আসসালামু আলাইকুম । কিভাবে AB Bank Student Account খুলবেন ? AB Bank Student একাউন্টের সুবিধা ? Ab Bank student Account খুলতে প্রয়োজনীয় কাগজপত্র? এবি ব্যাংক মাইনর স্টুডেন্ট একাউন্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র? এবি ব্যাংক মেজর স্টুডেন্ট একাউন্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র? এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্টে বিভিন্ন চার্জ এবং অফার সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব ।
যা যা থাকছে
কাহারা এ বি ব্যাংক কি স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন | Who can open AB Bank Student Account
যেকোন স্কুল বা কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী ab bank Student Account খুলতে পারবেন। তবে ১৮ বছরের কম বয়সি ছাত্র-ছাত্রীরা তাদের অভিভাবক এর অধিনে এই একাউন্ট খুলতে পারবেন। এক্ষেত্রে চেক বইতে অভিভাবক এর সিগনেচার ছাড়া টাকা তুলতে পারবেন। আমি নিজে প্রথমে আই সমস্যায় পরছিলাম, চেক বইতে নিজের সিগনেচার দিয়ে ব্যাংক থেকে টাকা উত্তলন করতে গেছিলাম কিন্তু ক্যাশ কাউন্টার আমার সিগনেচার করা চেক থেকে টাকা দিতে চাচ্ছিলো না। পরবর্তীতে আমাকে আবার আমার আম্মুর সিগনেচার নিয়ে এসে টাকা তুলতে হয়েছিল। সুতরাং ১৮ বছর এর কম বয়সি কেও একাউন্ট করলে চেক বইতে অবশ্যই অভিভাবক এর সিগনেচার নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তলন করতে যাবেন।
Ab Bank Students Account Features | এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্টের সুবিধাসূমহ
- একাউন্ট মেইনটেইন চার্জ সম্পন্ন ফ্রি
একাউন্ট চালাতে বাৎসরিক কোন চার্জ ব্যাংকে দিতে হবে না। যেখানে অন্যান্য একাউন্ট এর বাৎসরিক চার্জ ৫০০ থেকে ১০০০ টাকা পযন্ত হয়ে থাকে।
আরো জানুনঃ কিভাবে Dutch Bangla Bank personal Loan নিবেন।
- একটি সম্পন্ন ফ্রি ডেবিট কার্ড পাবেন। যেটা দিয়ে এবি ব্যাংকের যেকোন বুথ থেকে সম্পন্ন ফ্রি টাকা উত্তলন করতে পারবেন। এই ডেবিট কার্ডের বাৎসরিক কোন চার্জ নাই।
- ফ্রি এস,এম,এস ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা।
- ১৫ পাতার ফ্রি চেকবই পাবে একাউন্ট করবার ১৫ দিন পর। এই চেকবই এর জন্য গ্রাহকে কোন প্রকার টাকা দিতে হবে না।
- ফ্রি মোবাইল রিচার্জ করতে পারবেন, বাংলাদেশের যেকোন মোবাইল অপারেটর এ। তবে সর্বনিম্ন ২০টাকা রিচার্জ করা বাধ্যতামূলক বর্তমানে।
১৮ বছরের কম হলে Ab bank Student Account খুলতে প্রয়োজনীয় ডকুমেন্টস
আপনার বয়স যদি ১৮ বছর এর কম হয়, তাহলে আপনি এবি ব্যাংকের মাইনোর স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন। এর জন্য আপনার লাগবে-
- বর্তমানের স্কুল বা কলেজের ফটোসহ আইডি কার্ডের ফটোকপি।
- জন্ম নিবন্ধন এর ফটোকপি।
- অভিভাবক এর জাতীয় পরিচয় পত্র, পার্সপোর্ট (যদি থাকে) এর ফটোকপি।
- অভিভাবক এর ইনকাম সোর্স এর ডকুমেন্টস।
- একাউন্ট হোল্ডার এর ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- অভিভাবক এর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- নমিনির ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
১৮ বছরের বেশি বয়স হলে Ab Bank student account খুলতে প্রয়োজনীয় ডকুমেন্টস
- জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন এর ফটোকপি।
- সদ্য তোলা ৪ কপি ল্যাব প্রিন্ট পার্সপোর্ট সাইজের ছবি।
- নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- নমিনির ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- স্কুল বা কলেজের আইডি কার্ড, বেতন স্লিপ, লাইব্রেরি কার্ড এর যেকোন একটির ফটোকপি।
Ab bank Student account Interest Rate
বর্তমানে এবি ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট এ যেকোনো পরিমান অর্থ রাখলে, উক্ত অর্থের উপর ফ্লাট ৩.২৫% মুনাফা পাবে। তবে এটা পরিবর্তন হতে পারে।
আশাকরি আপনাদের সকল ইনফরমেশন দিয়ে সহায়তা করতে পেরেছি। তবে আমাদের উদ্দেশ্য সুদ নিতে আগ্রহী করা নয়। আমরা কেবল আপনাদের ব্যাংক এবং ব্যাংকিং নিয়ে ইনফরমেশন দিয়ে থাকি।