আসসালামু আলাইকুম। অনেকেই Midland Bank Credit Card করতে চান। কিন্তু জানেন না কিভাবে এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে হবে।
তো আজকে আমরা জানাবো Midland Bank Credit card এর জন্য প্রয়োজনীয় কাগজপাতি, Midland Bank Credit Card Offers and Benefit.
মিডল্যান্ড ব্যাংক এর যাত্রা শুরু হয় ২০১৩ সালের ২০ জুন। এই ব্যাংকের অনুমোদন নিয়ে বিতর্ক থাকলেও সময়ের স্রোতে তা আর লক্ষ্য করা যায় না এখন।
বর্তমানে Midland Bank এর ২টি ভিসা ক্রেডিট কার্ড রয়েছে। যথাঃ
- Visa Gold Duel – For Local & Global Use
- Visa Platinum Duel – For Local & Global Use
যা যা থাকছে
মিডল্যান্ড ব্যাংক ক্রেডিট কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপাতি | Required Documents For Midland Bank Credit Card
- পূরণ করা এপ্লিকেশন ফরম।
- আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- ভ্যালিড পার্সপোর্ট।
- ই-টিন সার্টিফিকেট।
- সদ্য তোলা ২ কপি ল্যাব প্রিন্ট ছবি।
- বিগত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- পে স্লিপ, সেলারি সার্টিফিকেট, বিজনেস কার্ড এবং Employer ID Card ইত্যাদি ( চাকুরীজীবি হলে)
- ট্রেড লাইসেন্স, বিজনেস একাউন্ট স্টেটমেন্ট, একটি চেক, একাধিক মালিকানা হলে ব্যাবসার চুক্তিনামা এবং বিজনেস কার্ড। ( শুধুমাত্র ব্যাবসাহীদের জন্য)
- জমির কাগজপত্র এবং জমি ভাড়া দেবার চুক্তিনামা। ( শুধুমাত্র ল্যান্ড লর্ড এর জন্য প্রযজ্য)
- প্রফেশনাল সার্টিফিকেট এবং বিজনেস কার্ড ( শুধুমাত্র ডাক্তার,ইঞ্জিনিয়ার অথবা অন্যান্য পেশাজীবীদের জন্য)
- সর্বশেষ ব্যাংকের গ্রাহক কর্তৃক পরিচিত করা বা মিডল্যান্ড ব্যাংক এর যেকোন একাউন্ট হোল্ডার দাড়া আপনার একাউন্ট এক্টিভেট করা।
আরো জানুনঃ Brac Bank Credit Card সম্পর্কে বিস্তারিত
ক্রেডিট কার্ডের লিমিট | Midland Bank Credit Card Limit Range
- Visa Gold Duel Credit Card এর ক্রেডিট লিমিট ২০ হাজার টাকা থেকে ৯৯ হাজার টাকা পযন্ত।
- Visa Platinum Duel Credit Card এর ক্রেডিট লিমিট ১ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পযন্ত।
আন্তর্জাতিক খরচ বা ডলারের ট্রানজেকশন এর ক্ষেত্রে গ্রাহকদের চাহিদার উপর লিমিট করে দেওয়া হয় তবে সেটা ৫০০০ ডলার পযন্ত সীমাবদ্ধ।
Midland Bank credit card Eligibility
- আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- আপনার বয়স অবশ্যই ১৮থেকে ৬০ বছর এর মধ্যে হতে হবে।
- চাকুরীজিবি হলে আপনার মাসিক বেতন কমপক্ষে ২০ হাজার টাকা না হলে আপনি ক্রেডিট কার্ডের জন্য এপ্লাই করতে পারবেন না।
- ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার মাসিক ইনকাম কমপক্ষে ৫০ হাজার টাকা হতে হবে।
মিডল্যান্ড ব্যাংক ক্রেডিট কার্ড ফিচার এবং বেনিফিট | Midland Bank Credit Card Features And Benefits
- আপনার সকল প্রয়োজনে আপনি এই ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন। যেমনঃ ঘুরতে যাওয়া, শপিং করা, খাবার খাওয়া, গাড়ির জালানি কেনা অথবা রেলের টিকিট কাটা সব কিছুই করতে পারবেন এই ক্রেডিট কার্ড দিয়ে।
- আপনি আপনার যেকোন কেনাকাটায় ৪৫ দিন পযন্ত ০% সুদে ক্রেডিট সুবিধা পাবেন। এক্ষেত্রে আপনার পূর্বের মাসের ক্রেডিট ব্যালেন্স বিবেচনা করা হবে না। এই সুদ মুক্ত সুবিধা সর্বনিম্ন ১৫ দিন এবং সর্বোচ্চ ৪৫ দিন পাবেন।
- Midland bank Dual Credit Card এর একটি অন্যতম সুবিধা হলো, প্রথম বছর আপনি কোন চার্জ ছাড়ায় ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনি যদি ১ বছরে ১৫ টি পস / এটিএম ট্রানজেকশন করেন অথবা ১ বছরে ৫০ হাজার টাকা ব্যবহার করেন। তাহলে আপনাকে কার্ডের বার্ষিক ফি দিতে হবে না।
- আপনি এই ডুয়েল ক্রেডিট কার্ডের অধিনে, আপনার পরিবারের ১৮ বছরের অধিক মেম্বারের জন্য সম্পরুক কার্ডের আবেদন করতে পাবেন। উক্ত কার্ড হোল্ডার ও একই সুবিধা পাবেন।
- বিশ্ব ব্যাপি হাজার হাজার ভিসা এটিএম বুথ বা পস মেশিনে আপনি এই কার্ড দিয়ে টাকা তোলা বা ট্রানজেকশন করতে পারবেন।
- আপনি ইচ্ছা করলে এক মাসের যা খরচ করছেন তা উক্ত মাসে সর্বনিম্ন পরিশোধ করে অপর মাসে আবার দিতে পারবেন।
- আপনি আপনার MDB ক্রেডিট কার্ডের বিপরীতে চেক সংগ্রহ করতে পারবেন। যার মাধ্যমে আপনি বাংলাদেশের মধ্যে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করতে পারেন। যেসব জাইগা তে ক্রেডিট কার্ড ব্যবহার করা যায় না, সেসব জাইগাই চেক ব্যবহার করতে পারবেন। ( বাড়ি ভাড়া বা টিউশন ফি)।
- প্রতিটি ট্রানজেকশন এ আপনি অটো এসএমএস এবং ইমেইল এর মাধ্যমে আপডেট পাবেন।
- ই-স্টেটমেন্ট উত্তোলন এর সুবিধা।
- Midland Bank Credit Card এর গ্রহকগন ব্যাংক কর্তৃক নিদ্ধারিত বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট বা রিসোর্টে এ বিভিন্ন অফার এবং সুবিধা পাবেন। অফার লিষ্টটা নিচে দেওয়া আছে।
- MDB Credit Card এর EasyPay প্রোগ্রামের মাধ্যমে, আপনি MTB এর EasyPay পার্টনার আউটলেটে, আপনার স্বপ্নের কেনাকাটা করতে পারবেন 24 মাস পর্যন্ত কিস্তিতে।
- প্রতি ৫০ টাকা বা ১ ডলার খরচে আপনি ১ টি রিওয়ার্ড পয়েন্ট পাবেন। যা পরবর্তীতে বিভিন্ন অফারে রিডিম করতে পারবেন।
- আপনি আপনার লিমিট থেকে বাংলাদেশর যেকোনো মিডল্যান্ড এটিএম থেকে ৫০ শতাংশ টাকা তুলতে পারবেন। যা অন্যান্য ব্যাংকে পাবেন না।
- আপনার অন্য যেকোনো ব্যাংকে এই কার্ড থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তবে এক্ষেত্রে বার্ষিক ২০ শতাংশ সুদ দিতে হবে উক্ত টাকার উপর।
- এছাড়াও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ইন্সটান্ট ব্যালেন্স ট্রান্সফার এবং বিল পে করতে পারবেন।
Credit Card এর জন্য কিভাবে আবেদন করবেন | Midland Bank Credit Card application Process
- মিডল্যান্ড ব্যাংক এর ব্রান্স বা ওয়েবসাইট থেকে ক্রেডিট কার্ড এপ্লিকেশন ফরম কালেকশন করে। যথাযথ ভাবে পূরণ করুন।
- যথাযথ ভাবে পূরন করার পরে নিদিষ্ট জাইগাই আপনার সাক্ষর করুন।
- আপনার ডকুমেন্টস গুলো প্রসেসিং করে এপ্লিকেশন ফরম এর সাথে যুক্ত করুন।
- ফরম পূরণ এ যেকোন অফিসার এর সহায়তা নিতে পারেন আপনি চাইলে।
কার্ড সম্পর্কে আরো জানতে যোগাযোগ করুন | For Any card related Enquiry please Contact
প্রশ্নঃ এই কার্ড থেকে পৃথিবীর যেকোন বুথ থেকে কি টাকা উত্তলন করতে পারবো?
উত্তরঃ জি অবশ্যই পারবেন। তবে সুধুমাত্র ভিসা লোগো যুক্ত বুথ থেকে তুলতে পারবেন।
প্রশ্নঃ ডলারে আন্তর্জাতিক ওয়েবসাইট থেকে কোনকিছু কেনাকাটা করতে পারবো কি?
উত্তরঃ জি আপনি যেকোন ভিসা সার্পোটেড ওয়েবসাইট থেকে ডলারে কেনাকাটা করতে পারবেন। যেমনঃ এমাজন,আলিবাবা,গিয়ারবেষ্ট ইত্যাদি।
প্রশ্নঃ MTD Credit Card এ ডলার ট্রানজেকশন এর লিমিট কত?
উত্তরঃ আপনি প্রতি বছরে ১২ হাজার ডলার পযন্ত ট্রানজেকশন করতে পারবেন একটি কার্ড থেকে।
প্রশ্নঃ Midland Bank hotline Number কত?
উত্তরঃ hotline নাম্বার ১৬৫৯৬
প্রশ্নঃ ক্রেডিট কার্ড পেতে কতদিন সময় লাগবে?
উত্তরঃ ক্রেডিট কার্ড আবেদন এর ১৫ দিনের মধ্যে আপনার কার্ড আপনি হাতে পেয়ে যাবেন।