আমরা অনেকেই Dutch Bangla Dps সম্পর্কে জানতে চান। আজ আমরা ডাচ্ বাংলা ব্যাংক এর বিভিন্ন ডিপিএস সম্পর্কে আলোচনা করবো।
যে ব্যাংক এই ডিপিএস করুন না কেন সেই ব্যাংক এর ডিপিএস সম্পর্কে বিস্তার ধারণা নেওয়া উচিত। কেননা এক এক ব্যাংক এক এক রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে।
যা যা থাকছে
ডাচ্ বাংলা ব্যাংক এর ডিপিএস সূমহ | Dutch Bangla DPS
বর্তমান পযন্ত ডাচ্ বাংলা ব্যাংক এর ৫টি ডিপিএস প্রগ্রাম বা একাউন্ট চালু রয়েছে। আপনি আপনার পরিবারের বিভিন্ন সদস্যের নামে এ সকল ডিপিএস চালু করতে পারবেন। নিচে ডিপিএস সূমহের নাম দেওয়া হলোঃ
- ডিপোজিট প্লাস + স্কিম | Deposit Plus Scheme
- মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম | Millionaire Deposit DPS
- বছরে দিগুণ স্কিম | Bocore Degun Scheme
- চিল্ড্রেন এডুকেশন সেভিংস স্কিম | Children Education savings Scheme
- পিরিয়ডিক বেনিফিট স্কিম | Periodic Benefit Scheme
- পারসোনাল প্লাস স্কিম | Personal Scheme
আপনি এই স্কিম গুলোতে মাসিক বা সাপ্তাহিক ভিত্তিতে টাকা জমাতে পারবেন। এবার জেনে নিই উপরুক্ত স্কিম একাউন্ট খুলতে কি কি কাগজপাতি লাগবে এবং উক্ত ডিপিএস গুলোর বিভিন্ন সুবিধা সূমহ।
ডিপোজিট প্লাস + স্কিম | Deposit Plus স্কিম
এবার জেনে নিই ডিপোজিট প্লাস + স্কিম | Deposit Plus ডিপিএস একাউন্ট এর জন্য প্রয়োজনীয় কাগজপাতি
ডিপোজিট প্লাস + স্কিম একাউন্ট খুলার শর্ত
- আপনার বয়স অবশ্যই ১৮ বছর বা তার অধিক হতে হবে।
- একাউন্ট খোলার সময় আপনার জাতীয় পরিচয় পত্র এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
- নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি আর জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন অবশ্যই সাথে করে আনবেন।
- একজন ব্যাক্তি সর্বচ্চ ১ টি ডিপিএস একাউন্ট খুলতে পারবে ১ টি ব্রান্সে আর সকল ব্রান্স মিলে সর্বোচ্চ ৫ টি একাউন্ট খুলতে পারবে।
- আপনাকে ডিপিএস একাউন্ট এর সাথে একটি সেভিংস বা কারেন্ট একাউন্ট খুলতে হবে, যেন আপনি আপনার সেভিংস বা কারেন্ট একাউন্ট থেকে আপনার ডিপোজিট এর মাসিক কিস্তি পরিশোধ করতে পারেন।
নমিনির জন্য শর্তঃ
- প্রতিটি ডিপিএস একাউন্ট এর বিপরিতে আপনি একজনকে নমিনি করতে পারবেন।
- নমিনি যদি মারা যায় তাহলে উক্ত নমিনিকে দ্রুত পরিবর্তন করে নতুন নমিনি করতে হবে।
- একাউন্ট হোল্ডার ইচ্ছা করলে নমিনি পরিবর্তন করতে পারবে তবে সেক্ষেত্রে পূর্বের নমিনিকে বাদ দিতে হবে।
- একাউন্ট হোল্ডার যদি ডিপিএস শেষ কিস্তি দেবার পর্বে মারা যায় সেক্ষেত্রে যদি নমিনি আর কিস্তি না দিতে পারে তাহলে ব্যাংক উক্ত নমিনিকে ভেরিফিকেশন করে উক্ত টাকা নমিনিকে বুঝিয়ে দিবে।
আরো জানুনঃ সোনালী ব্যাংক ডিপিএস সম্পর্কে বিস্তারিত
মিনিমান ডিপোজিট একাউন্টঃ
- প্রতিমাসে মিনিমাম ৫০০ টাকা ডিপোজিট দিতে হবে, তবে ৫০০ টাকার উপর আপনি চাইলে যেকোনো এমাউন্ট দিতে পারবেন ৫০ হাজার টাকা পযন্ত।
- আপনাকে ডিপিএস এমাউন্ট একাউন্ট খোলার সময়ই ঠিক করে দিতে হবে, যা পরবর্তীতে আর পরিবর্তন করা যাবে না।
ডিপোজিট প্লাস স্কিম ডিপিএস মেয়াদঃ
- ডাচ্ বাংলা ব্যাংক এর ডিপোজিট প্লাস স্কিম ডিপিএস এর মেয়াদ সাধারণত ৩/৫/৭/১০ বছর হয়ে থাকে।
- ডিপিএস একাউন্ট খুলার সময় আপনাকে যেকোন একটি মেয়াদ এর ডিপিএস বেছে নিতে হবে।
[আপনার যদি আমাদের লেখা ভালো লাগে তাহলে আমাদের উৎসাহ দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আমারা এখানে প্রতি সপ্তাহে ডিপিএস, সেভিংস, ব্যাবসা, ক্যারিয়ার রিলেটেড পোস্ট এর আপডেট দিয়ে থাকি।]
ডিপোজিট প্লাস স্কিম ডিপিএস একাউন্টের মেয়াদ পূর্ণ হবার আগে একাউন্ট বন্ধ করলেঃ
- একজন গ্রাহক চাইলেই লিখিত আবেদন এর মাধ্যমে তার একাউন্ট বন্ধ করতে পারবে একাউন্টের মেয়াদ উত্তির্ন হবার পূর্বে। তবে এক্ষেত্রে অতিরিক্ত ১০০ টাকা কেটে নেওয়া হবে একাউন্ট ক্লোজিং চার্জ হিসেবে।
- আপনি যদি আপনার ডাচ্ বাংলা ডিপিএস একাউন্টটি ৬ মাস অতিক্রম হবার পূর্বেই বন্ধ করে দেন তাহলে আপনি সুধু আপনার জমাকৃত অর্থই ফেরত পাবেন। আপনাকে ব্যাংক কর্তৃক কোন সুদ প্রদান করবে না।
- যদি আপনার ৩ বছর মেয়াদি একাউন্ট ৬ মাস পর বন্ধ করেন তাহলে জমাকৃত অর্থের সাথে ব্যাংক কর্তৃক নিদ্ধারিত কিছু সুদ পাবেন।
- যদি আপনার একাউন্ট ৩ বছর পর বন্ধ করেন তাহলে জমাকৃত অর্থের সাথে ব্যাংক কর্তৃক নিদিষ্ট সুদ পাবেন।
একাউন্ট নিস্ক্রিয় বা স্বয়ংক্রিয় ভাবে বন্ধ করাঃ
- আপনি যদি একটানা ৩ মাস কিস্তি না দিতে থাকেন তাহলে আপনার একাউন্ট নিস্ক্রিয় হিসেবে ধরে নিবে ব্যাংক।
- আপনার একাউন্ট নিস্ক্রিয় হলে পুনরায় চালু করার জন্য ৬ মাস সময় পাবেন। ৬ মাসের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধ করে একাউন্ট সচল করতে পারবেন তবে এক্ষেত্রে বিলম্বিত এক্টিভেশন চার্জ হিসেবে ১০০৳ টাকা কর্তন বা জরিমানা করা হবে।
- আপনার ডিপিএস একাউন্ট যদি ৬ মাসের অধিক সময় ধরে মাসিক কিস্তি না দেওয়া হয়ে থাকে তাহলে আপনার ডিপোজিট একাউন্টটি ব্যাংক কর্তৃক বন্ধ করে দেওয়া হবে এবং আপনার জমাকৃত অর্থ আপনার সেভিংস বা কারেন্ট একাউন্ট এ ট্রান্সফার করে দেওয়া হবে।
ডিপোজিট প্লাস স্কিম ডিপিএস একাউন্টের কিছু গুরুত্বপূর্ণ শর্তঃ
- ডিপিএস একাউন্ট থেকে আপনি আপনার জমাকৃত মুল অর্থের ৯০% শতাংশ পযন্ত ঝণ বা ওডি সুবিধা পাবেন।
- ডিপিএস থেকে নেওয়া ঝণের মেয়াদ সর্বোচ্চ ৫ বছর বা ডিপোজিটের মেয়াদ পযন্ত হবে।
- আপনার যদি ডিবিবিএল থেকে কোন লোন নেওয়া থাকে তাহলে ব্যাংক আপনার আমানত থেকে উক্ত ঝণের টাকা কেটে নিবে।
চিল্ড্রেন এডুকেশন সেভিংস স্কিম | Children Education savings Scheme:
এবার চলুন জেনে নিই কিভাবে আপনি কিভাবে চিল্ড্রেন এডুকেশন সেভিংস স্কিম | Children Education savings ডিপিএস একাউন্ট খুলবেন, ডিপিএস একাউন্ট এর বিভিন্ন সুবিধা-অসুবিধা, চিল্ড্রেন এডুকেশন সেভিংস ডিপিএস একাউন্ট এর মুনাফা ইত্যাদি।
চিল্ড্রেন এডুকেশন সেভিংস ডিপিএস একাউন্ট খুলার যোগ্যতাঃ
- শুধুমাত্র সতন্ত্র গ্রাহক বা ১৮ বছরের নিচের বাচ্চারা এই একাউন্ট খুলতে পারবে। আপনি যদি এই একাউন্ট খুলতে চান তাহলে আপনার ১৮ বছরের নিচের বাচ্চার নামে এই একাউন্ট খুলতে হবে।
- একজন গ্রাহক একটি ব্রান্সে সর্বোচ্চ একটি চিল্ড্রেন এডুকেশন সেভিংস ডিপিএস একাউন্ট খুলতে পারবে।
- গ্রাহক কে ব্যাংকে একটি সেভিং বা কারেন্ট একাউন্ট বাধ্যতামূলক খুলতে হবে। যে একাউন্ট এর মাধ্যমে গ্রাহক নিরবিচ্ছিন্ন ভাবে ডিপিএস এর টাকা জমা দিতে পারবে। উক্ত একাউন্ট পরিচালনার জন্য ব্যাংক এই কোন অর্থ কাটা হবে না।
- মাসিক কিস্তি নিদিষ্ট তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।নিদিষ্ট তারিখের মধ্যে টাকা দিতে ব্যার্থ হলে ২৫৳ জরিমানা করা হবে।
ডিপিএস এর নমিনি সংক্রান্ত তথ্যঃ
- শুধুমাত্র একাউন্ট হোল্ডার এর সন্তানেরা এই ডিপিএস এর নমিনি হতে পারবেন। সন্তান ব্যাতিত অন্য কাওকে নমিনি করা হবে না।
- নমিনি ডিপিএস চলাকালীন সময়ে মৃত্যু বরন করলে উক্ত নমিনিকে বাতিল করা হবে। এই ক্ষেত্রে একাউন্ট হোল্ডার একজন নতুন নমিনি যুক্ত করবেন।
- একাউন্ট হোল্ডার ডিপিএস এর মেয়াদ উত্তির্ন হবার পূর্বে মৃত্য বরন করলে নমিনি উক্ত একাউন্ট আর চালিয়ে যেতে পারবে না এক্ষেত্রে একাউন্ট হোল্ডার এর মৃত্যুর আগে জমার পরিমান যাচাই বাছাই করে উক্ত নমিনিকে বুঝিয়ে দেওয়া হবে।
- একাউন্ট হোল্ডার এর মৃত্যুর সময় নমিনির বয়স যদি ১৮ বছরের নিচে হয় তাহলে ব্যাংক উক্ত নমিনির আইনত অভিভাবক এর নিকট জমাকৃত অর্থ বুঝিয়ে দেওয়া হবে।
নূন্যতম জমার পরিমানঃ
- চিল্ড্রেন এডুকেশন সেভিংস ডিপিএস এর জন্য মাসিক সর্বনিম্ন ৫০০৳ জমা করতে হবে। তবে গ্রাহক ১৫০০ থেকে ৫০ হাজার টাকা পযন্ত যেকোনো এমাউন্ট জমা করতে পারবেন।
- আপনি প্রতি মাসে কত টাকা জমা করতে চান তা ডিপিএস একাউন্ট খুলার সময়ই ঠিক করে দিতে হবে। এটা পরবর্তীতে আর পরিবর্তন করা যাবে না।
- চিল্ড্রেন এডুকেশন সেভিংস ডিপিএস একাউন্ট এর মেয়াদ সাধারণত ৩ বছর, ৫ বছর, ৮ বছর এবং ১০ বছর হয়ে থাকে। একাউন্ট খোলার সময়ই একাউন্ট এর মেয়াদ ঠিক করে নিতে হয়।
Dutch Bangla DPS একাউন্ট মেয়াদের পূর্বে বন্ধ করলেঃ
- একাউন্ট হোল্ডার লিখিত আবেদন এর মাধ্যমে তার ডিপিএস একাউন্ট যেকোনো সময় বন্ধ করতে পারবেন। তবে এক্ষেত্রে একাউন্ট হোল্ডারকে ১০০৳ একাউন্ট ক্লোজিং চার্জ দিতে হবে ব্যাংক কে।
- যদি একাউন্ট হোল্ডার ডিপিএস একাউন্ট খোলার ৬ মাসের মধ্যে একাউন্ট বন্ধ করেন তাহলে একাউন্ট হোল্ডার শুধু তার জমাকৃত অর্থই ফেরত পাবেন । জমাকৃত অর্থের সাথে কোন সুদ প্রদান করবে না ব্যাংক।
- একাউন্ট হোল্ডার যদি ৬ মাসের পরে এবং ১ বছরের পূর্বে ডিপিএস একাউন্ট বন্ধ করে তাহলে সে ব্যাংক কর্তৃক নিদ্ধারিত সুদ পাবেন উক্ত জমাকৃত অর্থের উপর।
- একাউন্ট হোল্ডার যদি একাউন্ট খোলার ১বছর পর ডিপিএস বন্ধ করে তাহলে তার জমানো অর্থের উপর পূর্ব নিদ্ধারিত সুদের হারের সাথে ফেরত দিবে।
- টানা ৩ মাস ডিপিএস এর কিস্তি পরিশোধ না করলে আপনার ডি পি এস বন্ধ করে দেওয়া হবে।
আবেদন ফরম
চিল্ড্রেন এডুকেশন সেভিংস স্কিম
[আপনার যদি আমাদের লেখা ভালো লাগে তাহলে আমাদের উৎসাহ দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আমারা এখানে প্রতি সপ্তাহে ডিপিএস, সেভিংস, ব্যাবসা, ক্যারিয়ার রিলেটেড পোস্ট এর আপডেট দিয়ে থাকি।]
মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম | Millionaire Deposit DPS
এবার আমরা আলোচনা করবো মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম বা Millionaire Deposit DPS সম্পর্কে বিস্তারিত। আমরা অনেকেই ডাচ্ বাংলা ব্যাংক এর মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম বা Millionaire Deposit DPS সম্পর্কে খুব একটা জানি না তো চলুন এবার জেনে নিই কিভাবে আপনি ডাচ্ বাংলা ব্যাংক এর মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম একাউন্ট খুলবেন ?
মিলিয়নিয়ার ডিপিএস একাউন্ট খোলার যোগ্যতাঃ
- মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম একাউন্ট শুধুমাত্র ১৮ বছর বা তার অধিক বয়সি ব্যাক্তি এই একাউন্ট খুলতে পারবেন।
- একজন ব্যাক্তি সর্বচ্চ ৩টি একাউন্ট খুলতে পারবে সকল ব্রান্স মিলে, তবে একটি ব্যান্সে সর্বোচ্চ ১টি একাউন্ট খুলতে পারবেন।
- অন্যান্য ডিপিএস একাউন্ট এর মতো এই ডিপিএস এর জন্য ও আপনাকে সেভিংস বা কারেন্ট একাউন্ট খুলতে হবে। এবং এই সেভিংস বা কারেন্ট একাউন্ট এর কোন চার্জ ব্যাংক কর্তৃক কাটা হবে না।
- মাসিক কিস্তি নিদিষ্ট তারিখের মধ্যে পরিশোধ করতে হবে অন্যথায় প্রতি মাসের বিলম্ন চার্জ হিসেবে ১০০৳ কেটে নেওয়া হবে।
মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম ডিপিএস এর নমিনি শর্তঃ
- অন্যান্য ডিপিএস এর মত এই ডিপিএস একাউন্ট এর জন্যও ১ জন নমিনি ।
- মনোনীত ব্যাক্তি একাউন্ট হোল্ডারধারীর জীবনদ্দশায় মারা গেলে মনোনিত নমিনী বাতিল বলে গণ্য হবে। এমতাবস্থায় দ্রুত একাউন্ট হোল্ডার কর্তৃক নতুন নমিনি নিদ্ধারন করতে হবে।
- একাউন্ট ধারীর মূত্য হলে নমিনী উক্ত একাউন্ট আর চালিয়ে যেতে পারবে না। এমতাবস্থায় নমিনিকে জমাকৃত অর্থ যাচাই-বাছাই করে ব্যাংক কর্তৃক বুঝিয়ে দেওয়া হবে।
মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম | Millionaire Deposit DPS এর মেয়াদঃ
- মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম | Millionaire Deposit DPS এর মেয়াদ সাধারণত ৩ থেকে ১০ বছর পযন্ত। একাউন্ট হোল্ডার ডিপিএস একাউন্ট খোলার সময়ই ডিপিএস এর মেয়াদ নিদ্ধারিত করে দিতে হবে।
- ডিপিএস এর মেয়াদ শেষে ব্যাংক কর্তৃক প্রতিশ্রুত দেওয়া সুদ মূল জমাকৃত অর্থের সাথে পরের মাসে ফেরত পাবেন।
ডিপিএস ক্লোজ করার নিয়মঃ
- অন্যান্য ডিপিএস একাউন্ট এর মতো মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম ডিপিএস একাউন্টও আপনি যেকোনো সময় লিখিত আবেদন এর মাধ্যমে আপনি ডিপিএস ক্লোজ করতে পারবেন তবে এক্ষেত্রে ১০০ টাকা একাউন্ট ক্লোজিং চার্জ হিসেবে ব্যাংক কেটে নিবে।
- ৬ মাস আগে একাউন্ট ক্লোজিং করলে আপনি কোন প্রকার সুদ পাবেন না। ৬ মাসের পর ৩ বছরের আগে ক্লোজিং করলে ব্যাংক কর্তৃক প্রচলিত সুদ আপনার জমাকৃত অর্থের সাথে ফেরত পাবেন।
- অন্য ডিপিএস এর মতই টানা ৩ মাস কিস্তি পরিশোধ না করলে আপনার ডিপিএস একাউন্ট সাময়িক বন্ধ হয়ে যাবে।
- ডিপিএস এর কিস্তি একটানা ৬ মাস না দিয়ে আপনার ডিপিএস ক্লোজ করে আপনার জমাকৃত অর্থ আপনার সেভিংস বা কারেন্ট একাউন্ট এ ট্রান্সফার করে দেওয়া হবে।
- বন্ধ একাউন্ট চালু করতে হলে আপনাকে ব্যাংক নিদ্ধারিত বিলম্ব ফি পরিশোধ করে পুনরায় ডিপিএস চালু করতে হবে।
আবেদন ফরম
মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম
অন্যান্য শর্ত সূমহঃ
- সরকারি নিয়ম অনুযায়ী আপনার উপর যদি কোন কর আরোপিত হয় তাহলে এই ডিপিএস একাউন্ট থেকে উক্ত কর সরকার কেটে নিবে।
আরো পড়ুনঃ
UCB Bank ডিপিএস সম্পর্কে বিস্তারিত
সোনালী ব্যাংক ডিপিএস সম্পর্কে বিস্তারিত