ডাচ্ বাংলা ব্যাংক বাংলাদেশের সবচেয়ে উদ্ভাবনী এবং প্রযুক্তিগতভাবে উন্নত একটি বেসরকারী বাণিজ্যিক ব্যাংক। ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) বাংলাদেশকে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ব্যাংকিং সেবা প্রদান করে।
ডাচ্ বাংলা ব্যাংক সম্পর্কে বিস্তারিত
ডাচ্ বাংলা ব্যাংক বাংলাদেশ ও নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক। সকল ব্যাংকগুলির মধ্যে, ডাচ্ বাংলা ব্যাংক বাংলাদেশের সামাজিক ক্ষেত্রে সবচেয়ে বড় দাতা। এই ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নেতৃত্ব প্রদান করে আসছে। ব্যাংকটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বেসরকারী ভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে বর্তমানে সারা দেশে প্রায় ৪,৭৭৪ টি এটিএম বুথ, প্রায় ৪,৫০০ টি এজেন্ট ব্যাংকিং অফিস এবং ১১০০ টি ফার্স্ট-ট্রাক রয়েছে। এবং সারা দেশে ব্যাংকটির ২১০ টি শাখা রয়েছে।
ডাচ্ বাংলা ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং
আপনার যদি ডাচ্ বাংলা ব্যাংকের একাউন্ট থাকে তাহলে আপনি ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধাও পাবেন। যদি আপনার একাউন্ট না থাকে তাহলে অবশ্যই একাউন্ট খুলে এই সুবিধা নিতে হবে। আপনার নিকটস্থ যে কোনো ডাচ্ বাংলার এজেন্ট ব্যাংক বা ব্যাংকের যেকোন শাখায় গিয়ে একাউন্ট করা যাবে। একাউন্ট খোলা হয়ে গেলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনি খুব সহজে আপনার একাউন্টের সকল কিছু ফোনের মাধ্যেমেই করতে পারবেন।
ইন্টারনেট ব্যাংকিং সুবিধাঃ
১. আপনার একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন,
২. টাকা লেনদেন করতে পারবেন,
৩. সকল সুদের হার জানতে পারবেন,
৪. বৈদেশিক মুদ্রার হার সম্পর্কিত তথ্য নিতে পারবেন,
৫. এছাড়াও পাসওয়ার্ড পরিবর্তনসহ একাউন্ট সম্পর্কিত সকল যাবতীয় কাজ ফোনের মাধ্যেমে করতে পারবেন।
ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং
এজেন্ট ব্যাংকিং হচ্ছে এমন এক পদ্ধতি যেখানে বায়ােমেট্রিক মেশিন ব্যবহার করে গ্রাহকের আঙুলের ছাপ সনাক্ত করে সকল লেনদেন এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয় ।
মূলত গ্রামীন মানুষদের মধ্যে ব্যাংকিং সুবিধা ছড়িয়ে দিতে ডিবিবিএল এজেন্ট ব্যাংকিং চালু করেছে। এজেন্ট ব্যাংকিং চালু করার ফলে গ্রামীণ মানুষ নানান রকম ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারছে।
এজেন্ট ব্যাংকিং এর সুবিধা
১. সঞ্চয় এবং চলতি হিসাব খোলা যায়।
২. স্কুল ব্যাংকিং হিসাব এবং জয়েন্ট একাউন্ট খােলা হয়।
৩. ইসলামিক শরীয়াহ একাউন্টে নগদ টাকা জমা ও উত্তোলন করা যায়।
৪. চেক বই প্রদান ডি.পি.এস ও এফ.ডি.আর সঞ্চয় একাউন্ট খােলা হয়। সেক্ষেত্রে কোনো বাৎসরিক চার্জ নেই।
৫. সহজ শর্তে ঋণ প্রদান করা হয়।
৬. খুব সহজে অন্য একাউন্টে টাকা হস্তান্তর বেতন ভাতা ও
বিল প্রদান করা যায়।
৭. বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল গ্রহণ করা হয়।
৮. এটিএম বুথ ও ফাস্ট ট্যাক থেকে এটিএম কার্ড এর মাধ্যমে টাকা জমা অথবা উত্তোলন করা যায় কোনো চার্জ ছাড়া।
৯. চার্জ বিহীন যে কোন শাখায় টাকা জমা ও উত্তোলন করা যায়।
১০. একাউন্ট এ নূন্যতম ১০ টাকা রেখে টাকা উত্তোলন সুবিধা দিয়ে থাকে।
১১. জমাকৃত টাকার উপরে মুনাফা লাভের সুবিধা আছে।
১২. সিটি কর্পোরেশনের ফি গ্রহণ এবং হােল্ডিং ট্যাক্স ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন করার সুবিধা পাবেন।
ডাচ্ বাংলা ব্যাংক সকল লোন ব্যাবস্থা
- পার্সোনাল লোন।
- হোম লোন।
- শিক্ষা লোন।
- ব্যবসা লোন।
- স্যালারি লোন।
- কার লোন।
ডাচ্ বাংলা ব্যাংক পার্সোনাল লোন
আপনি ডিবিবিএল ব্যাংক থেকে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল ঋণ নিতে পারবেন। পার্সোনাল লোনে সুদের হার ৮% পর্যন্ত হয়। তবে, অন্য ব্যাংক থেকে হস্তান্তর করলে সুদের হার ৭.৫ শতাংশ। ঋণ পরিশোধের জন্য ১২ মাস থেকে সর্বোচ্চ ৬০ মাস সময় দেওয়া হয়। ঋণ নিতে হলে ঋণ গ্রহীতার অবশ্যই বেতনভুক্ত চাকরীজীবি অথবা ব্যাবসায়ী হতে হবে। আয়ের একটি নির্দিষ্ট উৎস দেখিয়ে ঋণ গ্রহণ করতে পারবেন।
পার্সোনাল লোন নিতে প্রয়োজনীয় কাগপত্রঃ
১. অবশ্যই ব্যাংকে একাউন্ট থাকা লাগবে।
২. ব্যাংকের আবেদনপত্র।
৩. প্রাপ্ত বয়স্ক হতে হবে।
৪. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি।
৫. মাসিক আয়ের প্রমাণ।
৬. চাকরি করলে তাকে পে স্লিপ দেখানো লাগবে।
৭. ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স দেখানো লাগবে।
৮. যদি ঋণের পরিমাণ ৫,০০,০০০ টাকার বেশি হয় তাহলে ই টিন সার্টিফিকেট দেখানো লাগবে।
৯. গত ৬ মাসের ব্যাংক লেনদেনের পরিমাণ দেখানো লাগবে।
ডাচ্ বাংলা ব্যাংক হোম লোন
আপনি ডিবিবিএল ব্যাংক থেকে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত টাকা হোম লোন নিয়ে বাড়ি ক্রয় অথবা পুরাতন বাড়ি মেরামত করতে পারেন। এই ঋণের সুদের হার ৮% পর্যন্ত হয়। তবে, অন্য ব্যাংক থেকে হস্তান্তরের ক্ষেত্রে ৭.৫% হয়।
হোম লোন নিতে প্রয়োজনীয় কাগজপত্রঃ
১. অবশ্যই ব্যাংকে একাউন্ট থাকা লাগবে।
২. ব্যাংকের আবেদনপত্র।
৩. প্রাপ্ত বয়স্ক হতে হবে।
৪. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি।
৫. বাড়ি অথবা জমির মালিকানার দলিল।
৬. ঋণ গ্রহীতার মাসিক আয়ের বৈধ উৎসের প্রমাণ।
৭. গত ৬ মাসের ব্যাংক লেনদেনের পরিমাণ দেখানো লাগবে।
ডাচ্ বাংলা ব্যাংকের শিক্ষা লোন
উচ্চশিক্ষার জন্য ডাচ্ বাংলা ব্যাংক শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০,০০,০০০ টাকা পর্যন্ত শিক্ষা লোন দিয়ে সাহায্য করে থাকে। শিক্ষার্থীর পক্ষে অভিভাবকদের কাছে এই ঋণ অনুমোদন করা হয়। এই ঋণের সুদের হার ঋণের ৮% পর্যন্ত হয়।
শিক্ষা লোন নিতে প্রয়োজনীয় কাগজপত্রঃ
১. অবশ্যই ব্যাংকে একাউন্ট থাকা লাগবে।
২. ব্যাংকের আবেদনপত্র।
৩. যেহেতু শিক্ষার্থীর পক্ষে অভিভাবককে এই ঋণ দেওয়া হয় সেইজন্য অভিভাবকের আয়ের পরিমাণ এবং আয়ের উৎস দেখানো লাগবে।
৪. শিক্ষার্থীর এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি।
৫. শিক্ষার্থীর এসএসসি এবং এইচএসসি ভালো ফলাফল থাকতে হবে।
৬. গত ৬ মাসের ব্যাংক লেনদেনের পরিমাণ দেখানো লাগবে।
ডাচ্ বাংলা ব্যাংক ব্যাবসা লোন
আপনি যদি কোনো ব্যাবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ব্যাবসার প্রয়োজনে আপনি ডাচ্ বাংলা ব্যাংকের ব্যাবসা লোন নিতে পারেন। ডাচ্ বাংলা ব্যাংক ২৫,০০,০০০ টাকা পর্যন্ত ব্যাবসা লোন দিয়ে থাকে। এই ঋণের সুদের হার মোট ঋণের পরিমাণের ১১% থাকে ১৩% পর্যন্ত হয়।
ব্যাবসা লোনের প্রয়োজনীয় কাগজপত্রঃ
১. অবশ্যই একাউন্ট থাকা লাগবে।
২. আবেদনপত্র।
৩. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি।
৪. ব্যবসায়ের সকল বৈধ কাগজপত্র দেখাতে হবে।
৫. ব্যাবসার ট্রেড লাইসেন্সের ফটোকপি, টিন সার্টিফিকেটের ফটোকপি এবং ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
৬. অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আইনসম্মত নিবন্ধনকৃত চুক্তিপত্র।
৭. ব্যাবসা প্রতিষ্ঠানের বিগত বছরের লেনদেনের হিসাববিবরণী।
৮. ব্যবসার মাসিক এবং বার্ষিক হিসাবের বিবরণী।
৯. ব্যবসা প্রতিষ্ঠানের জমির দলিল অথবা ভাড়ার চুক্তিপত্রের ফটোকপি জমা দিতে হবে।
১০. গত ৬ মাস অথবা ১ বছরের ব্যাংক লেনদেনের ইতিহাস।
ডাচ্ বাংলা ব্যাংক স্যালারি লোন
কোনো ব্যাক্তি চাইলে মাসিক বেতনের উপর স্যালারি লোন নিতে পারবে। এই ঋণের পরিমাণ নির্ভর করে তার মাসিক বেতনের উপর। বেতনের উপর কোনো ব্যাক্তি সর্বোচ্চ ২০,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। এই ঋণের সুদের হার ৯% পর্যন্ত হয়। তবে কম সময়ে ঋণ পরিশোধ করতে পারলে সুদের হার কম হবে।
স্যালারি লোনের প্রয়োজনীয় কাগজপত্রঃ
১. অবশ্যই ব্যাংকে একাউন্ট থাকা লাগবে।
২. আবেদনপত্র।
৩. প্রাপ্ত বয়স্ক হতে হবে।
৪. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি।
৫. মাসিক আয়ের প্রমাণ।
৬. পে স্লিপ(বেতনের সাথে দেওয়া রশিদ) দেখানো লাগবে।
৭. গত ৬ মাসের ব্যাংক লেনদেনের পরিমাণ দেখানো লাগবে।
ডাচ্ বাংলা ব্যাংক কার লোনঃ
আপনি যদি ঋণ নিয়ে গাড়ি কিনতে চান সেক্ষেত্রে ডিবিবিএল ব্যাংকের কার লোন নিয়ে আপনার পছন্দের গাড়িটি কিনতে পারেন। ডিবিবিএল ব্যাংক ৪০,০০,০০০ টাকা পর্যন্ত কার লোন প্রদান করে। এই ঋণের সুদের হার ঋণের পরিমাণের ৮% পর্যন্ত হয়। এই ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ ৬০ মাস সময় দেওয়া হয়।
কার লোন নিতে প্রয়োজনীয় কাগজপত্রঃ
১. অবশ্যই ব্যাংকে একাউন্ট থাকা লাগবে।
২. ডাচ্ বাংলা ব্যাংকের আবেদনপত্র।
৩. প্রাপ্ত বয়স্ক হতে হবে।
৪. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি।
৫. মাসিক আয়ের প্রমাণ।
৬. চাকরি করলে তাকে পে স্লিপ দেখানো লাগবে।
৭. ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স দেখানো লাগবে।
৮. গত ৬ মাসের ব্যাংক লেনদেনের পরিমাণ দেখানো লাগবে।
ডাচ্ বাংলা ব্যাংকের সকল লোনের সুদের হারঃ
লোনের নাম | সুদের হার |
পার্সোনাল লোন | ৮.০০% |
হোম লোন | ৮.০০% |
শিক্ষা লোন | ৮.০০% |
ব্যবসা লোন | ১১.০০% – ১৩.০০% |
স্যালারি লোন | ৯.০০% |
কার লোন। | ৮.০০% |
ডাচ্ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ডঃ
অনলাইন ব্যাংকিং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সহজতম ব্যাংকিং সিস্টেম। আপনি আপনার একাউন্ট থেকে টাকা উত্তোলন করতে চান কিন্তু ব্যাংকে যেয়ে উত্তোলন করতে হবে বলে যেতে ইচ্ছে হচ্ছে না অথবা আপনার সাথে ক্যাশ টাকা নিয়ে বেরোনো পছন্দ নয়, সেক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ড ব্যাবহার করতে পারবেন। ক্রেডিট কার্ড থেকে যেকোনো সময় টাকা উত্তোলন করতে পারবেন।
আপনি (ডিবিবিএল) নিকটবর্তী যেকোনো শাখায় যেয়ে আপনার ক্রেডিট কার্ডটি নিতে পারবেন। ক্রেডিট কার্ডের সর্বনিম্ন সুদের হার প্রতি বছর ১৮% নির্ধারিত। অর্থাৎ প্রতি মাসে ১.৫% নির্ধারিত কোন ক্রয় অথবা টাকা উত্তোলনের জন্য। নতুন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কোনো ইস্যু ফি নেই। ক্রেডিট কার্ড ব্যাবহার করলে যেই রিওয়ার্ড পয়েন্ট একাউন্টে যুক্ত হয় তার মাধ্যমে বার্ষিক অথবা নবায়ন ফি ১০০% মওকুফ পাওয়া যায় ।
ডাচ্ বাংলা ব্যাংক (ডিবিবিএল) ক্রেডিট কার্ড পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবেঃ
১. সর্ব প্রথম আপনাকে অবশ্যই ব্যাংকে একাউন্ট খুলতে হবে,
২.জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,
৩. ইউটিলিটি বিলের ফটোকপি,
৪. সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি,
৫.আপনার মাসিক আয় কত এবং তার প্রমাণ।
My first account of “Dutch Bangla Bank” in my life.
It is good.