Bank Asia DPS সম্পর্কে বিস্তারিত

সুপ্রিয় বন্ধুগণ,  আমাদের আজকের অনুচ্ছেদের মূল বিষয়বস্তু হলো Bank Asia DPS পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত সকল তথ্য।

আপনারা যারা ব্যাংক এশিয়ার ডিপিএস সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে চান আজকের এই অনুচ্ছেদে

ব্যাংক এশিয়া ডিপিএস এর মাধ্যমে টাকা জমানোর পর আপনি কি রকমের ইন্টারেস্ট রেট পাবেন, মেয়াদ থাকবে কতবছর, মাসে জমার পরিমাণ কত টাকা, এবং মেয়াদ শেষে মোট কত টাকা ফেরত পাবেন সে সম্পর্কে যাবতীয় তথ্যগুলো 

জানতে পারবেন।

Bank Asia Dps এর ফিচার সূমহ

  • আপনার সঞ্চয় হিসাবের একাউন্টে আপনি নির্দিষ্ট মেয়াদে টাকা জমাতে চাইলে দারুণ ইন্টারেস্ট রেট উপভোগ করতে পারবেন।
  • টাকা জমানোর ক্ষেত্রে অন্য কোনো ধরনের এক্সট্রা চার্জ প্রযোজ্য হবে না।
  • সঞ্চয়ী হিসাবে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে কোনো রকমের চার্জের প্রয়োজন হবে না। অর্থাৎ মাসিক সঞ্চয়ের সময় অনলাইন চার্জ বাবদ কোনো টাকাপয়সা লাগবে না।
  • আপনি চাইলে ৩, ৫, ৭, ১০ বছর এবং সর্বোচ্চ ১২ বছরের জন্য ডিপিএস একাউন্টে টাকা জমাতে পারবেন।
  • প্রতি মাসে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০০০০ টাকা পর্যন্ত আপনি সঞ্চয় করতে পারবেন। 

আরো জানুনঃ সোনালী ব্যাংক ডি পি এস সম্পর্কে বিস্তারিত

Bank Asia DPS করতে যে সকল ডকুমেন্টস লাগবে

  • সঞ্চয়ী হিসাব/একাউন্ট খোলার জন্য একটি একাউন্ট ওপেনিং ফর্ম লাগবে। 
  • যে ব্যক্তি একাউন্ট তৈরি করবে তার ছবি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং নমিনির প্রয়োজন হবে। 
  • এছাড়াও উল্লেখ্য তথ্য ও ঠিকানার সত্যতা যাচাই করার জন্য আরও যেকোনো ডকুমেন্টস-এর প্রয়োজন হতে পারে।
  • যদি প্রয়োজন হয় তাহলে ই-টিন সার্টিফিকেট দেখাতে হবে। 
  • এবং তাদের নিয়মনীতি ও শর্ত মেনে পত্রে সাক্ষর করতে হবে। 

উল্লেখিত ডকুমেন্টস অনুযায়ী আপনি চাইলে Bank Asia Dps একাউন্ট তৈরি করতে পারবেন।

Bank Asia DPS এর লাভ সূমহ

আপনি যদি বিভিন্ন মেয়াদে ব্যাংক এশিয়া ডিপিএস করে থাকেন তাহলে সেক্ষেত্রে লাভের পরিমাণও মেয়াদ অনুযায়ী ভিন্ন ভিন্ন হবে।

See also  UCB Bank ডিপিএস সম্পর্কে বিস্তারিত | UCB Bank DPS

বিভিন্ন মেয়াদী ডিপিএস এর ক্ষেত্রে লাভ ও মোট টাকার পরিমাণ কত হবে আসুন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক–

মেয়াদ→৩ বছর৫ বছর৭ বছর১০ বছর১২ বছর
মাসিক জমা–↓মুনাফা (৬.৯৬%)মুনাফা (৭.২৩%)মুনাফা (৭.৮৪%)মুনাফা (৮.১০%)মুনাফা (৮.৫০%)
৫০০২০,০০০৩৬,০০০৫৫,৫০০৯১,০০০১,২২,৫০০
১০০০৪০,০০০৭২,০০০১,১১,০০০১,৮২,০০০২,৪৫,০০০
২০০০৮০,০০০১,৪৪,০০০২,২২,০০০৩,৬৪,০০০৪,৯০,০০০
৩০০০১২০০০০২,১৬,০০০৩,৩৩,০০০৫,৪৬,০০০৭,৩৫,০০০
৪০০০১,৬০,০০০২,৮৮,০০০৪,৪৪,০০০৭,২৮,০০০৯,৮০,০০০
৫০০০২,০০,০০০৩,৬০,০০০৫,৫৫,০০০৯,১০,০০০১২,২৫,০০০
৮০০০৩,২০,০০০৫,৭৬,০০০৮,৮৮,০০০১৪,৫৬,০০০১৯,৬০,০০০
১০০০০৪,০০,০০০৭,২০,০০০১১,১০,০০০১৮,২০,০০০২৪,৫০,০০০

উপরে উল্লেখিত চার্টে এশিয়া ব্যাংক ডিপিএস সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আলোচনা করা হয়েছে। আপনারা কত টাকা করে জমা রাখলে বছর শেষে মোট কত টাকা আপনার একাউন্টে জমা হবে আশাকরি সেসব সম্পর্কে এই অনুচ্ছেদের মাধ্যমে আপনারা একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। 

যেহেতু আপনারা চাইলে ৩, ৫, ৭, ১০ এবং ১২ বছর মেয়াদী ডিপিএস একাউন্ট চালু করতে পারেন এবং অর্থ জমা করতে পারেন, তাই এক্ষেত্রে আপনাদের জন্য ভিন্ন ভিন্ন মেয়াদের জন্য ভিন্ন ভিন্ন সুযোগ সুবিধা থাকে।

ব্যাংক এশিয়া ডিপিএস এর মাধ্যমে আপনার একাউন্টে আপনি টাকা জমা করতে থাকলে নির্দিষ্ট মেয়াদ শেষে মুনাফা বৃদ্ধি পাবে। এছাড়াও মাস শেষে আপনার সামর্থ্য ও পছন্দ অনুযায়ী সর্বনিম্ন/সর্বোচ্চ টাকা আপনি আপনার একাউন্টে জমা করতে পারবেন।

Source: Youtube

এক্ষেত্রে আপনি আটও একটি সুবিধা পেতে পাটেন, আপনি যদি টাকা জমা রাখার সময়সীমা বৃদ্ধি করেন তাহলে চপনার ডিপিএস একাউন্টের মেয়াদ শেষ হওয়ার পরেও আপনি অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন। এক্ষেত্রেও মুনাফা বৃদ্ধি পাবে এবং আপনার একাউন্টে টাকার পরিমাণ বাড়বে।

ব্যাংক এশিয়া ডিপিএস – সম্পর্কে এই ছিলো বিস্তারিত সকল তথ্য। আশাকরি আমাদের আজকের এই অনুচ্ছেদ আপনাদেরকে এশিয়া ব্যাংক ডিপিএস সম্পর্কে বিস্তারিত জানাতে সক্ষম হয়েছে।

See also  ডাচ্ বাংলা ব্যাংক এর ডিপিএস সম্পর্কে বিস্তারিত | Dutch Bangla DPS

আবারও বলছি, আমাদের আজকের এই অনুচ্ছেদটি ভালো লাগলে পোস্টটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *