ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে অবস্হিত একটি ইসলামিক ব্যাংক। ব্যাংকটি নতুন পরিসেবা চালু করতে, বিদ্যমান পরিসেবা গুলি দ্রুত এবং উন্নত করতে, সকল মানুষের কাছে তাদের সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ৷
ইসলামী ব্যাংকের সকল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ব্যাংকটির সকল তথ্য এবং সুবিধা সম্পর্কে জেনে নিন।
ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক ডিজিটাল ব্যাংকিং, ইসলামী ব্যাংকের সকল লোনসমূহ, পার্সোনাল লোন, হোম লোন, শিক্ষা ঋণ/স্টুডেন্ট লোন, কার লোন, এসএমই লোন ইত্যাদী |
যা যা থাকছে
ইসলামী ব্যাংকের যাত্রা
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একটি বাংলাদেশি ইসলামী ব্যাংকিং কোম্পানি। ১৯৭৬ সালে প্রখ্যাত ইসলামী চিন্তানায়ক মাওলানা মুহাম্মদ আবদুর রহিমের নেতৃত্বে বাংলাদেশে ইসলামী অর্থনীতি গবেষণা ব্যুরো প্রতিষ্ঠিত হয়। এবং কোম্পানি আইন ১৯১৩ এর অধীনে ১৯৮৩ সালে পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে অন্তর্ভুক্ত হয়।
গবেষণা অনুযায়ী নভেম্বর ২০১৯ সাল পর্যন্ত, ইসলামী ব্যাংক এর ৩৫০টি শাখা রয়েছে। এবং সেই সাথে ১৩,৫০০ জনেরও বেশি দক্ষ কর্মী দিয়ে সেবা দিয়ে যাচ্ছে। এছাড়াও, ইসলামী ব্যাংকের নিজস্ব ৬২১টি এটিএম বুথ, ৩৩টি ইসলামী ডিপোজিট মেশিন এবং সারা দেশে ৬০০০টি শেয়ার্ড এটিএম নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ করে আসছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের প্রায় ২৯% রেমিট্যান্স সংগ্রহ করে। ইসলামী ব্যাংক হচ্ছে বাংলাদেশের সর্ব বৃহত্তম বেসরকারি ব্যাংকিং নেটওয়ার্ক। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের শীর্ষ আমানতধারী হয়েছে।
ইসলামী ব্যাংক ডিজিটাল ব্যাংকিং
ইসলামী ব্যাংকের বিভিন্ন ধরনের সেবার মধ্যে জনপ্রিয় সেবা হচ্ছে আই-ব্যাংকিং (ইন্টারনেট ব্যাংকিং) সুবিধা। বর্তমান ইন্টারনেট বিশ্বে তাল মিলিয়ে চলতে ইসলামী ব্যাংকের এই সুবিধা উপভোগ করতে পারবেন। আই ব্যাংকিং এর মাধ্যেমে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার একাউন্ট পরিচালনা/পর্যবেক্ষণ করতে পারবেন।
যে কোনো ব্যাংক একাউন্টে দিবে ৫ লক্ষ টাকা পর্যন্ত টাকা পাঠাতে পারবেন। এছাড়াও আপনি ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইলে রিচার্জ, ভিসা কার্ড, মাস্টার কার্ডের বিল পরিশোধ করা সহ অন্যান্য পেমেন্ট করার সুবিধা তো আছেই। সহজে আই ব্যাংকিং সুবিধা পেতে আইস্মার্ট মোবাইল অ্যাপ ইন্সটল করে নিতে হবে।
এছাড়াও আপনি যদি গুগল প্লেস্টোর থেকে CellFin অ্যাপটি ইন্সটল করে নিন তাহলে আপনি যে সকল সুবিধা পাবেন তা হলোঃ
এই অ্যাপের মাধ্যেমে টাকা পাঠানো সহ আপনি আপনার সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন ঘরে বসেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। শুধু তাই নয়, আপনি যদি দেশের এমন কোনো স্থানে থাকেন যেইখানে আপনি ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না সেক্ষেত্রে আপনি আপনার একাউন্ট বিকাশ, রকেট এবং নগদে টাকা পাঠাতে পারবেন।
সেলফিন অ্যাপটিতে আপনি ভিসা ভার্চুয়াল ডেবিট কার্ড সংযুক্ত করে দেশি-বিদেশি ই কমার্স পেমেন্ট করতে পারবেন। ইসলামী ব্যাংকের আরেকটি ডিজিটাল সেবা হচ্ছে এমক্যাশ।
বিভিন্ন লোন সমূহ | Islami Bank Loan
ইসলামী ব্যাংকের সরাসরি কোনো লোন ব্যাবস্থা নেই। ইসলামী ব্যাংক লোন না দিয়ে বিনিয়োগ/ইনভেস্টমেন্ট করে। তবে আপনি আপনার প্রয়োজনীয় ঋণ নিতে পারবেন।
সরাসরি লোন না দিলেও অন্যান্য ব্যাংকের ন্যায় এই ব্যাংক থেকেও সেই সকল ক্ষেত্রে ঋণ নিতে পারবেন। বুঝার সুবিধার্থে লোন শব্দটি ব্যাবহার করা হলো।
ইসলামী ব্যাংকের ঋণ নিতে হলে আপনাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক এবং উপার্জনক্ষম হতে হবে। তবেই ব্যাংকটি ইনভেস্ট করবে। ইসলামী ব্যাংক যেই সকল লোন প্রদান করে,
১. পার্সোনাল লোন,
২. হোম লোন,
৩. শিক্ষা ঋণ/স্টুডেন্ট লোন,
৪. কার লোন,
৫. এসএমই লোন।
ইসলামী ব্যাংক পার্সোনাল লোন | Islami Bank Personal Loan
বিভিন্ন পার্সোনাল কাজ সম্পাদনের জন্য আপনি ইসলামী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারেন। সমস্ত মেট্রোপলিটন শহরের জন্য ২৫ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন দিয়ে থাকে।
জেলা এবং পৌরসভার জন্য ১ কোটি টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারবেন। আপনি কতো টাকা পাবেন তা ব্যাংক দ্বারা নির্ধারিত হবে। এই ঋণ পরিশোধের জন্য ব্যাংক কর্তৃক আপনাকে ৩ বছর পর্যন্ত সময় দেওয়া হবে। এই ঋণের সুদের হার ১৬% পর্যন্ত হয়।
ইসলামী ব্যাংক হোম লোন | Islami Bank Home Loan
আপনি বাড়ি নির্মাণ, ক্রয় অথবা মেরামত কাজে ব্যবহারের জন্য শর্ত সাপেক্ষে হোম লোন নিতে পারবেন। আপনি ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে স্বপ্নের বাড়িটি ক্রয় করতে চাইলে, বাড়ির মোট দামের ৬০% টাকা ব্যাংক থেকে দেওয়া হবে। বাকি ৪০% টাকা আপনার নিজের থাকতে হবে।
সেক্ষেত্রে টাকার পরিমাণ হবে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা। নিজস্ব বাড়ি তৈরি অথবা মেরামত করতে চাইলে, সেক্ষেত্রেও ব্যাংক আপনাকে মোট টাকার ৬০% টাকা প্রদান করবে।
বাকি ৪০% আপনার নিজের থাকতে হবে। তবে সেক্ষেত্রে টাকার পরিমাণ হবে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা। হোম লোনের ক্ষেত্রে সুদের হার ধরা হয় ৯% পর্যন্ত। তবে কিছু ক্ষেত্রে সুদের হার পরিবর্তিত হতে পারে।
ইসলামী ব্যাংক শিক্ষা ঋণ/স্টুডেন্ট লোন | Islami Bank Student Loan
যেহেতু ইসলামী ব্যাংকের সরাসরি কোনো লোন ব্যাবস্থা নেই তাই স্টুডেন্ট লোন নামেও কোনো ঋণ ব্যাবস্থা নেই। তবে শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে অথবা শিক্ষা সামগ্রীতে আর্থিক সহায়তা করার জন্য ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়।
সেক্ষেত্রে শিক্ষার্থীর শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তার চার ভাগের তিন ভাগ নিজের থাকতে হবে। বাকি এক ভাগ ব্যাংক ঋণ আকারে প্রদান করবে। শিক্ষা ঋণ নিতে শিক্ষার্থীকে অভিবাবক সাথে নিতে হবে। আবেদনের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিতে হবে।
শিক্ষা ঋণের ক্ষেত্রে সুদের হার ১২.৫% পর্যন্ত হয় এবং ২% চার্জ অতিরিক্ত নেওয়া হয় সুপারভাইজিং চার্জ হিসেবে।
ইসলামী ব্যাংক কার লোন | Islami Bank Car Loan
গাড়ি কেনার স্বপ্ন সবারই থাকে। গাড়ি কিনতে আপনার আর্থিক সহায়তা প্রয়োজন হলে ইসলামী ব্যাংক আপনাকে ঋণ প্রদান করে সহায়তা করবে। আপনি যদি নতুন গাড়ি কিনতে চান সেক্ষেত্রে ব্যাংক আপনাকে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা ঋণ দিবে।
সেই ঋণ পরিশোধের সময়সীমা ৫ বছর পর্যন্ত হতে পারে। পুরনো গাড়ি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা ঋণ দিবে। এই ঋণ পরিশোধের সময়সীমা ৪ বছর পর্যন্ত। কার লোন এর ক্ষেত্রে সুদের হার ১৬% পর্যন্ত নির্ধারিত।
ইসলামী ব্যাংক এসএমই লোন | Islami Bank SME Loan
আপনি যদি নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান অথবা নিজের ছোটো ব্যাবসাটিকে বড় প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে চান তবে ইসলামী ব্যাংক থেকে এসএমই লোন নিতে পারেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান অনুযায়ী ঋণের টাকার পরিমাণ নির্ধারিত হবে।
আপনার প্রতষ্ঠানটি যদি মহানগর অঞ্চলে অবস্থিত হয়ে থাকে এবং সেখানে প্রসার ঘটাতে চান সেক্ষেত্রে ইসলামী ব্যাংক আপনাকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিবে।
জেলা শহরের ক্ষেত্রে ব্যাংক আপনাকে ৩ লক্ষ টাকা এবং অন্য কোনো অঞ্চল হলে ব্যাংক আপনাকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে সহায়তা করবে। ঋণ পরিশোধের সময়সীমা ১ থেকে ২ বছর মেয়াদী হয়। এসএমই ঋণের ক্ষেত্রে সুদের হার ১২% পর্যন্ত হয়।
লোন নিতে প্রয়োজনীয় কাগজপত্রঃ
- ঋণ নেওয়ার জন্য ব্র্যাক ব্যাংকের নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
- লোন গ্রহীতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- লোন গ্রহীতার সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি।
- ইউটিলিটি বিল (গ্যাস বিল/পানি বিল/কারেন্ট বিল) এর কাগজের ফটোকপি।
- সেই ব্যাক্তির গত ছয় মাসের ব্যাংকের লেনদেন।
- লোন গ্রহীতার সর্বশেষ কর সনদ।
- কোনো ব্যবসায়ী ব্যাক্তি যদি অংশীদারি ব্যাবসায়ী হয় সেক্ষেত্রে লোন নিতে হলে নিবন্ধিত চুক্তিপত্র দেখাতে হবে।
- এবং লোন নিতে ইচ্ছুক ব্যাক্তির সর্বশেষ ৫ বছরের ট্রেড লাইসেন্স দেখানো প্রয়োজন হয়।
সকল ঋণের সুদের হারঃ
ইসলামী ব্যাংকের ঋণের নাম | সুদের হার | |
১. | পার্সোনাল লোন | ১৬% |
২. | হোম লোন | ৯% |
৩. | শিক্ষা ঋণ/স্টুডেন্ট লোন | ১২.৫% |
৪. | কার লোন | ১৬% |
৫. | এসএমই লোন | ১২% |
বিঃ দ্রঃ ইসলামী ব্যাংকের ঋণের সুদের হার পরিবর্তন হতে পারে।
আরো জানুনঃ বর্তমান ইসলামী ব্যাংকের ইনভেষ্টমেন্ট প্রফিট রেট