ডাচ-বাংলা ব্যাংক হোম লোন কীভাবে পাবেন | Dutch Bangla Bank Home Loan process

আসসালামু আলাইকুম । আমরা অনেকেই ডাচ-বাংলা ব্যাংক হোম লোন (Dutch bangla bank home loan) নিতে চাই। কিন্তু কিভাবে ডাচ বাংলা ব্যাংক হোম লোন নিতে হবে? কত টাকা হোম লোন নিতে পারবেন এবং কি কি ডকুমেন্ট দেওয়া লাগবে হোম লোন নিতে হলে?  সে সব বিষয়ে আমরা অনেকেই জানিনা। আজকের কনটেন্ট আমরা হোম লোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

আপনি কি কি উদ্দেশ্যে ডাচ-বাংলা ব্যাংক থেকে হোম লোন নিতে পারবেন | what Purpose you take Dutch bangla bank Home loan

  • নতুন বা পুরাতন বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে।
  • বাড়ি এপার্টমেন্ট নতুনভাবে তৈরি করা কিংবা প্রসারিত করার কাজে নিতে পারবেন।

কারা ডাচ বাংলা ব্যাংক থেকে হোম লোন নিতে পারবেন | Who can Get Dutch bangla Bank Home loan

  • চাকুরীজীবী।
  • পেশাদার ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্থাপতি, কিংবা সিএ।
  • বাড়িয়ালা কিনবা বাড়ির মালিক।
  • সর্বনিম্ন ৩০ হাজার টাকা মাসিক আয়ের ব্যক্তি লোন নিতে পারবেন।

বাংলা ব্যাংক হোম লোন এর চার্জসমূহ এবং কত টাকা লোন নিতে পারবেন এ সম্পর্কে বিস্তারিত | Dutch Bangla Bank Home Loan Interest rate and schedule charge

  • ডাচ বাংলা ব্যাংক হোম লোন আপনি সর্বনিম্ন ২ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত নিতে পারবেন।
  • অথবা আপনার প্রপার্টির দামের সর্বোচ্চ 70% পর্যন্ত লোন নিতে পারবেন।
  • সর্বনিম্ন বারো মাস এবং সর্বোচ্চ 25 বছরের জন্য হোম লোন নিতে পারেন।
  • নেওয়ার জন্য আপনার বয়স ১৮ বছর থেকে70 বছর পর্যন্ত হতে হবে।
  • হোম লোনের জন্য আপনাকে সর্বনিম্ন ৮.৫০ শতাংশ মুনাফা দিতে হবে।
  • হোম লোন প্রসেসিং ফি ০.৩০ শতাংশ থেকে ০.৫ শতাংশ পর্যন্ত।
See also  ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত সুবিধা ও অসুবিধা সমূহ | Credit Card In BD

ডাচ বাংলা ব্যাংক হোম লোন নিতে প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ | Important Documents for Dutch Bangla bank Home Loan

  • আইডি বা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • বিদ্যুৎ বিলের ফটোকপি।
  • সদ্যতোলা রঙিন চার কপি ছবি ।
  • অফিস আইডি কিংবা বিজনেস কার্ড।
  • পে স্লিপ সেলারি সার্টিফিকেট।
  • দোকানের ভাড়া কিংবা লিজ নেওয়ার এগ্রিমেন্ট পেপার।
  • টিন সার্টিফিকেটের ফটোকপি।
  • সর্বনিম্ন ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট বা ইনকাম স্টেটমেন্ট।

Dutch Bangla Bank Home Loan নিতে জমির ডকুমেন্ট বা কাগজ 

  • ত্রয়কৃত জমি বা বাড়ি করার জমির মিতিসনের কাগজপত্র এবং সর্বশেষ পোচার ফটোকপি।
  • মৌজা ম্যাপ এর ফটোকপি।
  • জমির মালিকের নাম বয়স যোগ্যতা এবং পেশার বিবরণ দিয়ে একটি চেয়ারম্যান সার্টিফিকেট।
  • জমির ট্যাক্সের রশিদ।
  • জমি বন্ধক রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনাপত্তি সনদ।
  • বিল্ডিং এর লেআউট প্লান যথাযথ কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত যেমন রাজউক ,সিডিএ, চেয়ারম্যান পৌরসভা, টিএনও, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ।
  • উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক বিল্ডিং এর অনুমোদিত লে আউট প্লানের ফরওয়ার্ডিং চিঠি।
  • জমির মালিক বা ডেভলপার এবং ক্রয় কারীর মধ্যে চুক্তির একটি অনুলিপি কপি।

যদি ডাচ বাংলা ব্যাংক থেকে হোম লোন নিতে চান ,তাহলে আপনার নিকটস্থ ডাচ-বাংলা ব্যাংকের ব্রাঞ্চ এ গিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের সাথে আপনার উপযুক্ত ডকুমেন্ট সমূহ দেখান।  এবং তার নিকট থেকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জেনে নিন।

বং কেরিয়ার কখনোই লোন নেওয়াকে সমর্থন করে না । আমরা কেবল আপনাকে লোন সম্পর্কিত ইনফরমেশন দিয়ে থাকি।

আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে লোন নেওয়া থেকে বিরত থাকুন । কেননা মহান আল্লাহ তা’আলা বলেছেন রিজিকের মালিক আমি নিজে সুতরাং আপনি রিজিকের জন্য সুদকে কখনো গ্রহণ করেন না। এতে আপনার ইহকাল এবং পরকাল নষ্ট হয়ে যাবে।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *