আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করবো (Dutch Bangla Bank Personal Loan) ডাচ বাংলা ব্যাংক পারসোনাল লোন নিয়ে। কিভাবে আপনি ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোনের জন্য আবেদন করবেন এবং আর কি কি কাগজপত্র প্রয়োজন হবে পার্সোনাল লোন নিতে হলে এই বিষয়ে আমরা অনেকেই জানিনা।
বেশিরভাগ মানুষ বিভিন্ন ভোগ্য পণ্য ক্রয় ,চিকিৎসা ,শিক্ষা, বিয়ে, ভ্রমণ ও বিভিন্ন উৎসবের খরচ মেটাতে সাধারণত ব্যক্তিগত লোন নিয়ে থাকে। এ ছাড়াও ঘর সাজানো সরঞ্জাম, অফিস সাজানোর সরঞ্জাম বা বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনেও অনেকে ব্যক্তিগত লোন নিয়ে থাকে।
যা যা থাকছে
ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন কারা পাবেন | who get Dutch Bangla Bank personal Loan
- কোন বেতনভুক্ত কর্মচারী।
- পেশাদার (ডাক্তার, প্রকৌশলী, স্থপতি, সিএ) ইত্যাদি পেশাই অন্তর্ভুক্ত যারা।
- বাড়িয়ালা বা দোকানের মালিক যেখান থেকে প্রতি মাসে নিয়মিত ভাড়া আদায় করা হয় ।
- এবং তিন বছরের অধিক সময় ধরে যারা ব্যবসা করছে এমন ব্যবসায়ী ।
আরো জানুন: ডাচ বাংলা ব্যাংক হোম লোন নিতে প্রয়োজনীয় ডকুমেন্ট ।
বেতনভুক্ত কর্মচারীদের জন্য ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোনের শর্ত সমূহ | Condition for dutch Bangla bank personal Loan
- পার্সোনাল লোন আবেদনের জন্য সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ 70 বছর বয়সে ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
- বেসরকারি সংস্থায় বেতনভোগী ব্যক্তিদের সর্বনিম্ন এক থেকে দুই বছরের চাকরি বয়স হলে, তবে তারা ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন।
- কন্টাকে চাকরি যুক্ত ব্যক্তিরাও পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবে।
- সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত সংস্থাগুলোয় সর্বনিম্ন ৬ মাস চাকরি করলে আপনি ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোন পাবেন।
- বেতনভোগী ব্যক্তিদের লোন আবেদন করতে হলে তাদের পে স্লিপ বা ইনক্রিমেন্টের স্লিপ এর কপি ব্যাংকে জমা দিতে হবে।
- অফিস আইডি কার্ডের ফটোকপি দিতে হবে।
ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন আবেদন করার জন্য নূন্যতম আয় কত প্রয়োজন | Dutch Bangla Bank personal Loan Required Earnings
- চাকুরীজীবী জন্য প্রতি মাসে ৩০ হাজার টাকা আয় হতে হবে।
- বাড়িওয়ালা বা দোকান মালিকেরও মাসিক ইনকাম ৩০ হাজার টাকা হতে হবে।
- আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার মাসিক ইনকাম ৫০০০০ টাকা হলে, আপনি পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোনের এর পরিমাণ চার্জ এবং অন্যান্য ফি সমূহ | Dutch Bangla Bank personal Loan charge & Interest
- ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোনের জন্য সর্বনিম্ন ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ ২০ লক্ষ টাকা লোন দিয়ে থাকে।
- এ লোন সমূহ সর্বনিম্ন ১২ মাস এবং সর্বোচ্চ ৬০ মাসের জন্য প্রদান করা হয়।
- পার্সোনাল লোনের প্রসেসিং ফি ০.৫ শতাংশ হয়ে থাকে।
- পার্সোনাল লোন আপনি চাইলে ইএমআই এর মাধ্যমে প্রতি মাসে মাসিক কিস্তিতে পরিশোধ করতে পারেন, অথবা বছরেও আপনি পরিশোধ করতে পারেন।
- পার্সোনাল লোন লোন আপনি চাইলে আপনার বাবা, মা, ভাই, বোন, আপনার ওয়াইফ কিংবা ছেলে, মেয়ের সাথে জয়েন্ট ভাবেও নিতে পারেন।
- নতুন লোনের জন্য আপনাকে ৮.৫০% মুনাফা প্রতিবছর দিতে হবে।
- এবং লোন রিনিউ করে নতুন ভাবে নিলে ৮. ০০ শতাংশ হারে মুনাফা দিতে হবে।
ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র | Dutch Bangla Bank personal Loan Documents
- পার্সোনাল লোন আবেদন পত্র।
- আপনার এন আই ডি বা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- আপনার রিসেন্ট তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি।
- বিগত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- আপনার ভিজিটিং কার্ড।
- আপনার বিদ্যুৎ বিলের কপি।
- আপনার টিম সার্টিফিকেট এর ফটোকপি।
- আপনার গ্রান্টার এর কালার ছবি ,ভোটার আইডি কার্ডের ফটোকপি, ভিজিটিং কার্ড এবং বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে।
- আপনি ব্যবসায়ী বলে আপনার ট্রেড লাইসেন্স এর ফটোকপি।
- আপনার ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নেওয়ার চুক্তিপত্র।
- আপনি বাড়িআলা হলে প্রতিমাসে ভাড়া পাওয়ার ব্যাংক স্টেটমেন্ট।
- এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।
আপনি যদি ডাচ-বাংলা ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান , তাহলে উপরোক্ত কাগজপত্র নিয়ে আপনার নিকটবর্তী ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজারের সাথে বিস্তারিতভাবে আলোচনা করুন।এতে আপনি পার্সোনাল লোন পাবেন কিনা এ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন ।
বি: দ্র:
বং ক্যারিয়ার কোনভাবেই লোনকে নেওয়া কে সমর্থন করে না। আমরা শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করি । আপনার যদি সামর্থ্য থাকে তাহলে লোন না নেওয়াই যুক্তিযুক্ত।
লোন মানুষকে আরো নিমজ্জিত করে। মহান আল্লাহতালা বলেছেন যে শুধু গ্রহণ করলো এবং যে সুদ দিল দুজনাই সমান অপরাধী এবং তারা দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্ট গুণাহগার হলো।
সুদ থেকে দূরে থাকুন । মহান আল্লাহতালা আপনার রিজিকের ব্যবস্থা করবেন, রিজিক আপনার নিজের হাতে নেই সুতরাং সুদ গ্রহণ করে নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন না।
আমি লোন নিতে ইচ্ছুক
আমি ৬ লক্ষ্য টাকা লোন নিতে চাই ব্যাবশা করবো আমি টি সি বির ডিলার চার তলা বিল্ডিং এর তিন তলায় আমার একটা ফেলাট আরো আয় আছে আমার মাসে মোট আয় ৫০০০০ হাজার টাকা
আমার একটা পারছোনাল লোন লাগবে তা কিভাবে লোনটা পেতে পারি
ব্যবসায়িক কাজে
হ্যা