আসসালামু আলাইকুম। MTB Credit Card নিয়ে আজ আমরা আলোচনা করবো। কিভাবে MTB Credit Card পাবেন? Mutual Trust bank Credit Card এর জন্য প্রয়োজনীয় কাগজপাতি এবং Credit Card এর অফার সূমহ।
MTB bank বা Mutual Trust Bank ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে। বর্তমানে ব্যাংকটির সর্বমোট ১৩৭ টি শাখা এবং ১৫০ টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে।
অন্যান্য ব্যাংকের মত MTB Bank এরও বেশ কয়েকটি Credit Card এবং ডেবিট কার্ড রয়েছে। বর্তমানে MTB Bank এর ৯ টি ক্রেডিট কার্ড রয়েছে।
- MTB Classic Credit Card.
- MTB Gold Credit Card.
- MTB Mastercard Titanium Credit Card.
- MTB Mastercard World Credit Card.
- MTB UnionPay Platinum Credit Card.
- MTB Visa Platinum Credit Card.
- MTB Visa Signature Credit Card.
যা যা থাকছে
MTB Credit Card এর জন্য প্রয়োজনীয় কাগজপাতিঃ
ক্রেডিট কার্ড নিতে হলে আপনাকে বেশকিছু ডকুমেন্টস বা কাগজপাতি ব্যাংকে জমা দিতে হবে। যেমন আপনি চাকুরীজিবি হলে আপনাকে অবশ্যই আপনার
- সেলারি একাউন্টের বিগত ৬ মাসের স্টেটমেন্ট।
- এরপর আপনার সেলারি স্লিপ,
- আপনার এন আই ডির ফটোকপি,
- ই-টিন সার্টিফিকেট,
- পার্সপোর্ট এর ফটোকপি,
- অফিস আইডি কার্ড এর কপি ,
- ২ কপি ল্যাব প্রিন্ট রিসেন্ট তোলা ছবি,
আরো জানুনঃ City Bank Credit Card সম্পর্কে বিস্তারিত
আপনি ব্যবসাহী হলে আপনাকে নিম্নোক্ত কাগজপাতি ক্রেডিট কার্ড নেওয়ার সময় জমা দিতে হবে।
- ট্রেড লাইসেন্স এর ফটোকপি।(ট্রড লাইসেন্স এর বয়স অবশ্যই ৩ বছর বা তার বেশি হতে হবে)
- টিন সার্টিফিকেট।
- সর্বশেষ ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- বিজনেস কার্ড।
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- ল্যাব প্রিন্ট রিসেন্ট তোলা ২ কপি ছবি।
Mutual Trust Bank credit card Offers:
অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ডের মত MTB Bank Credit Card এও বেশ কিছু আর্কষণীয় অফার রয়েছে। যেমনঃ
- MTB Bank এর Classic/Silver/Gold/Platinum/Titanium Credit Card হোল্ডার গন প্রতি ৫০ টাকা খরচের জন্য ১টি রিওয়ার্ড পয়েন্ট পাবেন।
- Signature & World Credit Card হোল্ডারগন প্রতি ৫০ টাকা বা ১ ডলার খরচের বিপরীতে পাবেন ২ টি রিওয়ার্ড পয়েন্ট।
- FlexiPay Installation করার পর আপনি MTB Bank এর সকল ক্রেডিট কার্ড থেকে ব্যাংক কর্তৃক নিদ্ধারিত মার্চেন্টস এর আউটলেট এ, 0% EMI সুবিধা পাবেন ৩ থেকে ৩৬ মাস পযন্ত। ( ক্রয় করবার আগে আউটলেট এ জেনে নিবেন উক্ত আউটলেট এ FlexiPay এক্টিভেট আছে কিনা।)
- এছাড়াও বিভিন্ন ই-কমার্স এবং পস ট্রানজেকশন এ ৬-২৪ মাসের সহজ কিস্তিতে পন্য ক্রয়ের সুবিধা পাবেন। তবে অসুবিধা পাওয়ার জন্য আপনাকে কমপক্ষে ১০০০০ টাকার পণ্য কিনতে হবে, এর নিচে হলে আপনি এ সুবিধা পাবেন না।
- তাছাড়া দেশের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টে,হাসপাতাল এবং রিসোর্টে MTB Credit Card হোল্ডারগন বিভিন্ন সুবিধা পাবেন। যেমনঃ BUY ONE GET ONE, Buy one get 3, Free Dining এবং নগদ ক্যাশব্যাক সুবিধা।
উপরুক্ত অফার গুলো ছাড়াও আপনি সময়ের সাথে সাথে নতুন নতুন অফার পাবেন । উক্ত অফার গুলো জানতে নিচের লিংক ভিজিট করুন।
এবার জেনে নিই ক্রেডিট কার্ডের চার্জ সূমহ নিয়ে-
MTB Credit Card Schedule Charge
চেক ক্লিয়ারেন্স প্রসেসিং ফি-