট কার্ড রয়েছে। যথাঃ
- Visa Signature Credit Card.
- Standard Chartered Bank – Grameenphone Credit Card.
- Platinum Visa/Mastercard Credit Card.
- Gold Visa/Master Credit Card.
- Visa Silver (Classic) Credit Card.
- Super Value Titanium Credit Card.
- Robi Elite Credit Card.
- Smart Visa Platinum Credit Card.
আরো জানুনঃ ব্র্যাক ব্যাংক এসএমই লোন সম্পর্কে বিস্তারিত
Standard Chartered Bank Credit Card এর জন্য প্রয়োজনীয় কাগজপাতি
- ন্যাশনাল আইডি কার্ড এর ফটোকপি।
- ই-টিন এর কপি।
- বিদেশি নাগরিক এর জন্য পার্সপোর্ট ফটোকপি এবং ওয়ার্ক পারমিট।
চাকুরীজিবি দের জন্য
- বিজনেস কার্ড বা আইডি কার্ড এর কপি।
- সেলারি স্লিপ।
- সেলারি সার্টিফিকেট।
- সর্বনিম্ন ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
ব্যাবসায়ী বা সেলফ ইম্পোয়ার এর জন্য
- বিজনেস ডকুমেন্টস।
- ট্রেড লাইসেন্স।
- সর্বনিম্ন ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
বিঃদ্রঃ আবেদন কারীর বয়স কমপক্ষে ১৯ বছর হতে হবে।
Standard Chartered Bank Credit Card এর সুযোগ সুবিধা সূমহ
এই ব্যাংকের সকল কার্ডেই বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। ক্যাশব্যাক, ব্যালেন্স ট্রান্সফার, বাই ওয়ান গেট ওয়ান, আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি লাউঞ্জের ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন।
Visa Signature Credit Card
- Visa Signature Credit Card হোল্ডারগন তাদের কার্ড এক্টিভেট হবার ৩ মাস পযন্ত ডাইনিং এ ১০% ক্যাশব্যাক পাবেন।
- রিটেল কেনা-কাটায় অন্যান্য কার্ড হোল্ডারগন প্রতি ৫০ টাকা ট্রাঞ্জেকশন এ ১টি কয়েন পাবেন। কিন্তু আপনি যদি Visa Signature Credit Card হোল্ডার হয়ে থাকেন , তাহলে আপনি প্রতি ৫০ টাকা ট্রানজেকশন এ ২ পয়েন্ট পাবেন। যা দিয়ে ভবিষ্যতে বিভিন্ন অফার এবং ক্যাশ-ব্যাক উপোভোগ করতে পারবেন।
- বিশ্বের ১০০০ টির ও বেশি এয়ারপোর্টে প্রায়োরিটি পার্স পাবেন আপনি যদি Visa Signature Credit Card হোল্ডার হয়ে থাকেন তাহলে।
- আপনার ক্রেডিট কার্ডের আন্ডারে ২ টি সাপ্লিমেন্টরি কার্ড সম্পন্ন ফ্রি পাবেন।
- আপনার ক্রেডিট কার্ডের অধিনে আপনি চাইলে চেক বই ও নিতে পারবেন।
- আপনার নেওয়া ক্রেডিট এর উপর ১% ফি বা চার্জ নেওয়া হবে।
- ৯.৫% সুদে ৩ থেকে ৩৬ মাস পযন্ত মাসিক কিস্তিতে যেকোন পণ্য কিনতে পারবেন।
- ফ্রি অনলাইন ব্যাংকিং করতে পারবেন।
- ২৪*৭ কাস্টমার সার্ভিস পাবেন।
Grameenphone Credit Card
Standard Chartered Bank – Grameenphone Credit Card এর কার্ড হোল্ডার গন অন্যন্য ক্রেডিট কার্ডের মতই সুযোগ সুবিধা রয়েছে। তবে আপনি গ্রামিনফোন কার্ড হোল্ডার হলে দেশের বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেল এ বাই ১ গেট ১ অফারটি উপোভোগ করতে পারবেন। তাছাড়া বিশ্বের ১২০০ এর অধিক এয়ারপোর্টে ফ্রি লাউঞ্জ উপভোগ করতে পারবেন। তবে ১ বছরে আপনার সাথে ফ্রি সর্বচ্চো ৬ জন ভিজিটর যেতে পারবেন।
Smart Visa Platinum Credit Card
স্মার্ট ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড এ আপনি প্রতি মাসে ২২ হাজার টাকা পযন্ত সেভিং করতে পারবেন। যেমনঃ
- প্রতি বছর ৩ লক্ষ টাকা খরচ করলে আপনার কার্ড চার্জ সম্পন্ন ফ্রি হয়ে যাবে। কার্ড এক্টিভ হবার ২য় বছর থেকে।
- ১৫০০০ টাকার অধিক লেনদেনে সর্বচ্চ ৩ মাসের জন্য সুদমুক্ত কিস্তি উপভোগ করতে পারবেন।
- আপনি স্মার্ট কার্ডে অনলাইন শপিং যেমনঃ দারাজ, ফুডপান্ডা, পাঠাও, পিজ্জাহার্ট ইত্যাদী ওয়েব সাইট থেকে যেকোন কিছু কেনাকাটা করলে, ১০ থেকে ৩০ % পযন্ত ডিসকাউন্ট বা নগদ ক্যাশব্যাক পেতে পারেন। তবে বর্তমানে ১৫% ক্যাশব্যাক দিচ্ছে ব্যাংকটি।
- কার্ড এক্টিভ হবার ৩ মাসের মধ্য নেটফ্লিক্স সাবস্ক্রিপশন এ ১০০০ টাকা ক্যাশ-ব্যাক এবং Spotify সাবস্ক্রিপশন এ ৩০০ টাকা ক্যাশব্যাক পাবেন।
- সচরারচর ট্রাঞ্জেকশন এর রিওয়ার্ড পয়েন্ট ছাড়াও স্মার্ট ক্রেডিট কার্ড করে অনলাইনে ডলারে কেনাকাটা করলে ১% অতিরিক্ত ক্যাশব্যক পাবেন।
- প্রতি ১০০টাকা লেনদেনের জন্য ১ পয়েন্ট করে পাবেন। যা পরবর্তীতে বিভিন্ন অফারে ব্যবহার করতে পারবেন বা ক্রেডিট কার্ডের বিল ও পরিশোধ করতে পারবেন।
- এছাড়া অন্যান্য কার্ডের সকল সুযোগ সুবিধা এই কার্ডেও পেয়ে যাবেন।
Robi Elite Credit Card
রবি এলিট Standard Chartered Bank Credit Card হোল্ডার গন ওয়েলকাম অফার হিসেবে কার্ড এক্টিভ হবার প্রথম তিন মাসের জন্য বিনামূল্যে ডেটা বান্ডেল পাবেন। তাছাড়া
- যেকোন খুচরা কেনাকাটায় প্রতি ৫০ টাকা লেনদেনের জন্য ২ পয়েন্ট পাবেন।
- ৩জন গেষ্ট সহ এয়ারপোর্টে ফ্রি লাউংজ উপভোগ করতে পারবেন।
- ৩০০০ টির অধিক আউটলেট এ বাই ওয়ান গেট ওয়ান, ওয়ান ডাইনিং অফার, কেনা কাটা বা ভ্রমণ এ আকর্ষণীয় সব অফার উপভোগ করুন।
- ১২০০ এর অধিক এয়ারপোর্টে আনলিমিটেট ফ্রি লাউঞ্জ ভিজিট করতে পারবেন।
Smart Visa Platinum Credit Card
Smart Visa Platinum Credit Card এ গ্রসারি কেনা-কাটায় ৮% ক্যাশব্যাক পাবেন সারা বছরব্যাপী।এছাড়া ডাইনিং স্পেইন্ডে পাবেন ৫% ক্যাশব্যাক এবং অন্যান্য কেনাকাটায় পাবেন ১% ক্যাশব্যাক।(প্রতি মাসে সর্বচ্চ ১২০০ টাকা পযন্ত।
এছাড়া অন্যন্য সুযোগ সুবিধা একই থাকবে।
Standard Chartered Bank Credit Card এপ্লাই করতে