ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন । Brac Bank Personal Loan

যারা দ্রুত এবং সহজে টাকা পাওয়ার উপায় খুঁজছেন তাদের জন্য ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোন একটি কার্যকরি উপায় হতে পারে । এ ঋণের আবেদন প্রক্রিয়া খুব সহজ, এবং এই লোন খুব দ্রুত অনুমোদন পেয়ে থেকে। এছাড়াও বিভিন্ন ধরনের ঋণ প্রকল্ক রয়েয়ে ব্র্যাক ব্যাংকের, তাই আপনি আপনার প্রয়োজন অনুসারে উপযুক্ত একটি লোন বেছে নিতে পারেন।

ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন
Source: Brac Bank

ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন | brac bank personal loan

আপনি যদি ব্যাক্তিগত কোনো কাজ সম্পন্ন করার জন্য  লোন নিতে চান সেক্ষেত্রে আপনি ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোন নিতে পারেন।

আরো জানুনঃ 2022 সালে স্টুডেন্ট লোন কীভাবে নিবেন ?

ব্র্যাক ব্যাংক সর্বনিম্ন ১,০০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২০,০০,০০০ টাকা পর্যন্ত পার্সোনাল লোন দিয়ে থাকে। পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রে কোনো রকম জামানতের প্রয়োজন পরে না। এই ঋণ পরিশোধের সময় সীমা সর্বনিম্ন ১২ মাস থেকে ৬০ মাস পর্যন্ত হয়। এই ঋণের সুদের হার ৯% হয়। এবং লোন নেওয়ার ক্ষেত্রে ২% প্রসেসিং ফি (প্রতি অনলাইন লেনদেনের সময়ের চার্জ) প্রযোজ্য।

ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার যোগ্যতাঃ

পার্সোনাল লোন নিতে হলে আপনার অবশ্যই কিছু যোগ্যতা থাকতে হবে। যেমন:

১. পার্সোনাল লোন নিতে চাওয়া ব্যাক্তির প্রাপ্তবয়স্ক হওয়া আবশ্যক।সেক্ষেত্রে ব্যাক্তির বয়স ২৫ বছর থেকে ৬৫ বছর হতে হবে।

২. ঋণ নিতে ইচ্ছুক ব্যাক্তির মাসিক আয় অবশ্যই ২৫ হাজার টাকা বা তার বেশি হতে হবে।

See also  Exploring Remote Work Options in Healthcare

৩. ব্যবসায়ী কোনো ব্যাক্তি ব্র্যাক ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চাইলে তাকে অবশ্যই যে কোনো ব্যাবসায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. চাকুরীজীবী কোনো ব্যাক্তি ব্র্যাক ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চাইলে সেই ব্যাক্তির চাকরির অভিজ্ঞতা অবশ্যই সর্বনিম্ন ১ বছর হতে হবে।

ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নিতে প্রয়োজনীয় কাগজপত্রঃ

১. ঋণ নেওয়ার জন্য ব্র্যাক ব্যাংকের নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

২. লোন গ্রহীতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

আরো জানুনঃ হোম লোন কীভাবে নিবেন ?

৩. লোন গ্রহীতার সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি।

৪. ইউটিলিটি বিল (গ্যাস বিল/পানি বিল/কারেন্ট বিল) এর কাগজের ফটোকপি।

৫. সেই ব্যাক্তির গত ছয় মাসের ব্যাংকের লেনদেন।

৬. লোন গ্রহীতার সর্বশেষ কর সনদ।

৭. কোনো ব্যবসায়ী ব্যাক্তি যদি অংশীদারি ব্যাবসায়ী হয় সেক্ষেত্রে লোন নিতে হলে নিবন্ধিত চুক্তিপত্র দেখাতে হবে।

৮. এবং লোন নিতে ইচ্ছুক ব্যাক্তির সর্বশেষ ৫ বছরের ট্রেড লাইসেন্স দেখানো প্রয়োজন হয়।

FAQ

Q: ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন সর্বচ্চ কত বছর এর জন্য নেওয়া যায় ?

Ans:ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন সর্বনিম্ন ১২ মাস থেকে ৬০ মাস পর্যন্ত হয়।

Q: ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন সর্বচ্চ কত টাকা দিয়ে থাকে ?

Ans: ব্র্যাক ব্যাংক সর্বনিম্ন ১,০০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২০,০০,০০০ টাকা পর্যন্ত পার্সোনাল লোন দিয়ে থাকে

Q: ১ লক্ষ টাকা ১ বছরের জন্য নিলে মাসিক কত টাকা কিস্তি দিয়ে হয় পার্সোনাল লোনে ?

Ans: ১ লক্ষ টাকা ১ বছরের জন্য নিলে মাসিক ৮৭৪৫টাকা পরিশোধ করতে হয় ।

6 Comments

  1. পলক দাসsays:

    আমি ব্র্যাক এন.জি.ও তে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে কাজ করি। স্যালারি ২৫০০০+ আমি কি ব্র্যাক ব্যাংক হতে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবো???

  2. পলক দাসsays:

    আমি ব্র্যাক এন.জি.ও তে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে কাজ করি। বেতন ২৫০০০+। আমি ব্র্যাক ব্যাংক হতে পার্সোনাল লোন নিতে পারবো??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *