আসসালামু আলাইকুম।আজ আমরা আলোচনা করব(Brac Bank Minor Account) ব্র্যাক ব্যাংক মাইনর একাউন্ট নিয়ে । আজকের এই কনটেন্টে আপনি জানতে পারবেন কিভাবে ব্র্যাক ব্যাংকে মাইনোর অ্যাকাউন্ট খুলবেন , মাইনোর একাউন্টের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট এবং মাইনোর একাউন্ট এর প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সমূহ ও মাইনোর একাউন্টের চার্জ সমূহ ।
বর্তমানে ব্র্যাক ব্যাংক স্টুডেন্টদের জন্য মাইনর একাউন্ট সুবিধা চালু করেছে। একাউন্ট এর মাধ্যমে বাচ্চারা তাদের সেভিং হ্যাবিট গড়ে তুলতে পারবে।
যা যা থাকছে
মাইনর ফিউচার স্টার অ্যাকাউন্ট (Brac Bank Minor account future Star)
ফিউচার অ্যাকাউন্ট (brac bank minor Future star account) হল একটি আকর্ষণীয় সঞ্চয় স্কিম যা আপনার সন্তানদের জন্য একটি ভাল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে । এই অ্যাকাউন্ট 18 বছরের কম বয়সী যে কোন ছাত্র-ছাত্রী খুলতে পারবে, তবে এই একাউন্টটি পরিচালিত হবে তাদের অভিভাবক দ্বারা। নিচে এই একাউন্টে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হলো-
ফিউচার স্টার একাউন্ট এর ফিচার সমূহ (Brac bank Minor Future Star Account Features)
- ১৮ বছর কম বয়সে যে কোন বাংলাদেশি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- মাত্র ১০০ টাকা দিয়ে একাউন্ট খুলতে পারবেন।
- এই অ্যাকাউন্ট এর মেনটেন্যান্স একেবারে শূন্য টাকা।
- যেকোনো পরিমাণ টাকার উপরে মুনাফা পাবেন এই অ্যাকাউন্ট হোল্ডার।
- মান্থলি ইন্টারেস্ট লাভের সুবিধা থাকছে।
- দেশে যে কোন শাখায় এবং এটিএম বুথে অন্যান্য একাউন্টের মত সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
- ট্রানজেকশন এলার্ট সুবিধা অভিভাবকের মোবাইল ফোনে।
- আস্থা ব্যাংকিং অ্যাপের মাধ্যমে যেকোন ধরনের ব্যাংকিং রিকুয়েস্ট রাখতে পারবেন ।
- একাউন্টের ২০ হাজার বেশি টাকা জমা থাকলে উক্ত টাকার জন্য আপনি বিমা সুবিধা ভোগ করতে পারবেন।
- ফিউচার অ্যাকাউন্ট হোল্ডারদের পিতা-মাতা বা অভিভাবক মারা গেলে উক্ত ফিউচার একাউন্ট হোল্ডার পিতামাতার মৃত্যুর পর ৬০ মাস ৫০০০ টাকা করে দেওয়া হবে।
- ফিউচার স্টার একাউন্ট হোল্ডার শিশুটি অসুস্থ হলে উক্ত শিশুকে সর্বোচ্চ 15 হাজার টাকা পর্যন্ত দুর্ঘটনা জনিত চিকিৎসা বাবদ খরচ দেওয়া হবে।
- ফিউচার অ্যাকাউন্ট হোল্ডারের অভিভাবক যদি স্থায়ী কর্ম অক্ষমতা হয়ে পড়ে , তাহলে উক্ত অ্যাকাউন্ট হোল্ডারকে প্রতি মাসে 5000 টাকা করে ৬০ মাস পর্যন্ত টিউশন ফি প্রদান করা হবে।
ফিউচার একাউন্ট খুলতে প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ (Important document for Brac bank minor Account )
- যার নামে একাউন্ট খুলবেন তার জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি।
- স্কুলের আইডি কার্ডের ফটোকপি।
- পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- নমিনির ভোটার আইডি কার্ড ফটোকপি।
- অ্যাকাউন্ট হোল্ডারের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
- অভিভাবকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
- নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি
আপনি উপরোক্ত কাগজপত্রসহ ব্র্যাক ব্যাংকের যেকোন শাখায় গিয়ে মাইনর একাউন্ট খুলতে পারবেন। ব্যাংকে গিয়ে প্রথমেই ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলবেন। ব্যাংক ম্যানেজারের সাথে এই একাউন্টের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা করে নিবেন ।