আসসালামু আলাইকুম। অনেকেই EBL Prepaid Card কিভাবে করতে হয়, EBL Prepaid Card এর অফার এবং সুবিধা জানতে চান। তো আজ আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আশাকরি আপনাদের উপকারে আসবে।
ইস্টার্ন ব্যাংক লিমিটেড ১৯৯২ সালে তাদের কার্যক্রম শুরু করে। বর্তমানে তাদের প্রায় ৮৯ টি শাখা রয়েছে পুরো বাংলাদেশে। অন্যান্য সকল ব্যাংকের মত EBL Bank এও বেশকিছু সার্ভিস রয়েছে। যার মধ্যে বহুল আলোচিত একটি সার্ভিস হলো প্রিপেইড কার্ড সার্ভিস। এর মাধ্যমে একজন গ্রাহক ব্যাংকে একাউন্ট না করেই ডেবিট কার্ড এর বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারে।
যা যা থাকছে
Types Of EBL Prepaid Card
বর্তমানে EBL Bank এর ৬ টি Prepaid Card রয়েছে। এগুলো হলো
- EBL Mastercard Aqua Prepaid Card.
- EBL Visa Lifestyle Prepaid Card.
- EBL Diners Club International Global Prepaid Card.
- EBL UnionPay Dragon Prepaid Card.
- EBL Mastercard Basis co branded Prepaid Card.
- EBL Mastercard Aqua Woman Prepaid Card.
প্রয়োজনীয় ডকুমেন্টস বা কাগজপাতি | EBL Prepaid Card Required Documents
Prepaid Card এর জন্য কিছু কাগজপাতি প্রয়োজন হবে। যা দ্বারা ব্যাংক যাচাই বাছাই করে দেখবে আপনি প্রিপেইড কার্ড পাওয়ার উপযুক্ত কি না।
- আপনি যেই EBl Prepaid Card টি নিতে চাচ্ছেন উক্ত কার্ডের এপ্লিকেশন ফরম যথাযথ ভাবে পূরন করতে হবে।
- রিসেন্ট তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ছবি।
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- ভ্যালিড পার্সপোর্ট এর ফটোকপি ।
- KYC ফরম। ইত্যাদি
EBL Prepaid কার্ড নিতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
EBL Mastercard Aqua Prepaid Card অফার এবং সুবিধা সূমহ
- EBL Mastercard Aqua Prepaid Card টি ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড। এই কার্ড দিয়ে আপনি ডলারে বিভিন্ন সফটওয়্যার এবং পন্য কেনাকাটা করতে পারবেন।
- সহস্রধিক EBL পার্টনারের থেকে বিভিন্ন ধরনের ক্যাশব্যাক, Buy 1 Get 1 অফার সহ নানাবিধ সুযোগসুবিধা ভোগ করতে পারবেন৷
- ২৪/৭ বিশ্বব্যাপি টাকা বা ডলার ট্রান্সফার করতে পারবেন।
- ব্যাংকে কোন একাউন্ট ব্যাতিতই ব্যাংকিং এর সকল সুবিধা উপভোগ করতে পারবেন।
- বিশ্ব ব্যাপি যেকোন মাস্টারকার্ড এ টি এম বুথ থেকে টাকা বা ডলার তুলতে পারবেন।
- EBL ATM থেকে কোন চার্জ ব্যাতিত টাকা তুলার সুবিধা পাবেন।
- অলনাইন বিভিন্ন বিল পরিশোধ করতে পারবেন ডলার কিনবা টাকাতে।
- টাকা রিলোড করতে কোনধরনের ফি পরিশোধ করতে হবে না।
- কন্টাক্টলেস পেমেন্ট করতে পারবেন ৩০০০ টাকা পযন্ত কোন পিন নাম্বার ব্যবহার করতে হবে না। (শুধুমাত্র লাইফ স্টাইল প্রিপেইড কার্ডের ক্ষেত্রে প্রযজ্য)
- ইন্টারন্যাশনাল পেমেন্ট এর ক্ষেত্রে ১% ক্যাশব্যাক। ( শুধুমাত্র EBL Diners Club International Global Prepaid Card এর জন্য)
- এই ক্রেডিট কার্ড এর মেয়াদ ৩ বছর পযন্ত হয়ে থাকে।
For list Of local E-commerce Merchant with DCI Card Acceptance Check Here
শেষ বক্তব্য:
পরিশেষে বলি আমরা কোন লোন নিতে আপনাকে উৎসাহিত করছি না ।আমরা শুধুমাত্র লোন সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা আপনাদেরকে প্রদান করছি। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে সুদের কারবার থেকে সম্পূর্ণ দূরে থাকুন, কেননা মহল আল্লাহ তায়ালা বলেছেন সুদ খাওয়া মানে আমার এবং আমার নবীর বিপক্ষে যুদ্ধ করা।