আসসালামু আলাইকুম। City Bank Credit Card আপনারা অনেকেই জানতে চেয়েছেন সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড সর্ম্পকে। আজ আমরা জানাবো City Bank credit card Process, City Bank Credit card Offer, City bank Credit card ability সম্পর্কে।
সব ব্যাংকের মত সিটি ব্যাংকের ও কয়েকটি ক্রেডিট কার্ড রয়েছে। বর্তমানে সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড খুবই জনপ্রিয় বিভিন্ন অফার এবং ফ্রি এক্সেস এর জন্য। বর্তমানে সিটি ব্যাংকের মোট ১৪ টি ডেবিট এবং ক্রেডিট কার্ড রয়েছে। এর মধ্যে ডেবিট কার্ড আছে ৮ টি এবং ক্রেডিট কার্ড রয়েছে ৬ টি।
যা যা থাকছে
City Bank এর Credit card সমূহ হলো
- American Express Platinum Credit Card.
- American Express Gold Credit Card.
- American Express Green Blue Credit Card.
- Agora American Express Cards.
- University of Dhaka American Express Credit Card.
- The Biman Bangladesh American Express Credit card.
City Bank Credit card এর জন্য প্রয়োজনীয় কাগজপাতি
ক্রেডিট কার্ড করার পূর্বে বেশিরভাগ মানুষের একটিই প্রশ্ন থাকে, সেটা হলো Credit Card করতে কি কাগজ পাতি করা লাগবে বা কত টাকা বেতন হতে হবে। তো চলুন জেনে নিই ক্রেডিট কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপাতি।
আমাদের আজকের অনুচ্ছেদটি আপনাদের কেমন লাগলো?
জানাতে ভুলবেন না কিন্তু!
চাকুরীজীবিদের জন্য প্রয়োজনীয় কাগজপাতিঃ
- আপনার সর্বশেষ সেলারি সার্টিফিকেট বা সর্বশেষ ৩ মাসের পে স্লিপ।
- ই-টিন সার্টিফিকেট কপি।
- পার্সপোর্ট এর ফটোকপি।
- অফিস আইডি কার্ড কপি।
- সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- বিজনেস কার্ড।
- ২ কপি ল্যাব প্রিন্ট ছবি।
- ন্যাশনাল আইডি কার্ড এর কপি।
আরো জানুনঃ Brac Bank Credit Card সম্পর্কে বিস্তারিত
ব্যাবসায়ীদের জন্য প্রয়োজনীয় কাগজপাতিঃ
- ট্রেড লাইসেন্স এবং যদি পার্টনারশিপ ব্যবসা হয় তাহলে পার্টনারশিপ চুক্তি নামার কপি।
- ই-টিন সার্টিফিকেট।
- ভ্যালিড পার্সপোর্ট।
- সর্বশেষ ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- বিজনেস কার্ড।
- ল্যাবপ্রিন্ট ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
উপরুক্ত কাগজপাতি অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। অন্যথায় ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ডের ফরম দিবে না।
American Express Platinum Credit Card, American Express Gold Credit Card, American Express GreenBlue Credit card, Agora American Express card,University of Dhaka American Express Credit Card, Biman Bangladesh American Express Credit Card এর অফার সূমহঃ
City Bank Credit Card Welcome offer
- American Express Platinum Credit Card এর ওয়েলকাম অফার হিসাবে আপনি পাবেন ২৫০০০ বোনাস রিওয়ার্ড পয়েন্ট।
- ১৫০০০ টাকার হেলথ চেকআপ পয়েন্ট। আল্লাহ না করুন আপনি বা আপনার পরিবারের কেও অসুস্থ হলে, আপনি যদি তাকে স্কয়ার হসপিটালে চিকিৎসা প্রদান করেন। তাহলে ব্যাংক থেকে প্রাপ্ত কোড উক্ত হসপিটালে সো করলে মোট বিলের উপর থেকে ১৫০০০ টাকা কমিয়ে নেওয়া হবে।
- Complement Lounge priority pass পাবেন ৬টা ১ বছরের জন্য।
- 15000 টাকা ছাড় পাবেন saimon Overseas ল্টড বিমান টিকিটে। শুধুমাত্র বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কার্ড হোল্ডার এর টিকিটের জন্য।
- Unimart এ শপিং এর ক্ষেত্রে ১৫০০০ টাকার ক্যাশব্যাক অফার (শত্য)
- The place Luxury Resort এ কম্পিমেন্টরি ১ নাইট স্টে অফার।
- Welcome Offer হিসেবে ২০০০ আগোরা পয়েন্ট পাবেন Agora American Express Card হোল্ডারগন। যা দিয়ে দেশের যেকোনো আগোরার আউটলেট থেকে কেনাকাটা করতে পারবেন। এই ভাউচার এর মেয়াদ ২ মাস।
- University of Dhaka American Express Credit Card এর ওয়েলকাম অফার হিসাবে আপনি ১৫-২০% ডিসকাউন্ট পাবেন, ব্যাংক কর্তৃক নিদ্ধারিত আউটলেট সূমহে। এর মেয়াদ থাকবে কার্ড হাতে পাবার থেকে ২ মাস পযন্ত।
- The Biman Bangladesh American Express Credit card হোল্ডারগন রয়েল টিউলিপ, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, কক্সবাজারের হোটেল সূমহের ২ রাতের বুকিং এ ১ রাত ফ্রি থাকতে পারবেন।
City Bank Credit Card Travel Offer
- বিশ্বব্যাপি ১৩০০ এর অধিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পাবেন Complementary Free Lounge এক্সেস।
- সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস® প্লাটিনাম ক্রেডিট কার্ড হোল্ডারা লাউঞ্জে নিজে সহ ২ জন প্রাপ্তবয়স্ক বা শিশুদের ফ্রি এক্সেস পাবেন।
- এছাড়াও বিদেশ ভ্রমণে জরুরী চিকিৎসা সুবিধা।
- বাংলাদেশ বিমানের টিকিটে ২০% পযন্ত ক্যাশব্যাক। (শর্তসাপেক্ষে)
- ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটের জন্য বিজনেস এবং ইকোনমি ক্লাস টিকেটের বেস ভাড়ার উপর 10% শতাংশ ক্যাশব্যাক পাবেন। (শর্তসাপেক্ষে)
- Novoair এর আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ উভয় রুটে ১০% ক্যাশব্যাক পাবেন। ক্যাশব্যাক পেতে VQAMEX22Q2 কোডটি ব্যবহার করুন।
Lifestyle Benefit of American Express Credit Card
নিম্নোক্ত হোটেল এবং রেস্টুরেন্টে আপনি Buy 1 Get 1 Offer পাবেন (শর্তসাপেক্ষে)
আমাদের আজকের অনুচ্ছেদটি আপনাদের কেমন লাগলো?
জানাতে ভুলবেন না কিন্তু!
Membership Rewards Program
- পস ট্রানজেকশন বা ই-কমার্স কেনাকাটায় প্রতি ৫০ টাকা খরচে ২ পয়েন্ট পাবেন।
- সুপারমার্কেট এ প্রতি শুক্রবার এবং শনিবার কেনাকাটা করলে প্রতি ৫০ টাকা কেনাকাটায় ১০ MR পয়েন্ট পাবেন কার্ড হোল্ডারগন।
- প্রতি ২০০০০০ টাকা খরচে Agora American Express Card হোল্ডারগন পাবেন ১০০০ টাকার গিফট ভাউচার বা ক্যাশব্যাক।
- এছাড়াও ২০০০ টাকার একটি আকর্ষণীয় গিফট ভাউচার পাবেন ২০০০০০ টাকা খরচের উপর।
- তাছাড়াও Agora আউটলেট থেকে প্রতি ১০০ টাকা কেনাকাটায় ১০ টি আপনজন পয়েন্ট পাবেন।
এই পয়েন্ট সূমহ দিয়ে আপনি কার্ড সম্পকৃত বিভিন্ন ফি বা বকেয়া পরিশোধ করতে পারবেন। এছাড়াও কেনাকাটার জন্য ব্যাংক কর্তৃক নিদ্ধারিত আউটলেটের ক্যাশ ভাউচার পাবেন।
Insurance Benefit:
ডাবল বেনিফিট ইন্সুইরেন্স এ আপনার বকেয়া বিল সঠিক সময়ে পরিশোধ করলে আপনার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য ব্যাংক আপনাকে সর্বোচ্চ ২,০০০,০০০ টাকা পরিশোধ করবে আপনার মনোনীত ব্যাক্তির নিকট।এক্ষেত্রে আপনি মাসিক বকেয়ার উপর অতিরিক্ত ০.৪০% প্রিমিয়ার চার্জ করা হবে। ( শর্তসাপেক্ষে)
এছাড়াও একজন কার্ড হোল্ডার যদি দূঘটনাজনিত মৃত্যু হয় তাহলে সে বিনামূল্যে দূর্ঘটনা বিমা পেয়ে থাকবেন। এক্ষেত্রে কার্ড হোল্ডার কর্তৃক মনোনীত ব্যাক্তি সর্বোচ্চ ৫০০০০০ টাকা পাবেন।
তাছাড়া ক্রিটিকাল রোগের ক্ষেত্রে কার্ড হোল্ডার গন সর্বোচ্চ ৩০০০০০ টাকা পযন্ত বিমা পাবেন নিম্নোক্ত রোগসূমহের জন্য
Others Benefit:
- ফ্লেক্সি লোন নিতে পারবেন।
- কার্ড ভেদে ০% ইন্টারেস্ট এ ফ্লেক্সিবাই প্রোগ্রাম এর যেকোনো পন্য কেনাকাটা করতে পারবেন। ৩ থেকে ৩৬ মাস পযন্ত সহজ কিস্তিতে পরিশোধ করতে হবে।
- কার্ডের বিপরীতে চেক পাবেন।
- ব্যালেন্স ট্রান্সফার এর সুবিধা পাবেন।
- ইকুয়াল মান্থলি ইনিসটলমেন্ট পাবেন।
- ইজি পে পাবেন।
- আমেরিকান এক্সপ্রেস সার্ভিস সেন্টারের ২৪ ঘণ্টার কাস্টমার সার্ভিস পাবেন।
- ই-ইস্টেটমেন্ট জেনারেট করতে পারবেন।
- কার্ড রিপ্লেস এর সুবিধাতো থাকছেই।
City Bank Credit Card এর Update Offer এর restaurant, resort and hotel List
See hereআমাদের আজকের অনুচ্ছেদটি আপনাদের কেমন লাগলো?
জানাতে ভুলবেন না কিন্তু!