আজকের পোস্ট এ আপনারা IFIC Bank Details অথ্যাত IFIC Bank এর বিভিন্ন তথ্য জানতে পারবেন। যেমনঃ IFIC ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়, IFIC ইন্টারনেট ব্যাংক, আই এফ আই সি ব্যাংকের লোনসমূহ, IFIC Bank পার্সোনাল লোন, IFIC ব্যাংক হোম লোন, IFIC ব্যাংক স্যালারি লোন, IFIC Bank অটো লোন বা কার লোন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
যা যা থাকছে
IFIC ব্যাংকের ইতিহাস
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেড বাংলাদেশি একটি বেসরকারী বাণিজ্যিক ব্যাংক। IFIC Bank বেশি আধুনিক ব্যবসা কেন্দ্র (শাখা এবং উপশাখা) এবং দক্ষ কর্মীদের সহায়তায় আধুনিক পরিসেবা নিশ্চিত করছে। এটি নেপাল, ওমান এবং যুক্তরাজ্যে যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।
আইএফআইসি ব্যাংক ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠার পর আর্থিক প্রতিষ্ঠান হিসেবে দেশের অভ্যন্তরে কাজ করার জন্য প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সালে বাংলাদেশ সরকার যখন বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি প্রদান করে, তখন আইএফআইসি একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরিত হয়। বর্তমানে বাংলাদেশ সরকার আইএফআইসি ব্যাংকের ৩২.৭৫% শেয়ারের মালিক। ব্যাবসা ও বাণিজ্য ক্ষেত্রে বিস্তৃত অভিজ্ঞতাসম্পন্ন ব্যাক্তিদের হাতে আছে ৪.১১% শেয়ারের মালিক এবং অবশিষ্ট শেয়ারের মালিক বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠান এবং সাধারণ শেয়ারহোল্ডারবৃন্দ।
আরো জানুনঃ ডাচ্ বাংলা ব্যাংক সম্পর্কে বিস্তারিত
IFIC ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং
ইন্টারনেট ব্যাংকিং হচ্ছে এমন একটি সুবিধা যার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় থেকে আপনার একাউন্ট কন্ট্রোল করতে পারবেন। একাউন্ট সম্পর্কিত সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। আপনার আইএফআইসি ব্যাংকের একাউন্ট থাকলে আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং সুবিধা উপভোগ করতে চান তাহলে সর্বপ্রথম আপনার গুগল প্লেস্টো থেকে আইএফআইসি ব্যাংকের অ্যাপটি ইন্সটল করতে হবে আপনার ফোনে। এরপর আপনার অ্যাপে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারের সুবিধা
১. আপনি যখন ইচ্ছে আপনার ব্যালান্স চেক করতে পারবেন।
২. যে কোনো সময় লেনদেন করতে পারবেন এবং সকল লেনদেন দেখতে পারবেন।
৩. চেক পেমেন্ট বন্ধ করা এবং চেক বইয়ের জন্য আবেদন করতে পারবেন।
৪. ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবেন।
৫. কার্ড রিপ্লেসমেন্টের জন্য আবেদন করতে পারবেন।
৬. নিজের ব্যক্তিগত তথ্য আপডেট করতে পারবেন।
৭. ক্লিয়ারিং চেকের তথ্য জানতে পারবেন।
৮. ব্যাংকের সার্টিফিকেটের জন্য আবেদন করা সহ সকল সুবিধা উপভোগ করতে পারবেন ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।
IFIC Bank Deposit Rate
IFIC Bank Deposit Scheme Details
IFIC Bank Rate of Interest on Lending
আইএফআইসি ব্যাংকের লোনসমূহ | ific bank loan
- পার্সোনাল লোন,
- হোম লোন,
- স্যালারি লোন,
- অটো লোন।
Ific ব্যাংক পার্সোনাল লোন
আপনি যদি কোনো ব্যাক্তিগত কাজ সম্পন্ন করতে চান তবে এই ব্যাংকের পার্সোনাল লোন নিতে পারেন। আইএফআইসি ৫০,০০০ টাকা থেকে ১০,০০,০০০ টাকা পর্যন্ত পার্সোনাল লোন দিয়ে থাকে। ব্যবসায়ী অথবা চাকরীজীবি যে কোনো ব্যাক্তি পার্সোনাল লোন নিতে পারবে।
সেক্ষেত্রে চাকরীজীবি ব্যাক্তির মাসিক আয় সর্বনিম্ন ২০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা হতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসিক আয় সর্বনিম্ন ৩০,০০০ টাকা হতে হবে।
পার্সোনাল লোনের জন্য প্রয়োজনীয় কাগজপাতি
১. অবশ্যই ব্যাংকে একাউন্ট খুলতে হবে।
২. ব্যাংকের আবেদন ফর্ম পূরণ করতে হবে।
৩. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৪. সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি।
৫. মাসিক আয়ের বৈধ উৎসের প্রমাণ।
৬. ইউটিলিটি বিলের ফটোকপি।
৭. গত ৬ মাস থেকে ১ বছরের ব্যাংক লেনদেনের ইতিহাস।
আইএফআইসি ব্যাংক হোম লোন
আপনি আপনার স্বপ্নের বাড়ি বানাতে যদি আপনার অর্থের প্রয়োজন হয় তবে আপনি আইএফআইসি ব্যাংকের হোম লোন নিয়ে স্বপ্ন পূরণ করতে পারেন।
নতুন বাড়ি নির্মাণ, পুরাতন বাড়ি ক্রয়, ফ্ল্যাট কেনা, বাড়ি মেরামতের জন্য আইএফআইসি ব্যাংক ২৫ বছর মেয়াদী সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত ‘আমার বাড়ি’ লোন দিয়ে থাকে। এই লোনের জন্য বয়স নির্ধারণ করা হয়েছে ২২ থেকে ৬৫ বছর।
হোম লোন নিতে যোগ্যতা
১. বাড়ির মালিক হলে সর্বনিম্ন মাসিক আয় ৪০,০০০ টাকা হতে হবে। এবং বাড়ির মোট ভাড়ার মাধ্যমে আয়ের ২৫% ব্যাংকে জমা থাকতে হবে।
২. ব্যবসায়ী হলে তার মাসিক আয় সর্বনিম্ন ৪০,০০০ টাকা হতে হবে। এবং আয়ের ৪০% টাকা ব্যাংকে জমা থাকতে হবে।
৩. চাকরিজীবীর ক্ষেত্রে সর্বনিম্ন মাসিক আয় ৩৫,০০০ টাকা হতে হবে।
হোম লোনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
১. অবশ্যই ব্যাংকে একাউন্ট খুলতে হবে।
২. ব্যাংকের আবেদন ফর্ম পূরণ করতে হবে।
৩. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৪. সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি।
৫. মাসিক আয়ের বৈধ উৎসের প্রমাণ।
৬. ইউটিলিটি বিলের ফটোকপি।
৭. গত ৬ মাস থেকে ১ বছরের ব্যাংক লেনদেনের ইতিহাস।
আইএফআইসি স্যালারি লোন
চাকরীজীবি ব্যাক্তিবৃন্দ যদি চায় তবে তাদের স্যালারির উপর ভিত্তি করে স্যালারি লোন নিতে পারবেন। স্যালারি লোন সম্পূর্ণ নির্ভর করে আপনার স্যালারির উপর।
অর্থাৎ আপনার স্যালারি যতো বেশি আপনার ঋণ পাওয়ার পরিমাণ ততো বেশি হবে। আইএফআইসি ব্যাংক সর্বোচ্চ ১০,০০,০০০ টাকা পর্যন্ত স্যালারি লোন দেয়। লোন নেওয়ার ক্ষেত্রে প্রসেসিং ফি মাত্র ২,০০০ টাকা।
স্যালারি লোনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
১. অবশ্যই ব্যাংকে একাউন্ট খুলতে হবে।
২. ব্যাংকের আবেদন ফর্ম পূরণ করতে হবে।
৩. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৪. সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি।
৫. মাসিক আয়ের বৈধ উৎসের প্রমাণ।
৬. ইউটিলিটি বিলের ফটোকপি।
৭. গত ৬ মাস থেকে ১ বছরের সেলারি প্রুফ।
আইএফআইসি ব্যাংক অটো লোন
প্রত্যেক ব্যাক্তি চায় তার স্বপ্নের গাড়িটির মালিক হতে। আপনারও যদি এমন স্বপ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আপনি আইএফআইসি ব্যাংকের অটো লোন নিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন।
আইএফআইসি ১২ মাস থেকে ৬০ মাস মেয়াদী সর্বোচ্চ ৪০,০০,০০০ টাকা পর্যন্ত অটো লোন প্রদান করে। এই ঋণের সুদের হার ১৪% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
অটো লোন নিতে প্রয়োজনীয় কাগজপত্র
১. অবশ্যই ব্যাংকে একাউন্ট খুলতে হবে।
২. ব্যাংকের আবেদন ফর্ম পূরণ করতে হবে।
৩. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৪. সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি।
৫. মাসিক আয়ের বৈধ উৎসের প্রমাণ।
৬. ইউটিলিটি বিলের ফটোকপি।
৭. গত ৬ মাস থেকে ১ বছরের ব্যাংক লেনদেনের ইতিহাস।
FAQ
Q: আইএফআইসি হেল্প লাইন নাম্বার কত ?
Q: আইএফআইসি সুইফ্ট কোড কত?
Q: IFIC BANK একাউন্ট চেক কীভাবে করতে হয় ?
IFIC BAL <PIN> টাইপ করে 6969 নাম্বারে এসএমএস পাঠাতে হবে।
এখন পার্সোনাল লোন নেওয়ার জন্য কত টাকা স্যালারি লাগে