আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করবো Brac Bank Credit Card নিয়ে। Brac Bank বেশ কিছু ক্রেডিট কার্ড কাস্টমারকে দিয়ে থাকে।
বর্তমানে Brac Bank এর ৬ টি ক্রেডিট কার্ড সেবা রয়েছে। এগুলো হলোঃ
- Brac Bank Infinite Credit Card.
- Brac Bank Millennial Mastercard Titanium.
- Brac Bank Signature Credit Card.
- Brac Bank Platinum Credit Card.
- Brac Bank Classic Credit Card.
- Brac Bank Gold Credit Card.
এবার চলুন জেনে নিই Brac Bank এর Credit কার্ড নিতে কি কি ডকুমেন্টস লাগবে এবং Brac Bank Credit Card এর গর্ত সূমহঃ
যা যা থাকছে
বাধ্যতামূলক প্রয়োজনীয় কাগজ পাতিঃ
- আপনার সাক্ষরিত Credit Card এর আবেদন পত্র।
- আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- ই-টিন সার্টিফিকেট।
- আপনার সাক্ষরিত পার্সপোর্ট সাইজের ছবি ২কপি।
- নমিনির পাসপোর্ট সাইজের ছবি।
- ব্যাংক স্টেটমেন্ট ( যদি প্রয়োজন হয়)
- আবেদন কারীর পার্সপোর্ট এর ফটোকপি। ( যদি ডুয়েল কারেন্সি করেন তাহলে)
আরো জানুনঃ juice shop business idea in bangla
সেলারির উপর Brac Bank Credit Card নিলে প্রয়োজনীয় কাগজপাতি।
- আপনার লেটেস্ট সেলারি সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট এ আপনি যেখানে জব করেন সেখানকার ফাইনান্স বা এইচ আর কর্তৃক সত্যায়িত করা লাগবে উক্ত কর্মকর্তার সিল সহ।
- এছাড়াও গত ৩ মাসের সেলারি একাউন্টের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। নতুন চাকুরী হলে মিনিমাম ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে।
ব্যবসায়দের Brac Bank Credit Card জন্য প্রয়োজনীয় কাগজপাতিঃ
- গত ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে।
- তিন বছরের আপডেট ট্রেড লাইসেন্স কপি লাগবে।
- ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়ার চুক্তিনামার ফটোকপি লাগবে।
- ই-টিন সার্টিফিকেট লাগবে।
বাড়ির মালিকের Brac Bank Credit Card জন্য প্রয়োজনীয় কাগজপাতিঃ
- পার্সোনাল একাউন্টের ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- বাড়ি ভাড়ার চুক্তি নামার ফটোকপি।
- বাড়ির ট্যাক্স রশিদ এর ফটোকপি।
- পৌরসভার মধ্যে হলে আপনার পানির বিল বা বিদ্যুৎ বিলের কপি
ডাক্তারের বা ইঞ্জিনিয়ার Brac Bank Credit Card এর জন্য প্রয়োজনীয় কাগজপাতিঃ
- আপনার পার্সোনাল একাউন্টের ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- আপনি ডাক্তার হলে BMDC এর কপি।
- আপনি যদি আইনজীবী, ইঞ্জিনিয়ার বা কন্সাল্টেন্স হন তাহলে উপযুক্ত কতৃপক্ষের নিকট থেকে অনুশীলন এর অনুমতির প্রশংসাপত্র প্রয়োজন হবে।
এবার জানবো কোন Credit card এ কি সুযোগ সুবিধা পাবেন?
ব্রাক ব্যাংক তাদের ক্রেডিট কার্ড হোল্ডার দের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। যেমনঃ কেনাকাটা তে ক্যাশব্যাক অফার, Buy 1 Get 1 অফার, ফ্রি বুফে খাবার অফার, ফ্রি প্রিমিয়াম লাওঙজ এর সুবিধা ছাড়াও অনেক কিছু।
Brac Bank Infinite Credit Card ফিচার সূমহঃ
Infinite Credit Card এ বেশ কিছু আর্কষণ অফার রয়েছে যেমন welcome offer, Spend offer, Travel Benefit, Insurance benefit, Hotel and lifestyles benefit etc.
Brac Bank Infinite Credit Card Welcome offer
- welcome offer হিসেবে আপনার একাউন্ট এক্টিভেট হবার সাথে সাথে আপনি ৫০০০ বোনাস পয়েন্ট পেয়ে যাবেন। যা ব্যবহার করে পরবর্তীতে বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন।
- একাউন্ট এক্টিভেট হবার ৩ মাস পযন্ত যেকোন রিটেল শপিং এ পাবেন ৫% পযন্ত ক্যাশব্যাক সর্বোচ্চ ৫ হাজার টাকা পযন্ত।
আরো জানুনঃ Brac Bank Home Loan
Spend Benefit of Brac Bank Infinite Credit Card:
- বছরে সর্বোচ্চ ৫ হাজার টাকা পযন্ত ক্যাশব্যাক রিটেল শপিং এর জন্য।
- প্রতি ৫০ টাকা ক্রেডিট কার্ড এর মাধ্যমে কেনাকাটা করার জন্য পাবেন ২ টি রিওয়ার্ড পয়েন্ট। যা ব্যবহার করে আপনি পরবর্তীতে কেনাকাটা বা আপনার কার্ডের ফি পরিশোধ করতে পারবেন।
Travel Benefit of Brac Bank Infinite Credit Card:
- কার্ড হোল্ডার এবং তার ৩ জন সহকারী সহ ১ বছরে ১০ বার কমপ্লিমেন্টারি লাউঞ্জে এক্সেস পাবেন।
- সারাবছর ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বেসিক লাউঞ্জে কার্ড হোল্ডার সহ ৩ জনের ফ্রি এক্সেস পাবেন।
- তাছাড়াও সারাবছর কমপ্লিমেন্টারি ভিসা কনসিয়ার সার্ভিস পাবেন ।
Insurance Benefit of Brac Bank infinite Credit Card:
- ১৫০,০০০ হাজার টাকা বা সমপরিমাণ ডলারের সাস্থ্য বিমা পাবেন।
Brac Bank credit Card Hotel & Restaurant Offer
বেশির ভাগ মানুষ ক্রেডিট কার্ড নেই ক্রেডিট কার্ডের বিভিন্ন অফার এবং ক্যাশব্যাক সুবিধা নেওয়ার জন্য। তবে অন্য সব অফার থেকে হোটেল এবং রেস্টুরেন্ট অফার কার্ডহোল্ডার এর কাছে সব থেকে আকর্ষণীয়।
- Buy 1 Get 1, Buy 1 get 2 and Buy 1 Get 3 Free Buffet অফার পাবেন সারাবছর ধরে ঢাকা সহ দেশের বিভিন্নস্থান এর হোটেল রিসোর্ট এবং রেস্টুরেন্ট সূমহে।
- বাংলাদেশের টপ লাইফস্টাইল দোকান গুলোতে পাচ্ছেন বছর জুড়ে সেরা কিছু ক্যাশব্যাক অফার এবং buy 1 get 1 অফার।
- এছাড়াও দেশের অভ্যন্তরীণ বছর জুড়ে বিভিন্ন রেস্টুরেন্ট, রিসোর্ট এবং হোটেল এ থাকছে আকর্ষণীয় সব অফার। এগুলা বিভিন্ন সময় পরিবর্তন হয় এজন্য অফার এর হোটেল এবং রেস্টুরেন্ট লিষ্ট দেখতে নিচের অফার লিষ্টটা ফ্লো করুন।
- তাছাড়াও পৃথিবীর ৫০০০ এর অধিক হোটেলে ৪ রাত বুকিং করলে ১ রাত ফ্রি থাকতে পারবেন।
- ইন্টারন্যাশনাল গ্লোফ কোস সূমহে পাচ্ছেন স্পেশাল ডিস্কাউন্ট। গ্লোফ কোস এর লিষ্ট পেতে ব্যাংকে যোগাযোগ করুন।
- এছাড়াও ২০০ এর অধিক মার্চেন্টস পয়েন্টে পাচ্ছেন ০% EMI সুবিধা। যার মাধ্যমে আপনি অনায়াসে যেকোনো প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন।
Brac Bank Signature Credit Card এর ফিচার সূমহঃ
- বছর জুড়ে Buy 1 Get 1 অফার বিভিন্ন Finest রেস্টুরেন্টে।
- প্রতি ৫০ টাকা খরচে ২ টি রিওয়ার্ড পয়েন্ট।
- বছরে ৭ টি এয়ারপোর্টে প্রায়োরিটি লাউঞ্জে ফ্রি এক্সেস। ৭টির পর প্রতিজনের এক্সেসে ২৭$ করে চার্জ কাটবে।
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বালাকা লাউঞ্জে বছরে ৩ টি ফ্রি এক্সেস পাবেন।
- ডাবল হেলথ ইন্সুইরেন্স পাবেন।
- যেকোনো কেনাকাটায় ব্যাংকের ২০০টি মার্চেন্টস এর আউটলেট এ পাবেন ০% ইন্টারেস্ট এ ই এম আই সুবিধা।
- রেস্টুরেন্ট, লাইফস্টাইল শপ, রিসোর্ট ও থাকছে আকর্ষণীয় সব অফার। অফার সূমহ দেখতে নিচের অফার লিংক ফ্লো করুন।
Brac Bank Millennial MasterCard Titanium Credit Card এর ফিচার সূমহঃ
- Wellcome অফার হিসেবে ডাইনিং, ক্লোথিং এবং লাইফস্টাইল মার্চেন্ট এর নিকট থেকে ভাউচার পাবেন।
- Food panda, Hungary Naki, Pathao Food, Pizza Hut, KFC থেকে বছরজুড়ে অনলাইন পেমেন্ট এ ১৫% ক্যাশব্যাক পাবেন। ( প্রতিমাসে সর্বোচ্চ ৩০০ টাকা পযন্ত )
- Gloria Jeans Coffees, North End Coffee Roasters,Crimson Cup BD, Cooper’s Bakery, Domino’s pizza Bangladesh এই মার্চেন্টস সূমহে মাসে ৫০০০ টাকা খরচ করলে ১০০০ পয়েন্ট পাবেন।
- ব্যাংক কর্তৃক নিদ্ধারিত গ্রোসারি সুপারশপে শুক্রবার এবং শনিবার যেকোনো ট্রানজেকশন এ দিগুন পয়েন্ট পাবেন সচারাচর সময় থেকে।
- বছরে ৬০ হাজার টাকা খরচে ৩ বছর পর থেকে কার্ডের চার্জ মওকুফ করা হবে।
- বছরে ৫০০০$ ডলার ইনডোজমেন্ট করলে ৫০০ বোনাস পয়েন্ট পাবেন।
- বছরে ২ টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্রি লাউঞ্জের সুবিধা পাবেন।
- সারা বছর কমপ্লিমেন্টারি এক্সেস পাবেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
- ০% ইন্টারেস্ট সুবিধায় ৬ মাসের জন্য ই এম আই সুবিধা পাবেন। ( সর্বনিম্ন ১৫০০০ টাকার কেনাকাটা থেকে শুরু হবে এবং প্রসেসিং ফি ১%)
- এছাড়াও অন্যান্য কার্ডের মত এটারো বিভিন্ন রেস্টুরেন্টে, রিসোর্ট এবং হোটেল এ অফার রয়েছে। অফার সূমহের লিষ্ট জানতে নিচে ফ্লো করুন।
Brac Bank Platinum Credit Card offers
- হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সারা বছর কমপ্লিমেন্টারি এক্সেস পাবেন.
- ০% ইন্টারেস্ট এ ২০০+ মার্চেন্টস এ EMI সুবিধা পাবেন।
- প্রতি ৫০ টাকা খরচে ১ পয়েন্ট পাবেন।
- ডাবল ইন্সুইরেন্স বেনিফিট থাকছে অন্যান্য কার্ডের মত।
- এছাড়াও হোটেল, রেস্টুরেন্ট এবং রিসোর্ট এর অফার তো থাকছেই।
Brac Bank Gold Credit Card Benefit
- 200+ মার্চেন্টস এর আউটলেট এ ০% সুদে ই এম আই পাবেন।
- ১ পয়েন্ট পাবেন প্রতি ৫০টাকা খরচে।
- ডাবল ইন্সুইরেন্স বেনিফিট আন্ডার ক্রেডিট প্রোগ্রাম
- এছাড়াও দেশের অভ্যন্তরীণ বিভিন্ন রেস্টুরেন্টে, হোটেলে এবং রিসোর্টে ক্যাশব্যাক সুবিধা, বাই ১ গেট ১ অফার সহ অনেক সুবিধা পাবেন। বিস্তারিত পোস্টের নিচে দেওয়া আছে।
Brac Bank Classic Credit Benefit
- প্রথম কমপ্লিমেন্টারি কার্ড সম্পন্ন ফ্রি।
- ৫০ টাকা খরচে আপনি ১ টি বোনাস পয়েন্ট পাবেন।
- ০% সুদে ২০০ এর বেশি আউটলেট এ EMI সুবিধা থাকছে।
- এছাড়াও অন্যান্য ক্রেডিট কার্ডের মত এই ক্রেডিট কার্ড এও দেশের অভ্যন্তরীণ কেনাকাটায় বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।
Brac Bank Credit Card Offer List
- Brac Bank Credit Card Offer Resturent List
- Brac Bank Credit Card Offfer Lifestyle Shop
- Retail Shop Offer List