ব্র্যাক ব্যাংক এসএমই লোন | Brac Bank SME Loan

Brac Bank SME Loan হচ্ছে ক্ষুদ্র অথবা মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য প্রদপ্ত লোন সূমহ। অর্থাৎ এসএমই হচ্চে ক্ষুদ্র এবং মাঝারি ব্যাবসা, যার কর্মী সংখ্যা নির্দিষ্ট সীমার নিচে। আপনি আপনার ক্ষুদ্র অথবা মাঝারি ব্যাবসার জন্য ঋণ নিতে চান তবে আপনি ব্র্যাক ব্যাংকের এসএমই লোন নিতে পারেন।

ব্র্যাক ব্যাংক ৪,০০,০০০ টাকা থেকে ৫০,০০,০০০ টাকা পর্যন্ত এসএমই লোন দিয়ে থাকে। ব্র্যাক ব্যাংক জামানতবিহীন ২৫,০০,০০০ টাকা পর্যন্ত এসএমই লোন প্রদান করে। তবে ২৫,০০,০০০ টাকার বেশি এসএমই লোন নিতে চাইলে জামানতের প্রয়োজন হবে। ঋণ ভেদে সুদের হার ৯% থেকে ১৮% পর্যন্ত হয়। প্রসেসিং ফি ১%

আরো জানুনঃ Midland Bank Credit Card Attractive Offer & Charge সম্পর্কে বিস্তারিত

এসএমই লোন নেওয়ার যোগ্যতা । Brac Bank SME Loan Requirement

  1. লোনের জন্য আবেদনকারী ব্যাক্তির অবশ্যই প্রাপ্ত বয়স্ক হওয়া আবশ্যক।
  2. ঋণ নিতে ইচ্ছুক ব্যাক্তির ব্যবসার বৈধ এবং হাল নাগাদ ট্রেড লাইসেন্স থাকা লাগবে। এবং সর্বনিম্ন ৩ বছর বা এর বেশি সময় ধরে ব্যাক্তির ব্যবসা পরিচালনা করা হয়েছে এমন রেকর্ড থাকতে হবে।
  3.  লোন নিতে হলে আপনার ব্যাবসার পর্যাপ্ত নগদ প্রবাহ এবং মুনাফা উৎপাদন নিশ্চিত করতে হবে। যার দ্বারা আপনি সময়মতো ঋণ পরিশোধ করতে পারবেন। 
  4. আপনার নিজস্ব মালিকানাধীন জমি/সম্পত্তি/ভবন থাকতে হবে।

এসএমই লোনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র | Brac Bank SME Loan Paperwork

  1. ঋণ নেওয়ার জন্য ব্র্যাক ব্যাংকের নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
  2. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  3. আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি।
  4. আবেদনকারী তার ব্যবসায়ের সকল বৈধ কাগজপত্র দেখাতে হবে।
  5. ব্যাবসার ট্রেড লাইসেন্সের ফটোকপি, টিন সার্টিফিকেটের ফটোকপি এবং ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
  6. অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আইনসম্মত নিবন্ধনকৃত চুক্তিপত্র।
  7. ব্যাবসা প্রতিষ্ঠানের বিগত বছরের লেনদেনের হিসাববিবরণী।
  8. ব্যবসার মাসিক এবং বার্ষিক হিসাবের বিবরণী।
  9. ব্যবসা প্রতিষ্ঠানের জমির দলিল অথবা ভাড়ার চুক্তিপত্রের ফটোকপি জমা দিতে হবে।
See also  কিভাবে পার্সোনাল বিকাশ একাউন্ট খুলবেন ? । Personal Bkash Account
Source: Bikash Tips Bangla

উল্লেখ্য, জামানত প্রসঙ্গে ঋণ নিতে হলে প্রয়োজন হয় দুইজন গ্যারান্টারের। যদি কোনো কারণে ঋণগ্রহীতা সময়সীমার মধ্যে ঋণ পরিশোধে ব্যর্থ হয় তবে সেই ব্যাক্তি ঋণের দায় নিতে বাধ্য থাকবেন।

FAQ

Brac Bank SME Loan কত টাকা পযন্ত পাওয়া যায় ?

ব্র্যাক ব্যাংক সর্বচ্চ ৫০,০০,০০০ টাকা পর্যন্ত এসএমই লোন দিয়ে থাকে ।

SME Loan এর জন্য কী ট্রেড লাইসেন্স লাগবে ?

জী কমপক্ষে ৩ বছর নবায়নকৃত ট্রেড লাইসেন্স লাগবে ।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *